Opekkhar Sesh prohor by abid saleh short review with upcoming pdf

বইঃ অপেক্ষার শেষ প্রহর (Opekkhar Sesh prohor)
লেখকঃ আবিদ সালেহ।



অপেক্ষা অনেক কষ্টের তবে প্রতিটি অপেক্ষার একদিন শেষ হয়,শেষটা কারও জন্য সুখের,কারো জন্য দুখের।সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে,অপেক্ষার শেষ প্রহরটা সুখের করবেন;নাকি দুখের।

বলছিলাম লেখক Adib Saleh লিখা 'অপেক্ষার শেষ প্রহর' বইটির কথা।
আমার পড়া বইগুলোর মধ্যে সেরা বইয়ের তালিকায় এই বইটি নিশ্চয়ই রবে।আদিব সালেহ'র লিখা কিছু লাইন আমার চোখে জল এনেছে;করেছে হৃদয়ে তোলপাড়।

ছোটবেলায় যে আমরা একের ভিতর সব বই পড়তাম এই বইটিও আমার কাছে সেরকম মনে হয়েছে।বর্তমান সময়ের কম-বেশি সব সমস্যা নিয়েই লেখক আলোচনা করেছেন যেটা বইয়ের গ্রহনযোগ্যতা আরো বাড়িয়েছে।

১৪৩ পৃষ্ঠার বইটি আপনাকে আপনার জীবন নিয়ে আপনার শেষ গন্তব্য নিয়ে আরো একবার ভাবাবে,আপনার দায়িত্ব-কর্তব্যগুলো আরো একবার আপনাকে নাড়া দিবে,আপনার দাম্পত্য জীবন কেমন হবে তা জানাবে,এখন মানুষ ইচ্ছেমতো বিয়ে করছে ইচ্ছেমত তালাক দিচ্ছে এ ব্যাপারে ইসলাম কি বলে তা জানাবে।এ সকল কিছু জানার জন্য হলেও আপনার বইটি পড়া উচিৎ।
আপনি বিবাহিত,বইটি পড়ুন।আপনি অবিবাহিত তবুও বইটি পড়ুন।

ইন শা আল্লাহ লেখক আদিব সালেহ'র বাকি বইগুলোও সংগ্রহ করবো।ভালো থাকুক লেখক পাঠকদের দোয়া ও ভালোবাসায়।বইটির ব্যাপারে যাই বলি কম হয়ে যাবে তাই লেখকের লিখা প্রিয় লাইনটি দিয়ে শেষ করছি,

"মন খারাপে পুড়ুক হৃদয় 
হয়ে যাক সব ছারখার।
যার হাতে নেই কিছুই করার
ভাবনা তাহার কিসের আবার।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ