বই:- দু:খ বিলাসী (short review) লেখিকা:- শিরিন শিলা

বই:- দু:খ বিলাসী (short review)
লেখিকা:- শিরিন শিলা
প্রকাশনী:- দাঁড়িকমা 
ধরন:- রোমান্টিক / বন্ধুত্ব মহল
মলাট মুল্য:- ৩০০ টাকা
প্রথম প্রকাশ:- ২০২১
পেইজ সংখ্যা:- ২২০+
বই:- দু:খ বিলাসী PDF Download (short review) লেখিকা:- শিরিন শিলা এর বই দুঃখ বিলাসী PDF Download


প্রথম কথা:+
- আজকে যে, বইটার রিভিউ দিব, বইটা খুব স্পেশাল আমার জন্য।কারণ হলো বইটায় আপু আমার জন্য একটা চিরকুট লিখে দিয়েছেন আর আপুর সুন্দর একটা কবিতা লিখে দিয়েছেন।বইটা আমার ২০২১ পড়া সেরা বইয়ের মধ্য একটি বই হিসেবে স্থান করে নিয়েছে।বইটা আমার খুব ভালো লেগেছে ।যারা পড়তে চান আপুর নাম মেনশন করা আছে, সরাসরি আপুর থেকে নিতে পারেন।বইটি পড়ে হতাশ হবেন না।

হালকা রিভিউ:+
- আমি বই আন্দোলন গ্রুপের সাথে 2 এপ্রিল থেকে যুক্ত আছি।গ্রুপটি আমার ভালোবাসার গ্রুপ।আমি এই বইটি নিয়ে ২১ টি বইয়ের রিভিউ দিয়েছি।বইটা আমার মনে খুব সুন্দর করে জায়গা করে নিয়েছে।বইটি মুলত স্কুল জীবনের বন্ধুত্ব দিয়েই শুরু হয়।ভালোবাসা , ভালোলাগা ,খুনসুটি ইত্যাদি বিষয় গুলো অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন প্রিয়, আপুটা।আমি এই বইয়ের কোনো রিভিউ দিতে চাই না।শুধু বলবো আপনারা পড়েন ।বইয়ের এন্ডিং এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।সব মিলিয়ে আপুর জন্য বুক ভরা ভালোবাসা আর শুভ কামনা ।

         - দু:খ গুলো রেখে হাসির আড়ালে,
    জেনেছি মানুষ কতটা অসহায় হয় ভালোবাসা হারালে।

বি:দ্র:- বইটিতে আরোও অসম্ভব সুন্দর কবিতা আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ