বই: প্রোডাক্টিভ মুসলিম
মুল: 'The productive Muslim: Where Faith Meets Productivity.'
লেখক: মোহাম্মদ ফারিস
ভাষান্তর: মোহাম্মদ মিরাজ ও হামিদ সিরাজি
ধরন: আত্মউন্নয়ন মূলক
প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন্স
💕Mohammad Ullah💕 |
বইটির বিষয়বস্তু হচ্ছে, আপনি যদি ব্যাক্তি জীবনে সফল হতে চান তাহলে আপনার ২৪ ঘন্টার জীবন কেমন হবে? আপনার খাদ্যাভ্যাস, ধর্ম, আচার ব্যবহার, অধ্যয়ন, পেশাজীবন থেকে শুরু করে ঘুম সবকিছুই।
কিন্তু না, বইটি আদৌ কোন মোটিভেশনাল বই নয়। এটিকে মুলত আপনার ২৪ ঘন্টার জন্য একটা ম্যানুয়াল(manual) বই বলা যেতে পারে।
বইটির শুরুর দিকেই মুসলিম উম্মাহর বর্তমান পিছিয়ে পড়ার কারন কি কি? পৃথিবীর জাগতিক জীবন সম্পর্কে তাদের ভুল ধারনাগুলোর অসারতা তুলে ধরা হয়েছে।
আপনি যদি চান আপনার দৈনন্দিন জিবনের প্রত্যেকটি কাজকে সুন্দর সূচারু রুপে সম্পন্ন করার মাধ্যমে আপনার জীবনকে সার্থক করতে এবং একই সাথে নিজেকে একজন ভাল মুসলিম হিসেবে গড়ে তোলার মাধ্যমে মৃত্যুর পরে আখিরাতেও সফল হতে, তবে এই বইটি হবে আপনার জন্য একটি আদর্শ গাইডলাইন।
বইটিতে আমাদের জাগতিক জীবনের বিভিন্ন দায়িত্ব কিভাবে Productive ভাবে পালন করব তা নিয়ে বলা হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চের সাথে উঠে এসেছে কোরআন ও হাদিসের অসংখ্য নির্দেশনা। আল্লাহর রাসুল সাঃ এর দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রতিষ্ঠিত সুন্নাহ গুলো নিয়ে আসা হয়েছে।
বিশেষত কোরআন ও হাদিসের নির্দেশনা গুলো হয়ত আমারা মোটামুটি জানি তবে আমাদের মধ্যে একটা বদ্ধমুল ধরনা আছে যে এই বিশ্বায়নের যুগে, এত ব্যস্ততার মাঝে কোরান হাদিস অনুসারে আমাদের চলা সম্ভব না! আবার কোরান হাদিসের নির্দেশনা গুলোকে আমরা আমাদের ব্যাক্তি জিবনের রুটিনের সাথে মিলাতে পারি না!
এই ধরনের যে ধারণা প্রচলিত আছে আমাদের মধ্যে তা একদম বুমেরাং করে দেয়া হয়েছে এই বইটিতে।
বইটির সবচেয়ে একক (Unique) বৈশিষ্ট্য হচ্ছে _
১) প্রত্যেকটি অধ্যায়ের শেষে ফ্লোচার্টের মাধ্যামে মুল বিষয় (key point) গুলো তুলে ধরা হয়েছে। যা পাঠক কে সহজে বোধগম্য করতে সহযোগিতা করে।
২) প্রত্যেকটি আলোচনার ব্যবহারিক জীবনে কার্যকরী পরিকল্পনা (executive planning) কি হবে? তা করে দেওয়া হয়েছে। যা পাঠক তার দৈনন্দিন জীবনে খুব সহজেই প্রয়োগ করতে পারবে।
বইটিতে মোট নয় টি অধ্যায় আছে। এতে বিভিন্ন ধরনের প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলা হয়েছে। যেমন:
💪স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি,
💪ফিজিক্যাল প্রোডাক্টিভিটি,
💪সোশ্যাল প্রোডাক্টিভিটি,
💪রমাদান প্রোডাক্টিভিটি এবং
💪মৃত্যু পরবর্তী প্রোডাক্টিভিটি।
এছাড়া ফিজিক্যাল প্রোডাক্টিভিটি চ্যাপ্টারে Sleep Management (ঘুম) নিয়ে অসাধারণ আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে কোরান হাদিস ও বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চের আলোকে এর সমাধান দেয়া হয়েছে৷ ঘুম নিয়ে অভিযোগ কার নাই বলেন?
মৃত্যুর পরেও একজন মানুষ কিভাবে প্রোডাক্টিভ থাকবে তা নিয়ে বলা হয়েছে। এটা একটা নতুন বিষয় ছিল।
মোদ্দাকথা বইটিতে জাগতিক ও একইসাথে মৃত্যু পরবর্তী জীবনে আপনি কিভাবে সফল হবেন তা নিয়ে বলা হয়েছে এক্ষেত্রে আল্লাহর রাসুলের দৈনন্দিন জীবনের প্রতিষ্ঠিত সুন্নাহ গুলোকে আমাদের জন্য প্রয়োগযোগ্য(applicable) করে উপস্থাপন করা হয়েছে। এটাই বইটির একটি স্বার্থকতা।
বইটি কাদের জন্য?
তার আগে বলি, কে সফল হতে চায় না? সকলই সফল হতে চায়, তাহলে বইটি সকলের জন্যই। তবে শিক্ষার্থী ও চাকুরীজিবিদের জন্য অতিব প্রয়োজনীয়।
লেখক Mohammad Faris. একজন পাবলিক স্পিকার এবং প্রডাক্টিভিটি বিশেষজ্ঞ।
The productive Muslim review No2
লেখক Mohammed Faris মোহাম্মদ ফারিস।
অনুবাদঃ মিরাজ রহমান , হামিদ সিরাজী ।
বিভাগ / জেনার : আত্ম উন্নয়ন।
The Productive muslim Bangla– প্রোডাক্টিভ মুসলিম বই থেকে কিছু কথা:-
মুসলমানরা প্রোডাক্টিভ জাতি।
মুসলিম দাবিদার প্রত্যেকেই প্রোডাক্টিভ জীবনযাপন করতে বাধ্য। দুর্ভাগ্যজনকভাবে ইসলামি জীবন-পদ্ধতি ও রুটিনকে প্রােডাক্টিভিটির পথে
বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সত্যিই কি তাই আমৱা এই গ্রন্থে সে প্রশ্নের সমাধান খুঁজব। জীবনধারণের বাস্তবসম্মত
পথনির্দেশিকা খুঁজে পেলে আপনি নিশ্চয় দারুণ উচ্ছ্বসিত হবেন। আর সেখানে যদি আপনার যাপিত জীবনের বিশ্বাস ও কর্মের
সম্পর্ক খুঁজে পান, তাহলে তো সােনায় সােহাগা! প্রোডাক্টিভ মুসলিম গ্রন্থ আপনাকে যা জানাবে। * ইসলামি জীবন-পদ্ধতি
কীভাবে প্রোডাক্টিভিটিকে নিশ্চিত করে? * কীভাবে আপনি ঘুম, পুষ্টি ও ফিটনেস ব্যাবস্থপনা নিশ্চিত করবেন? * ঘরের বাহিরে
সামাজিকভাবে আপনি কীভাৰে প্রোডাক্টিভ হবেন? * বয়স-সন্ধিক্ষণে কিভাবে আপনি নিজের ফোকাস ধরে রাখবেন? কিভাবে
আপনার প্রােভাষ্টিভিটির অভ্যাস ও রুটিন তৈরি করবেন? কীভাবে আপনার সময়ের সদ্ব্যবহার করবেন? কীভাবে আপনার সময়কে আখিরাতের জনা বিনিয়ােগ করবেন?
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....