শাইখ শামসুদ্দীন আফগানী একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন, তিনি মাদীনাহ ইউনিভার্সিটি থেকে তার পি.এইচ. ডি সম্পন্ন করে শিক্ষকতা শুরু করেন। তার ছাত্ররা তাঁকে অনেক ভালবাসতেন।
হঠাৎ একদিন ক্লাস নেওয়ার সময় তার পেটে প্রচুর ব্যথা শুরু হয়। তিনি তার ক্লাস শেষ করতে পারছিলেন না, তাঁকে হসপিটালে নেয়া হয়। তার পরে কিছু টেস্ট করা হয় এবং ১ সপ্তাহ পরে রেজাল্ট দিবেন বলেন।
শাইখ বাসায় ফিরে যান এবং আগের মত তার স্বাভাবিক জীবন যাপন শুরু করেন, রেগুলার ক্লাস নেন। ১ সপ্তাহ পরে তার এক ছাত্র তার মেডিক্যাল রিপোর্ট নিয়ে ফিরে আসেন, তখন শাইখ তার নিয়মিত ক্লাস নিচ্ছিলেন।
তিনি দেখলেন যে তার সেই ছাত্র কান্না করছে, কান্নায় তার দাঁড়ি ভিজে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে অন্যান্য ছাত্রদের সাথে বসলো। শাইখ বুঝতে পারলেন যে কোন খারাপ খবর আছে, কিন্তু তাও তিনি ছাত্রের দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন যেঃ
তুমি কি আমার মেডিক্যাল রিপোর্ট এনেছ?
জি শাইখ, আমি আপনার মেডিক্যাল রিপোর্ট এনেছি, তার ছাত্র বলল। ডাক্তার বলেছে যে আপনার হাতে আর মাত্র কিছু দিন সময় আছে।
একথা শুনে সেখানে উপস্থিত সকল ছাত্র আবেগআপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। সবাই দাড়িয়ে তাঁকে আলিঙ্গন করতে শুরু করলেন, কেউ তার কপালে চুমু খেলেন, আবার কেউ তার হাতে। সবাই কাঁদছিল শুধু তিনি ব্যতীত। শাইখ তখন তার ছাত্রদেরকে বললেন যে, আল্লাহ্ বলেনঃ
আমার বান্দা আমার সাক্ষাত পছন্দ করলে আমিও তার সাক্ষাত পছন্দ করি। আর সে আমার সাক্ষাত অপছন্দ করলে, আমিও তার সাক্ষাত অপছন্দ করি। [সাহীহুল বুখারী - ৭৫০৪]
আমার রব আমার সাথে দেখা করতে চান, আমার কি তার সাক্ষাত পছন্দ করা উচিত নয়?
শাইখ শামসুদ্দীন আফগানী পেটের ক্যান্সারে মারা যান। তার অনেক লেখনীর মধ্যে তার মাস্টার্স থিসিস আদাউল মাতুরিদিয়া লিল আক্বীদাতিস সালাফিয়া এবং তার তার পি. এইচ. ডি থিসিস জুহুদু উলামায়িল হানাফিয়া ফি ইবতালি আকাঈদিল কুবূরিয়া বিশ্ব বিখ্যাত। আল্লাহ্ সুব হানাহু ওয়া তাআলা তাঁকে জান্নাত নাসীব কারুক, আমীন। তার বই দুটি ডাউনলোড করেতে নিচের লিংকে ক্লিক করুন।
❁ Download This Book
উৎস: ডা. তাওফীক চৌধুরীর লেকচারের অনুবাদ ও কিঞ্চিৎ সংযোজনা।
ফেব্রুয়ারী ২৪, ২০১৮
মুহাম্মাদ ওমার ফারুক (মিল্কি)
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....