মুসলিম পরিবারে জন্মলাভ করে,ইসলামী আবহে বেড়ে ওঠার পরও আমরা সালাত, সাওমসহ ইসলামিক বিধান কতটুকু পরিপূর্ণভাবে পালনে অভ্যস্ত?
অথচ যারা রিভার্টেড বা অন্য ধর্ম থেকে শান্তির শাশ্বত ধর্ম ইসলামে ফিরে আসে,তারা সম্পূর্ণভাবে ইসলামী আবহের প্রতিকূল পরিবেশে কিভাবে ইসলামের বিধান সালাত,সাওম ইত্যাদি পালনে প্রাণপণ সংগ্রাম করে?আমরা সেই নওমুসলিমদের ইসলাম ধর্মে ফেরা বন্ধুর পথের গল্প বা কাহিনী কতটুকু জানি?
খ্রিষ্টধর্ম থেকে ইসলাম ধর্মে ফিরে আসা দুই সংগ্রামী বোনের সংগ্রামী জীবনের বাস্তব কাহিনীর তুলে ধরা হয়েছে"ফেরা" প্যাকেজটিতে।
প্যাকেজের বই দুইটি ইসলামি বিধান যেমন সালাত, সাওম,পর্দা, দৃষ্টির হেফাজত ইত্যাদি বিষয়ে উদাসীন,বেখেয়াল মুসলমান যুবক-যুবতীদের ভাবনার জগতকে নাড়া দিতে সক্ষম হবে।
বই দুটিতে নওমুসলিম দুই বোন দ্বীনের পথে ফিরতে নিজেদের দৃঢ়তা,মনোবল,বিশ্বাস,ধৈর্য,অটল মানসিকতা এবং পরমতসহিষ্ণুতার বিষয়গুলোর মতো গুরুত্বপূর্ণ গুণাবলীগুলো বইয়ের পাতা আবদ্ধ করেছে নিজেদের জবানিতে।
সংগ্রামী দুই বোনের ইসলামে ফেরার পথ কি মধুর ছিল নাকি বন্ধুর ছিল সেই গল্প জানতে,তাদের কি কি চ্যালেজ্ঞ মোকাবেলা করতে হয়েছিল দ্বীনের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে এবং সেখান থেকে নিজেদের ঈমান ও আমলের খোরাক পেতে আজই প্যাকেজটি ২৯% ছাড়ে অর্ডার করুন রকমারি.কমে।
মূল্য-২৪৪টাকা(২৯%ছাড়)
অর্ডার করতে ক্লিক করুন-
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....