বইঃ আউট অব কন্ট্রোল রিভিউ লেখকঃ Eftekhar Ahamed Samim

বইঃ আউট অব কন্ট্রোল রিভিউ

লেখকঃ Eftekhar Ahamed Samim

ক্যাটাগরিঃ গল্পচ্ছলে প্রবন্ধ গ্রন্থ।
প্রকাশকাল ; অমর একুশে বইমেলা ২০২১


প্রথমে বলে রাখি এটা বিনোদনের জন্য রচিত না।অতএব যারা বিনোদনের জন্য বই পড়েন তাদের এই বইটি না পড়াই উত্তম । এই বইটিতে মোট ১৫ টি গল্পচ্ছলে প্রবন্ধ রয়েছে। আগে গল্পচ্ছলে প্রবন্ধ কি সেটা জেনে আসি! প্রত্যেক প্রবন্ধে আলাদা করে গল্প রয়েছে এবং ঐ গল্পে উপস্থিত চরিত্রের মাধ্যমে মূল বিষয়বস্তু তুলে ধরা। অনেকে ইফতেখার আহমেদ শামীম কে আরিফ আজাদ এর সাথে তুলনা করেন। তবে দুজন দুই ক্যাটাগরির মানুষ কিন্তু উদ্দেশ্য একটাই ভালো কিছু লিখে যাওয়া। আরিফ আজাদ লিখেন আস্তিক নাস্তিক দন্ধ নিয়ে আর ইফতেখার আহমেদ লিখেন ঘুণে ধরা সমাজ নিয়ে, ঘুণে ধরা মনুষ্যত্ব নিয়ে,ঘুণে ধরা বিবেক নিয়ে। এবার একটু সূচিপত্রে নজর দেয়া যাকঃ-
১) ধর্ষণের কারণ কি শুধুই বেপর্দা?
২) বিয়ের জন্য পাত্রী দেখাও কি নারী নির্যাতন?
৩) বাল্যবিয়ে তো শরীয়ত সম্মত!
৪)যৌতুক বনাম উপহার। কে জিতবে?
৫) আপনি বিয়ে করবেন কেন?
৬) সেইম এইজ রিলেশনশিপ এর পরিণতি কি?
৭)ভর্তি যুদ্ধ নাকি জীবনযুদ্ধ?
৮) রাজনীতি কি আসলেই গরীবের ভাউস?
৯)ছাত্র রাজনীতি আজ কেন ছত্রভঙ্গ?
১০) হলুদ সাংবাদিকতা কি দেখতেও হলুূদ?
১১) জীবন কি আসলেই জীবনের জন্য?
১২) ডিভোর্স ই কি সব সমস্যার সমাধান?
১৩) অনুকরণপ্রিয়তা এত প্রিয় কেন?
১৪)কুসংস্কার এর কবে হবে সংস্কার?
১৫) আপনি অনলাইনে যাবেন কেন?
প্রতিটি প্রবন্ধ রচনার পিছনে নির্দিষ্ট কারন রয়েছে।যেমন ধরুন, ১ম প্রবন্ধ টা যদি আপনি পড়েন তাহলে এই টপিক সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা নিতে পারবেন।তারপর "আসুন আপনি বিয়ে করবেন কেন?" এই প্রবন্ধ টা সমকামীতার বিরুদ্ধে মোক্ষম জবাব। যৌতুক বনাম উপহার! এই প্রবন্ধ যৌতুক সম্পর্কে আমাদের ধারণা পাল্টে যাবে। আমরা নিজেরাও বুঝতে পারি না যে, কিভাবে যৌতুকের চক্র চলমান আমাদের সমাজে!
আমাদের একটু সচেতন হবার জন্যই লেখকের এত প্রচেষ্টা। প্রত্যেক টা প্রবন্ধ আমাদের সমাজের জন্য প্রয়োজন। আমি আশা করি লেখকের এই প্রচেষ্টা অব্যহত থাকুক।পরিশেষে একটা কথাই বলতে চাই, ভালো কিছু নাহয় শুরু করি আজ থেকে এখন থেকে...
ব্যক্তিগত রেটিংঃ ৯/১০
বইমেলায় স্টল নংঃ ৩১৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ