বই- উনিশ শতকের বাংলা ও বাঙালি প্রসঙ্গ ব্রাহ্মসমাজ
লেখক- গৌতম নিয়োগী
প্রকাশনা- অভিযান পাবলিশার্স
মূল্য- ৩৫০ টাকা
প্রচ্ছদ- পার্থপ্রতিম দাস।
উনিশ শতকের বাংলায়, বাঙালিরা ভাবীকালের জন্য রেখে গিয়েছেন এক চমকপ্রদ ইতিহাস। সীমাবদ্ধতা সত্ত্বেও সেই শতক ছিল নবজাগরণের। সেই কালে কূপমন্ডুকতা, কুসংস্কার আর গোঁড়ামির বেড়া ভেঙে আধুনিকতার অভিমুখে যাত্রার সূচনা। বাংলার আকাশে পশ্চিম থেকে এসে পড়ল যুক্তিবাদের আলো।
ছোঁয়া লাগল নূতন শিক্ষা ও সংস্কৃতির। আবার অভ্যন্তরীণ সমাজ থেকে এলো প্রগতিকামী সংস্কার। স্বভাবতই সমাজে টানাপোড়েন, দ্বন্দ্ব, পরিবর্তন, পরম্পরার লড়াই, ঝড়ের ঝাপটায় কেউ দিকভ্রান্ত, কেউবা উন্মার্গগামী, আবার কেউ রক্ষণশীল। কায়েমি স্বার্থ আঁকড়ে রয়েছেন। সেই ক্রান্তিকালে লক্ষ্য স্থির রেখে , যুক্তি, শাস্ত্র প্রামাণ্য আর সহজ কাণ্ডজ্ঞানকে হাতিয়ার করে সমাজকে পথ দেখিয়েছিল ব্রাহ্মসমাজ।
অভ্যন্তরীণ দুর্বলতা, বিরোধ ও বিভাজন সত্ত্বেও ব্রাহ্মসমাজের সার্বিক মুক্তি আন্দোলন নবজাগরণের অন্যতম ক্রিয়াশীল শক্তি। লেখক এই গ্রন্থে সেই আন্দোলনের প্রধান ঋত্বিকদের অপর আলো ফেলে উদ্ভাসিত করেছেন তাদের ভূমিকা। ব্রাহ্মসমাজ বলয়ের বাইরের তিন মনস্বীর সঙ্গে সমাজের সম্পর্কের কৌতুহলপ্রদ কাহিনিও তিনি শুনিয়েছেন।
বই- উনিশ শতকের বাংলা ও বাঙালি প্রসঙ্গ ব্রাহ্মসমাজ
লেখক- গৌতম নিয়োগী
প্রকাশনা- অভিযান পাবলিশার্স
মূল্য- ৩৫০ টাকা
প্রচ্ছদ- পার্থপ্রতিম দাস
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....