নাম:দ্যা জুয়েল অভ সেভেন স্টারস
লেখক:ব্রাম স্ট্রোকার
অনুবাদ :ইসমাইল আরমান
ক্যাটাগরি :রহস্যও হরর
প্রকাশনী :সেবা প্রকাশনী(বাংলাদেশ)
প্রথম প্রকাশ :২০০৯(বাংলাদেশ)
মূল্য: আশি টাকা
বাক্তিগত রেটিং :৪/৫
সারসংক্ষপ____________________________________
ম্যালকম রস, একজন আইন ব্যাবসাহী। এক অনুষ্ঠানে মার্গারেট কে প্রথম দেখে।প্রথম দেখাতেই ম্যালকম তাকে ভালোবেসে ফেলে। কিন্তু তারা ভালো বন্ধু হিসেবে থেকে যায়, ম্যালকম তাকে তার মনের কথা বলতে পারে না।এর মধ্যেই একদিন মার্গারেট এর বাবা অসুস্থ হয়ে পড়ে। এ দূঃরসময়ে সে ম্যালকম এর সাহায্য চায়। ম্যালকম ছুটে যায় ,সে যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে ছুটে যায় তাদের বাড়ি। তারপর ঘটতে থাকে এক একটা রহস্যময় ঘটনা। তারা সকলেই মিলে চেষ্টা করে রহস্যের সমাধান করার,কিন্তু এর সমাধান কোথায়?
Bram Stoker
(1847-1912)
|
প্লট_________________________________________
ট্রেলনি,একজন কৌতুহল প্রবন নিদর্শন সংগ্রহক।যার শখ প্রাচীন মিসরীয় মমি সংগ্রহ করা।শখ বললে কম হবে,এটা তার নেশা।তার পাশাপাশি ভ্রমনের ও শখ ছিল।তার মাঝেই তার হাতে একটা বই আছে।বইটা ছিল একজন আবিষ্কারকের,জিনি আবিষ্কার করে ছিলেন মিসরের এক উপত্যকায় এক অভিসপ্ত রাণীর সমাধি,যা পড়ে তার মনে আগ্রহ জাগ্রত হয় কাহিনীটার সত্যতা যাচাই করবার। ফলে সে তার অভিযান করার মাধ্যমে ঐ রাণী সম্পর্কে অনেক কিছু জানতে পারে।সে জানতে পারে যে রাণীর পূর্নজন্ম নেওয়ার ক্ষমতা আছে ,যা তিনি যাচাই করেতে চেষ্টা করেন।সেই চেষ্টার কি ফল দাঁড়ায়, তাই লেখক ব্রাম স্ট্রোকার "দা জুয়েল অভ সেভেন স্টারস "উপন্যাসে তুলে ধরেছেন।
চরিত্র
গল্পের দিক থেকে বিবেচনা করলে তার মুল চরিত্র ম্যালকম রস ও মার্গারেট। তার পাশাপাশি আরোও আছেন ডাক্তার এর চরিত্রে উইনচেস্তর ।সার্জেন্ট এর চরিত্রে ড।মার্গারেট এর বাবার চরিত্রে ট্রেলনি এবং তার ঘনিষ্ঠ বন্ধু করবেক।তার পাশাপাশি আরোও কিছু চরিত্র আছে যা তেমন প্রাধান্য না দিলেও চলে।তবে প্লট এর দিকথেকে বিবেচনা করলে মূল চরিত্রে দেখা যায় মার্গারেট এর বাবা ট্রেলনি কে।
পরিবেশ_বর্ণান
লেখক ব্রাম স্ট্রোকার তার লেখার মাধ্যমে অসাধারণ ভাবে পরিবেশ বর্ণান করেছেন।তিনি প্রতিটা মূহহূর্ত কেমর পরিবেশ বিরাজ করার কথা তা খুবই শুক্ষ ভাবে বর্ণান করেছেন। তিনি একজন ইংরেজ হওয়া সত্তেও মিশর এর বর্ণান অত্যান্ত নিখুঁত ভাবে দিয়েছেন যা আমার মত পাঠকদের অভিভূত করে।
বাক্তিগত_মন্তব্য
প্রথমেই বলবো যারা রহস্য ,হরর আর রোমাঞ্চ একসাথে চাইছেন তারা এই বইটা অবশ্যই পড়ে দেখবেন।লেখক ব্রাম স্ট্রোকার একজন ইংরেজ সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও মিসরিও ইতিহাস এ যে তার অবাধ জ্ঞান, মমি সম্পর্কে যে তার গভীর জ্ঞান তাই তার এই লেখা "দা জুয়েল অভ সেভেন স্টারস" এ ভালোভাবে প্রকাশ পেয়েছে। লেখক ব্রাম স্ট্রোকার সম্পর্কে না জানা থাকলে সে এই বইটা পড়ে প্রথমেই ধারণা করবে যে তিনি একজন মিসরিয়। আমার কাছে বইটা একটা এক কথায় অসাধারণ।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....