Imam Series 1part to 6part

ইমাম সিরিজ-
১ম খণ্ড: ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু
২য় খণ্ড: ইমাম মালিক রাহিমাহুল্লাহু
৩য় খণ্ড: ইমাম শাফিয়ি রাহিমাহুল্লাহু
৪র্থ খণ্ড: ইমাম আহমাদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহু
৫ম খণ্ড: ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহু
৬ষ্ঠ খণ্ড: ইমাম হাসান আল-বাসরি রাহিমাহুল্লাহু
বিভাগ: বই রিভিউ 
❀ ||রিভিউ || ❀ © Azmin Akhter Eva (all credit)



সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের। তাঁর প্রশংসিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বর্ষিত হোক রহমত ও শান্তি ধারা। আর আমি আমার অন্তরের এবং কর্ম রাশির অনিষ্ট থেকে আল্লাহ তায়ালার কাছে পানাহ চাচ্ছি।
যে দিন দেখেছিলাম ইমাম সিরিজ বের হয়েছে সেইদিন থেকেই বইগুলোর পড়ার জন্য অধীর আগ্রহ নিয়ে ছিলাম। অবশেষে আল্লাহর অশেষ রহমতে গুরুত্বপূর্ণ ইমাম সিরিজের ছয়টি বই পড়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ। 

∎পাঠপ্রতিক্রিয়াঃ—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
অনেক দিনের ইচ্ছা ছিল ইমামদের জীবনী জানার।কিন্তু বাংলা ভাষায় তেমন কোন বই খুঁজে পাইনি। ইসলাম ও মুসলমানদের উগ্র আচরণ দেখে মূলত ইমামদের সম্পর্কে জানার ইচ্ছা বহুদিনের। অধিকাংশ মুসলমানদের অজ্ঞতার কারণেই মূলত তারা ইমামদের নিয়ে অপবাদ ছড়ায়। অথচ বইগুলো পড়র জানলাম সবাই সবাইকে কতই না সম্মান করতো! তারা ছিলেন একে অন্যের সহযোগী। হৃদয় নিভৃতে স্নিগ্ধ এক অনুভূতি বিরাজ করছিল বই গুলো পড়ার সময়। বইগুলো পড়া শেষ করেছি ইমাম দের প্রতি একরাশ মুগ্ধতা ও অগাধ ভালোবাসা নিয়ে। যেন হৃদয়ের আলতো ভাবে সুরভী মেখে দিয়ে গেছে বইগুলো। শিখিয়েছে কিভাবে ইলম অর্জন করতে হয়।
আসলেই ত কল্পকাহিনী না পড়ে আমরা যদি নবী-রাসূল, খলিফা, শ্রেষ্ঠ ইমাম এবং মনীষীদের জীবনী পড়ি, তাতেই আমাদের জ্ঞান অর্জনের পাশাপাশি ঈমান বৃদ্ধি পাবে ইনশা। এবং আল্লাহুর প্রতি তাকওয়াবান হতে পারব। আমি মনে করি ধর্মপ্রাণ মুসলমান পাঠক-পাঠিকারা এই ইমাম সিরিজ পাঠে যথাযথ উপকৃত হতে পারবে। তাছাড়া বইয়ের ভাষা সর্ব সাধারণের বোধগম্য, সহজ-সরল ও প্রাঞ্জল রাখা হয়েছে। যা আমার খুব ই ভালো লেগেছে। 

∎বইয়ের আলোচ্য বিষয়—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
ইসলামের সোনালী যুগের ইমামগুলো ই তো আমাদের মহান আদর্শের সমুজ্জ্বল। গৌরব ও চেতনার প্রতীক। তাদের জীবনী পাঠে রয়েছে প্রেরণা, সাফল্য ও সার্থকতা।

◉ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু এমন একজন মানুষ যার এবাদত, তাকওয়া, আখলাক দুনিয়া বিমুখতা ও লেনদেনসহ সামগ্রিক বিষয় ছিল আদর্শ। যিনি একাধারে মহান ইমাম, ফকিহ এবং হাদিস বিশারদ।বইটি পাঠে জানতে পারি সেই সময়ের পরিস্থিতি, বেড়ে ওঠা, তাঁর শিক্ষা, গবেষণা, রচনা, তিনি কেমন ছিলেন, তাঁর বিশেষ গুণ গুলো,  কিভাবে জীবন অতিবাহিত করেছেন এবং তার অপূর্ব কথামালা বা উক্তি।

◉ইমাম সিরিজের দ্বিতীয় বই ইমাম মালিক রাহিমাহুল্লাহর জীবনী। সাহাবী যুগের পর যাকে বলা হতো ইমামু দারিল হিজরাহ বা  মদিনার ইমাম। কিভাবে ইমাম মালিক কি নিজেকে গড়ে তুলেছেন কিভাবে মদিনার হাদিসের অলংকৃত করেছেন সবকিছুই আছে এই বইটিতে। তাছাড়া মুসলমানদের মাঝে বহুল প্রচলিত চার মাযহাবের এক মাযহাব ইমাম মালিক। তার আমল, আখলাক, দুনিয়া বিমুখতা, এবাদত বন্দেগি, আত্মমর্যাদা, অধ্যাবসায়-সহ সকল বিষয় ছিল অনুপম ও অতুলনীয়। যা খুব সহজেই মানুষকে আকর্ষণ করতো। ইজতিহাদ গবেষণা, দারস-তাদরিস, ফাতওয়া প্রদান, গ্রন্থ সংকলন প্রভৃতি কাজে তিনি প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন। গোটা জীবন দ্বীনের খেদমতে সঁপে দিয়েছেন। বইটি থেকে জানতে পারি তার জন্ম বংশ-পরম্পরা, শিক্ষা, গুণাবলী, হাদীস শাস্ত্রে তার ভূমিকা, তার প্রভাব ও রাজদরবারে গমন, রচনা, গবেষনা, ইমাম মালিকের পরীক্ষা এবং প্রজ্ঞাপূর্ণ উক্তি। যার মাধ্যমে বিশেষ জায়গা দখল করে নিত প্রত্যেকের অন্তরে। 

◉ইমাম সিরিজের তৃতীয় বই ইমাম শাফিয়ি রাহিমাহুল্লাহর জীবনী। যিনি ছিলেন একজন সুপ্রসিদ্ধ ফকিহ, গবেষক ও বিশিষ্ট চিন্তাবিদ আলিম। যার ছিলো বিশ্বজোড়া খ্যাতি। হাজার পৃষ্ঠা গ্রন্থ রচনা করলো যার জীবনের ছিটেফোঁটাও তুলে আনা সম্ভব নয় বলেছেন আব্দুল্লাহিল মামুন। কারণ তিনি ছিলেন হতদরিদ্র পরিবারের সন্তান। যেখানে দু'মুঠো খাবার ছিল কষ্টকর। সেখানে ইলম অর্জন মানে আকাশ ছোঁয়ার চেষ্টা করা। বইটি থেকে জানতে পারি ইমাম শাফিয়ির বেড়ে ওঠা, শিক্ষাজীবন, শারীরিক গঠন, দেশভ্রমণ, তার ছাত্র ও শিক্ষক কারা ছিলেন, বিভিন্ন শাত্রের বিশেষজ্ঞতা, তার অসুস্থতা, রচনাবলী, প্রজ্ঞাপূর্ণ উক্তি, কিছু দোয়া এবং তার মাযহাব বিস্তারের ইতিহাস।

◉ইমাম সিরিজের চতুর্থ বই ইমাম আহমেদ রাহিমাহুল্লাহর জীবনী। হাদিস ও ফিকহশাস্ত্রের সর্বজনস্বীকৃত এই ইমাম। তার জীবনের অবিস্মরণীয় ত্যাগ ও কুরবানী গুলো আমাদের করে আলোড়িত। যিনি সুদৃঢ় ঈমান নিয়ে পাড়ি জমিয়েছেন অনন্ত অসীমের পথে। তিনি ইলম ও আমলের জন্য ছিলেন অনন্যা। তাকওয়া ও আল্লাহ ভীরুতা ছিল অতুলনীয়। ফিকহের  প্রসিদ্ধ চার ইমামের একজন তিনি। হাম্বলী মাযহাবের প্রতিষ্ঠাতা এবং হাদিসের সুবিশাল গ্রন্থ সংকলন। এ বইটি থেকে জানতে পারি তাঁর বেড়ে উঠা, দক্ষতা, ভাবগাম্ভীর্য, তার পরিবার-পরিজন, তিনি কেমন ছিলেন, তার দৃষ্টিতে কারা মনীষী ছিল, তার আকিদা ও মাযহাব, তারা নৈতিকতা, রাজনীতি, তার গ্রন্থাবলীর নাম, বর্ণনা এবং উক্তি।

◉ইমাম সিরিজের পঞ্চম বই আল-বাসরি রাহিমাহুল্লাহর জীবনী। তিনি ত ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। যার অনুপম আখলাক, চরিত্র, আত্মশুদ্ধি ও কর্মময় জীবন যুগ যুগ ধরে মুসলিম জাতির জন্য স্মরণীয় হয়ে রয়েছে। যে মানুষটি যুদ্ধের ময়দানে ছিলেন এক অকুতোভয় সৈনিক। আবার সেই তিনিই নামাজের পাটিতে মহান রবের আনুগত্য বান্দা। তার মত এত বেশি সাহসিকতাপূর্ণ আর কারো মাঝে ছিল না। তাছাড়া বইটি পাঠের মাধ্যমে আরো জানতে পারি তাঁর বেড়ে ওঠা, বাহ্যিক সৌন্দর্য এবং যাবতীয় বৈশিষ্ট্যাবলি, কর্মমুখর জীবন, তার সম্পর্কে আলেমদের মূল্যায়ন, ফিতনা, তার অমিয় বাণী এবং জীবনাবসান।

◉ইমাম সিরিজের ষষ্ঠ বই হচ্ছেন ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর জীবনী। ইসলামী ইতিহাসের অন্যতম প্রতিভাধর এই মনীষী। ফিকহশাতস্ত্রে দক্ষতা, তাফসীর ও আরবি সাহিত্যে পারঙ্গমতা, যুহদ ও ত্যাগ-তপস্যায় একনিষ্ঠ ছিলেন তিনি। একাধারে একজন বিজ্ঞ হাদিস বিশারদ, উঁচুমাপের ফকিহ ও গবেষক, বিনিদ্র সাধক এবং জিহাদের মাঠে নির্ভীক যোদ্ধা। বইটি থেকে আরো জানতে পারি তার বেড়ে ওঠা, শিক্ষার আসর, উচ্চশিক্ষা ও কর্মজীবন, যাদের পরশে তার জীবন ধন্য হয়েছিল, তার আকীদা-বিশ্বাস, তিনি কেমন ছিলেন, তাঁর কিছু অবিশ্বাস্য ঘটনা, জিহাদের ময়দানে তিনি কেমন ছিলেন, তার ইসলাম প্রচার, তাঁর কাব্য প্রতিভা, তার সাথে ঘটা অলৌকিক ঘটনা এবং তার বলা হৃদয় জাগা উক্তি।
মোটকথা, এই মহান ইমামের জীবনবৃত্তান্ত একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে বইয়ে ।

∎কেন পড়বেন—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
ইমামদের জীবনী পাঠের মাধ্যমে নিজের জীবনকে আলোকিত করার উদ্দেশ্যে। সচেতন মুসলিম হিসাবে আমাদের কর্তব্য ইমামদের জীবনী সম্পর্কে জানা কারণ আমাদের এই ইমামদের জীবনী নিয়ে বর্তমান সমাজে রয়েছে প্রচুর কল্পকাহিনী ও অবাস্তব ঘটনার ছড়াছড়ি। আমাদের উচিত মিথ্যা থেকে বেড়িয়ে সত্য সম্পর্কে জানা। তাই বইগুলো অবশ্যই পাঠ করা উচিত। 

 ∎ভালোলাগাঃ—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
যদিও বইটি হার্ডকভার ব্যবহার করা হয়নি এবং প্রচ্ছদ সাদাসিধে তবুও কেন জানি বইগুলো আমাকে টানে খুব। বইটিতে প্রতিটি বিষয়ের সাথে টিকা ও নিচে রেফারেন্স উল্লেখ করা হয়েছে। যা বইয়ের মানকে আরও সমৃদ্ধ করেছে। তাছাড়া বইয়ের পৃষ্টাসজ্জা, পৃষ্ঠামান এবং বানান শুদ্ধতা বেশ প্রশংসনীয়। প্রতিটা শব্দ, বাক্য ই হৃদয় ছোঁয়ে গেছে। বিশেষ করে উক্তি গুলো তাই আলাদা করে কোনো লাইন উল্লেখ করলাম না। 

 ∎মন্তব্যঃ—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
 সমকালীন প্রকাশনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, এমন একটি মূল্যবান সিরিজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। হে আমার রব! লেখক, অনুবাদক, প্রকাশনীও বইটির সাথে জড়িত সকলের পরিশ্রমকে ইসলামের জন্য কবুল করে নিন। আমীন।

ইমাম সিরিজ-
১ম খণ্ড: ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু
২য় খণ্ড: ইমাম মালিক রাহিমাহুল্লাহু
৩য় খণ্ড: ইমাম শাফিয়ি রাহিমাহুল্লাহু
৪র্থ খণ্ড: ইমাম আহমাদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহু
৫ম খণ্ড: ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহু
৬ষ্ঠ খণ্ড: ইমাম হাসান আল-বাসরি রাহিমাহুল্লাহু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ