কাসেম বিন আবুবাকার💕
Kasem Bin Abubakar একজন ভারতীয় বংশোদ্ভূত বাংলাদেশী উপন্যাসিক যার উপন্যাসের মূল বিষয়বস্তু গ্রামীন প্রেক্ষাপটে ইসলামকেন্দ্রিক প্রেম ভালোবাসা। তিনি অধুনা পশ্চিম বংগের হুগলীতে জন্মগ্রহন করেন।
পরবর্তীতে বাংলাদেশে চলে আসেন। প্রথম জীবনে তিনি ছিলেন একজন বই বিক্রেতা। ১৯৭৮ সালে তিনি তার প্রথম উপন্যাস ফুটন্ত গোলাপ লেখেন। উপন্যাসটি প্রকাশ পেতে এক দশকের মত সময় লেগে যায়। প্রকাশের পরে বইটি বেস্ট সেলারে পরিণত হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি তাকে নিয়ে প্রতিবেদন করার পরে তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন। তার উপন্যাস ঠিক উপন্যাস কিনা এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল বিতর্ক তৈরি হয়।
পশ্চিমবঙ্গের হাওড়া বোর্ড থেকে ম্যাট্রিক পাস করেন । ইন্টারমিডিয়েটে ভর্তি হলেও শেষ করতে পারেন নি। বাবার বড় সন্তান হওয়ার কারণে পারিবারিক চাপ ছিল।
ফুটন্ত গোলাপ পাণ্ডুলিপি লেখার পরে তিনি তা প্রকাশের জন্য প্রকাশক পাচ্ছিলেন না। ফুটন্ত গোলাপের সাফল্যের পরে তিনি মোট ৭২ টি উপন্যাস রচনা করেছেন।
১. ফুটন্ত গোলাপ; ২. আমিও মানুষ; ৩. তুমিও মানুষ; ৪. বিদেশী মেম; ৫. ক্রন্দসী পিয়া; ৬. কি পেলাম; ৭. প্রেমের পরশ; ৮. বিলম্বিত বাশর; ৯. প্রেম ও স্বপ্ন; ১০. তোমার প্রত্যাশায়; ১১. ভাঙা গড়া; ১২. পাহাড়ী ললনা; ১৩. হৃদয়ে আকা ছবি; ১৪. বোরকা পড়া সেই মেয়েটি; ১৫. কে ডাকে তোমায়; ১৬. মেঘলা আকাশ; ১৭. অনন্ত প্রেম; ১৮. শেষ উপহার; ১৯. কলংকের ফুল; ২০. শহরের মেয়ে;
২১. ফুলেরকাটা; ২২. স্বর্ণ তুমি; ২৩. হৃদয় যমুনা; ২৪. বহু রুপিনী; ২৫. বধুয়া; ২৬. কামিনী কাঞ্চন; ২৭. বিয়ের খোপা; ২৮. পলাতকা; ২৯. কালো মেয়ে; ৩০. অমর প্রেম; ৩১. আমি তোমার; ৩২. ধনীর দুলালী; ৩৩. হঠাৎ দেখা; ৩৪. শরীফা; ৩৫. বিদায় বেলায়; ৩৬. আধুনিকা; ৩৭. জ্যোৎস্নারাতে কালো মেঘ; ৩৮. কোন বনের হরিণ; ৩৯. বিকেলে ভোরের ফুল; ৪০. যেতে নাহি দেব;
৪১. প্রেম বেহেস্তের ফুল কেউ ভোলে কেউ ভোলে না; ৪২. একটি ভ্রমর পাচঁটি ফুল; ৪৩. শ্রেয়সী; ৪৪. প্রেম যেন একসোনার হরিন; ৪৫. প্রতিবেশিনি; ৪৬. অসম প্রেম; ৪৭. পল্লী বালা; ৪৮. অবশেষে মিলন; ৪৯. ভালোবাসি তোমাকেই; ৫০. বিয়ে বিভ্রাট; ৫১. চেনা মেয়ে; ৫২. অবাঞ্চিত উইল; ৫৩. কাঙিক্ষত জীবন; ৫৪. তুমি সুন্দর; ৫৫. সংসার; ৫৬. বড় আপা; ৫৭. অচেনা পথিক; ৫৮. বালিকার অভিমান; ৫৯. বাসর রাত; ৬০. অলোকিক প্রেম;
৬১. মানুষ অমানুষ; ৬২. প্রতীক্ষা; ৬৩. পথে পরিচয়; ৬৪. ধুমায়িত পথ; ৬৫. মেঘে ঢাকা মন; ৬৬. শ্রাবনী; ৬৭. নাফ নদীর বাকে; ৬৮. সংসার সুখের হয় রমনীর গুণে; ৬৯. স্বনির্বাচিত শ্রেষ্ঠ উপন্যাস; ৭০. প্রেমের ফসল; ৭১. আজরাঈল (আ:) এর কান্না; ৭২. প্রেম।
🏆 পোস্ট কার্টেসি :- Molakat💕
২। অবশেষে মিলন
৩। অবাঞ্চিত উইল
৪। অলৌকিক প্রেম
৫। কাঙ্খিত জীবন
৬। কি পেলাম
৭। ক্রন্দসী প্রিয়া
৮। পাহাড়ী লননা
৯। প্রেম
১০। ফুটন্ত গোলাপ
১১। বাসর রাত
১২। বিদায় বেলা
১৩। বিদেশী মেম
১৪। মানুষ অমানুষ
১৫। মেঘের কোলে রোদ
১৬। স্বপ্নে দেখা সেই মেয়েটি
১৭। সে কোন বনের হরিণ
৩। অবাঞ্চিত উইল
৪। অলৌকিক প্রেম
৫। কাঙ্খিত জীবন
৬। কি পেলাম
৭। ক্রন্দসী প্রিয়া
৮। পাহাড়ী লননা
৯। প্রেম
১০। ফুটন্ত গোলাপ
১১। বাসর রাত
১২। বিদায় বেলা
১৩। বিদেশী মেম
১৪। মানুষ অমানুষ
১৫। মেঘের কোলে রোদ
১৬। স্বপ্নে দেখা সেই মেয়েটি
১৭। সে কোন বনের হরিণ
১ থেকে ১৭টি বই একত্রে সংগ্রহ করতে নিচে Zip File এর উপর ক্লিক করে তারপর Download anyway তে ক্লিক করুন।
Google drive Folder এর মাধ্যমে আপনার পছন্দের বইগুলি ডাউনলোড করতে নিচে DRIVE FOLDER ক্লিক করুন।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....