সুন্নাহ ও বর্তমান যুগের আলোকে মুসলিমের দৈনন্দিন জীবন pdf download
প্রকাশনায়: মো: মোশফিকুর রহমান| পৃষ্ঠাঃ ৮৮ | সাইজঃ ৫ মেগাবাইট
একজন মানুষের দিন অতিবাহিত হয় দুটি বিষয়ের সমন্বয়ে: কর্ম ও চিন্তা। কর্মগুলো আসলে মানুষের চিন্তা-ভাবনা দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। আমরা মনে প্রাণে যেসব বিষয় নিয়ে যেভাবে চিন্তা ও পরিকল্পনা করি এবং তার উপর বিশ্বাস করি ঠিক সেভাবেই আমাদের কাজগুলো পরিচালিত হয়। মুসলিম হিসেবে আমাদের জীবনের চিন্তা ও কর্মে রাসূল (সা)-এর সুন্নাহকে প্রবেশ করাতে চাই। তাই আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপে কিভাবে সুন্নাহ অনুসরণ করা যায় এই বইটিতে বিস্তারিত উল্লেখ করা আছে। আমাদের এই বর্তমান আধুনিক যুগের কর্মময় জীবনের সাথে তাল মিলিয়ে কিভাবে প্রতিটি ক্ষণকে আল্লাহর ইবাদাত ও তার নির্দেশিত পথে চলতে পারি তারই ধারাবাহিক বর্ণনা এই বইটি। সকাল থেকে শুরু করে সারাটি দিন আমার কিভাবে সুন্নাহ অনুযায়ী জীবন অতিবাহিত করা যায় তারই সম্যক ধারণা এই বইটিতে পাওয়া যাবে ইনশা আল্লাহ।
বইটিতে দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপে সুন্নাহ অনুসরণে করণীয় উল্লেখ করা হয়েছে।
সময়ের সাথে সাথে আমাদের করণীয়সমূহ পয়েন্ট আকারে বর্ণিত হয়েছে।
বইটিকে প্রেজেন্টেশন এর আকারে লিখিত।
প্রয়োজনীয় বিষয়গুলোকে আকর্ষণীয় করতে প্রতিটি বিষয়ে ছবি যুক্ত করা হয়েছে।
দিনের শুরু থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের প্রতিটি পদক্ষেপ ধারাবাহিক আলোচিত হয়েছে।
আধুুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমাদের করণীয় উল্লেখ করা হয়েছে।
আধুনিক বিজ্ঞান ও সভ্যতার কিছু অনুসরণীয় বিষয় বা ভালো কিছু যা সুন্নাহর পরিপন্থী নয় সেগুলাও উল্লেখ করা হয়েছে।
সামাজিক জীবন হিসেব মানুষের সামাজিক আচরণ সম্পর্কেও আলোচনা সংযোজিত।
দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দুআগুলো আরবী, বাংলা উচ্চারণ ও অর্থসহ সংযোজন করা হয়েছে।
বইটির সাথে প্রয়োজনীয় দুআসমূহের স্টীকার বিনামূল্যে প্রাপ্য।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....