বই: কৃষ্ণচূড়ার বিকেল
লেখক: শাদবিন শাকিল
প্রচ্ছদ: সুপ্রতীক সরকার
ধরণ: উপন্যাস (সমসাময়িক)
উপন্যাসের কিছু অংশঃ
নীলা ভাঙা গলায় আবারও বলল, “খুব অল্পতেই মানুষের প্রতি মায়া জন্ম নেয়া ভালো কথা নয়। ওই ঘটনার পর আমি বিজয়ের মায়ায় জড়িয়ে গিয়েছিলাম। ভার্সিটি থেকে ফেরার পথে প্রায়ই রাস্তায় তার সাথে দেখা করতে শুরু করি, পশুপাখি নিয়ে গল্প করি। গল্পে গল্পে কখন তার প্রেমে পড়ে গিয়েছিলাম, তা নিজেই বুঝতে পারিনি।
আমি কখনো জানতে চাইনি সে কে, তার পরিচয় কী? তার পরিবার, তার অতীত কিংবা বর্তমান। ভালো লেগেছে তাই ভালোবেসে ফেলেছিলাম। যদিও সে জানতো যে আমি মুসলিম পরিবারের মেয়ে কিন্তু সে সম্ভবত বিষয়টাকে কখনো সিরিয়াসভাবে দেখেনি। তবে আমি যখন জানলাম, তার পুরো নাম ‘বিজয় চন্দ্র শীল’ অথাৎ সে সনাতন ধর্মাবলম্বীর তখন বুঝলাম আমাদের এই সম্পর্কের পরিণতি কতটা ভয়াবহ হবে। কারণ আমি তার প্রেমে এমনভাবে জড়িয়ে গিয়েছি যেখান থেকে ফেরা সম্ভব না।’
৮০ গ্রাম পারটেক্স কাগজে ঝকঝকে প্রিন্ট
১৫০ গ্রাম আর্টপেপারে অ্যামবোস, স্পট ও ল্যামিনেশনসহ কাভার
মুদ্রিত মূল্য ২৫০ টাকা
৪০% ছাড়ে এক কপি বইয়ের প্রি অর্ডার মূল্য ১৫০ টাকা
প্রি অর্ডারে কুরিয়ার চার্জ মাত্র ৩০ টাকা।
পৃষ্ঠা সংখ্যাঃ আনুমানিক ১০৪
বিশেষ প্যাকেজ অফার:
★ একই অর্ডারে ৩+ বই নিলে পাবেন ৪০% ছাড়, কুরিয়ার পাবেন সম্পূর্ণ ফ্রি!
★ কৃষ্ণচূড়ার বিকেল বইয়ের প্রি-অর্ডারের সাথে লেখকের যেকোনো (যদি তব দেখা পাই, আজ আমার মন ভালো নেই) বই অর্ডারে পাচ্ছেন ৪০% ছাড় সাথে কুরিয়ার চার্জ একদম ফ্রি!
★ প্রথম ৫০ জন প্রি-অর্ডারকারীর পার্সেলের সাথে নহলীর পক্ষ থেকে পাবেন আকর্ষণীয় ল্যামিনেটেড বুকমার্ক।
★ হোম ডেলিভারি এবং ক্যাশ-অন ডেলিভারির ক্ষেত্রে ৫৫/- টাকা চার্জ যুক্ত হবে।
৩+ অর্ডারে হোম ডেলিভারি ফ্রি।
.
★ প্রি-অর্ডার চলবে আজ থেকে ১০ জানুয়ারি ২০২২ পর্যন্ত
★ প্রি-অর্ডার বই ডেলিভারি- ১৮ জানুয়ারি থেকে শুরু হবে।
প্রি-অর্ডারের জন্য ডিটেইলস ঠিকানা ও আপনার মোবাইল নংসহ বি-কাশ করুন ০১৭০০৭৪৩৯৮৪ (বিকাশ পার্সোনাল) এবং নগদ, 01730591577 ( মার্চেন্ট) ০১৭৩০৫৯১৫৮০ (মার্চেন্ট)
ইন্ডিয়া থেকে অর্ডার কনফার্ম করতে Books of Bengal, @বুক ওয়ার্ল্ড এ যোগাযোগ করুন।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....