সীরাহ মুহাম্মদ (সা:) (প্রথম ও শেষ খন্ড) পিডিএফ/PDF লেখক: Jim Tanvir সংস্করণ: Mar 2018 বিষয়: অভিধান প্রকাশক: Raindrop Publication সকল প্রশংসা আল্লাহর জন্য , যিনি তাঁর নগণ্য কিছু বান্দাকে তাঁর শ্রেষ্ঠতম বান্দার জীবনকথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দিয়েছেন । রাসূলুল্লাহ মুহাম্মাদ হচ্ছেন এমন একজন , চৌদ্দশ বছর পরেও যাকে নিয়ে মুগ্ধতা এতটুকু কমেনি । যারা তাকে জেনেছে , তারা তাঁকে ভালোবেসেছে ; যত বেশি জেনেছে , তত বেশি ভালোবেসেছে । যারা তাঁকে জানেনি , তাঁরা ভালোবাসার নদী দেখলেও মহাসমুদ্র দেখেনি । না - দেখেও যাকে পৃথিবীর মানুষ সবচাইতে বেশি ভালোবেসেছে , তিনি হলেন রাসূলুল্লাহ । গল্পের নায়কদের কথা মানুষ খানিক বাদেই ভুলে যায় , ঐতিহাসিক ব্যক্তিত্বদের প্রভাব টিকে থাকে বড়জোর কয়েকটা বছর , কিন্তু রাসূলুল্লাহ এমন একজন যাকে এত বছর পরেও লোকেরা ভালোবাসে , তাঁর অনুসরণ করে , তাঁর সম্মানে নিজের জীবন দিয়ে দেয় । জীবদ্দশায় আবু জাহেলরা তাঁকে ভয় করতো , মৃত্যুর পরে আবু জাহেলের উত্তরসূরিরা তাঁর অনুসারীদের ভয় করে । থেকে শুরু করে বারাক ওবামা কিন্তু দুর্ভাগ্য , যে জাতির কাছে ‘ মুহাম্মাদ ' * আছে , সে জ...
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....