বই: পরিশুদ্ধ ক্বলব (review)
লেখক: শাইখ আহমাদ ফরিদ
অনুবাদক: ইলিয়াস আশরাফ
শরীরের কোনো অংশ অসুস্থ হলে, আমরা ডাক্তারের স্মরনাপন্ন হই। সুস্থ হওয়ার জন্য কত প্রচেষ্টা চালাই। কিন্তু অন্তর কীভাবে অসুস্থ হয়, তা অনেকেই জানিনা।
অথচ শরীর পরিচালনা করে অন্তর।
সেটা অসুস্থ হলে পুরো শরীর অসুস্থ হয়।
সেটা সংশোধিত হলে পুরো অস্তিত্ব ঠিক থাকে।
বাহির পরিষ্কার রাখতে আমরা যতটা যত্নবান হই,
ভেতর পরিচ্ছন্ন রাখতে ঠিক ততটাই উদাসিন থাকি।
কীভাবে আপনার অন্তর পরিচ্ছন্ন রাখবেন, কী তার রুগগুলো, কী তার চিকিৎসা? এসব নিয়ে আলোচনা হয়েছে 'পরিশুদ্ধ ক্বলব' বইটিতে।
বাজারে এ সংক্রান্ত অনেক বই থাকলেও নুসুসের আলোকে খুব কম বইই লেখা হয়েছে। এই বই এক্ষেত্রে ব্যতিক্রম।
প্রতিটি আলোচনা কুরআন সুন্নাহর নির্ভরযোগ্য দলিলের আলোকে লেখা হয়েছে। প্রতিটি টিপকে পাবেন আত্নার খোরাক। আধ্যাত্মিকতার পবিত্র পরশ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
বই: পরিশুদ্ধ ক্বলব
লেখক: শাইখ আহমাদ ফরিদ
অনুবাদক: ইলিয়াস আশরাফ
সম্পাদক: মাহমুদ বিন নূর
পৃষ্ঠা: ১৭৬
মুদ্রিত মূল্য: ২৪০
প্রকাশনী: মাকতাবাতুল ক্বলব
▪️▪️জীবন আপন স্রোতে বহমান। বয়ে যাচ্ছে মৃত্যুর সমুদ্রের সম্মোহনে। আপনি আমি সকলেই এই পথের যাত্রী। কিন্তু এ জীবন তখনই কার্যকরী বলে গণ্য হবে, যখন তা একনিষ্ঠ ভাবে আল্লাহর দাসত্বে ব্যয়িত হবে। সেজন্য প্রয়োজন অন্তরকে পরিশুদ্ধ করা। আল্লাহ কুরআনে বলেছেন,
قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰىہَا ۪ۙ﴿۹﴾
“যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।”
{সূরা:আশ শামস, আয়াত: ৯}
وَ قَدۡ خَابَ مَنۡ دَسّٰىہَا ﴿ؕ۱۰﴾
“এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।”
{সূরা:আশ শামস, আয়াত:১০}
▪️▪️নববী যুগ থেকে যত সময় বাড়ছে, আমরা ক্রমাগত নফসের ধোঁকায় আপতিত হচ্ছি। নফসের কুমন্ত্রণা থেকে নিজেকে হেফাজত করতে দরকার পরিশুদ্ধ ক্বলবের। কারণ আত্মশুদ্ধির হচ্ছে প্রতিটি মুমিনের পাথেয়। ক্বলব আমাদের যে নির্দেশনা দেয়, আমরা সেভাবেই চলি।
▪️▪️ক্বলব কিভাবে পরিশুদ্ধ হয়? পরিশুদ্ধ ক্বলব আমাদের জন্য কতটা জরুরি?“ পরিশুদ্ধ ক্বলব ” বইটিতে এসব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। লেখক বইটিতে এমন সব বিষয় উল্লেখ করেছেন, যা ক্বলব পরিশুদ্ধ করার জন্য একান্ত জরুরি।
▪️▪️“পরিশুদ্ধ ক্বলব ” বইটিতে লেখক নিম্নোক্ত বিষয়সমূহ তুলে ধরেছেন:
১.ক্বলব কি? ও এর প্রকারভেদ।
২.নফস কি? ও এর প্রকারভেদ।
৩. অন্তরের রোগের কারণসমূহ।
৪. ক্বলবের সুস্থতা ও অসুস্থতার নিদর্শনাবলী।
৫. সবর ও আত্মনিয়ন্ত্রণের উপকারিতা।
৬ আল্লাহর জিকির ও কুরআন তিলাওয়াত, ইস্তিগফার, দোয়া, তাহাজ্জুদ সালাত, দরূদ পাঠের উপকারীতা।
৭.আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়।
৮.খাঁটি তওবার রহস্য ও তাৎপর্য।
▪️▪️পাঠ প্রতিক্রিয়া:
লাশ পদবি পাওয়ার পূর্বে নিজেকে সংশোধন করা জরুরি। সর্বাগ্রে নিজের ক্বলব সংশোধন করতে হবে। “পরিশুদ্ধ ক্বলব” বইটিতে বর্তমান প্রেক্ষাপটের আলোকে নিজেকে সংশোধন করার বিষয়গুলো এবং এর উপকারিতা সম্পর্কে তুলে ধরেছেন। বইটি এক ধরনের রিমাইন্ডার হিসেবেও কাজ করেছে।
▪️▪️বইটি কেন পড়া উচিৎ?
দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখিরাতের কথা ভাবার সময় যেন আমাদের হাতে নেই। এমন পরিস্থিতিতে “পরিশুদ্ধ ক্বলব” বইটা পড়া অত্যন্ত জরুরি । আখিরাতের পাথেয় সঞ্চয় করার জন্য যে পথ অবলম্বন করা উচিৎ এই বইটি পড়লে স্পষ্ট ধারণা হবে ইন শা আল্লাহ।
বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল ক্বলব-مكتبة القلب
আল্লাহ সংশ্লিষ্টদের মেহনত কবুল করুন। আমিন।
রিভিউ লিখেছেনঃ শাইখ আব্দুল্লাহ আল মানসুর
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....