যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, সৌভাগ্যের দুয়ার,তাহাজ্জুদ : শেষ প্রহরের ডাক short review

♦ নির্মল জীবন

লেখক : ইমরান রাইহান

পৃষ্ঠা সংখ্যা:

মূদ্রিত মূল্য: ৩৫০৳


-মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন। নিজেকে সমৃদ্ধ করার জন্যও আত্মার খোরাক প্রয়োজন। 

অনেকেরই আত্মশুদ্ধিমূলক বই পড়তে ভাল লাগে না। কারো বিরক্তি চলে আসে। তবে ইমরান রাইহান এর এই বইটি ভিন্ন ধাচে লেখা। বইটি পড়ার সময় আপনার একমুহূর্তের জন্যও একঘেয়েমি আসবে না। আপনার মনে হবে লেখক আপনার সামনে বসে আপনার সাথে কথা বলছেন। 


 আত্মার পরিচর্যা করতে গিয়ে যেসব প্রশ্ন, অনুসন্ধান ও জিজ্ঞাসার মুখোমুখি হয় মানুষ, সেসবের জবাব পাবেন বইটিতে। লেখক নিজের কিছু স্মৃতি, পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা তুলে ধরেছেন বইয়ের পাতায়।

প্রতিটি আলোচনার সাথে যুক্ত হয়েছে প্রাসঙ্গিক আয়াত, হাদিস, সালাফের বক্তব্য ও ইতিহাসের ঘটনাবলি। পাঠক খুঁজে পাবেন জীবনকে নিষ্কলুষ ও নির্মল করে গড়ে তোলার কিছু জরুরি উপাদান। 


নিজেকে পরিবর্তন করতে চাইলে, আত্মার পরিচর্যা করতে চাইলে এই বইটি আপনার জন্য উত্তম পন্থা হবে ইন শা আল্লাহ। 


♦ তাহাজ্জুদ : শেষ প্রহরের ডাক

লেখক : ইবনে আবিদ দুনিয়া রহ. 

অনুবাদ : মাহদী আবদুল হালিম

পৃষ্ঠা: ২০৮

প্রচ্ছদ মূল্য : ৩২৫


তাহাজ্জুদ। ফরজ নামাজের পর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নামাজ। পুরো পৃথিবী যখন নিরবতার কোলে হারিয়ে যায়, মহান আল্লাহ তখন নেমে আসেন নিকটবর্তী আসমানে— বান্দার খুব কাছাকাছি।


কার কী প্রয়োজন, কী আকাঙ্ক্ষা, বারংবার জানতে চান তিনি। হিজরী তৃতীয় শতাব্দীর বিখ্যাত আলেম ইবনে আবিদ দুনিয়া রচিত এই গ্রন্থের পাতায় পাতায় উঠে আসা তাহাজ্জুদ বিষয়ক ছোট ছোট গল্প, ক্ষুদ্র ক্ষুদ্র বানী, তাহাজ্জুদের জন্য সালাফদের কাতরতার খণ্ড খণ্ড চিত্র, রাতের শেষ প্রহরে মহান রবের ডাকে সাড়া দিতে আপনাকে বাধ্য করবে।


♦ ♦ সৌভাগ্যের দুয়ার

লেখক : আয়েজ আল কারনি

অনুবাদ : মাহমুদ আহমাদ

পৃষ্ঠা : ১২৮ 

প্রচ্ছদ মূল্য : ২০০


আমরা সবাই সৌভাগ্যের প্রত্যাশী। সৌভাগ্যের অন্বেষণে দিনমান ছুটে বেড়াই । কিন্তু সৌভাগ্য আসলে কোথায়, কোন পথে, কিভাবে অর্জিত হবে? আমরা আসলে সৌভাগ্যের দুয়ার পর্যন্ত পৌঁছাতে পারছি তো? নাকি আবার দুয়ার পর্যন্ত গিয়েই হতাশ হয়ে ফিরে আসছি? হয়তো আর কয়েকবার কড়া নাড়েলেই সৌভাগ্য ধরা দিতে আমাদের হাতে!


সৌভাগ্য অর্জনের পথ ও পন্থা বিষয়ক দশটি বইয়ের সারনির্যাস তুলে ধরেছেন বরেণ্য ইসলামিক স্কলার ডক্টর আয়েজ আল কারনি তার এই সাড়াজাগানো বইটিতে। এখানের প্রতিটি লাইন আপনার নির্জীব সত্তাকে প্রবলভাবে নাড়িয়ে তুলবে। আলোড়ন সৃষ্টি করবে বোধ ও চেতনার শেকড়মূলে। বইটি হাতে নিন, চোখ মেলে দেখুন সৌভাগ্য আপনাকে হাতছানি দিয়ে ডাকছে।


♥ উপহার বই- 

♦ যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

লেখক : ড. সালিহ আল-মুনাজ্জিদ

অনুবাদ : মাহমুদ আহমাদ

পৃষ্ঠা : ১২৮

প্রচ্ছদ মূল্য : ২০০


নামটা কাব্যিক হলেও মর্মটা করুণ ও হৃদয়বিদারক। নিয়তি অমোঘ আহ্বানে সাড়া দিয়ে আমাদের সবাইকে একদিন এই মায়াবী জগত ছেড়ে চলে যেতে হব । কখনো কি ভেবেছি, যাবার আগে আমরা এই পৃথিবীতে কী রেখে যাচ্ছি? নাকি আমরা চলে যাবার সঙ্গে সঙ্গেই মুছে যাবে আমাদের সকল পদচিহ্ন?


বরেণ্য আরব আলেম ও দাঈ সালেহ আল মুনাজ্জিদের কলমে উঠে এসেছে এমন কিছু কর্মের বিবরণ, যা আমাদের প্রস্থানের পরও পৃথিবীর বুকে দীর্ঘ সময় আমাদেরকে অমর করে রাখে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ