বইয়ের নাম : ইউটার্ন
লেখক : জাপর বি. পি.
প্রকাশনী : নিয়ন পাবলিকেশন
প্রচ্ছদ মূল্য :২৭০ টাকা
পোষ্ট নং ০৫
তোমার এই অপ্রত্যাশিত অভিব্যক্তি আমাকে ভয় ও শঙ্কায় ন্যুব্জ করে দিচ্ছে। এবার আমার প্রতি একটু দয়া করে, আমায় স্বস্তি দেও, তোমার পরিচয় দেও।
ক্ষীন স্বরে আওয়াজ কানে এসে দোল খেল, আমি ইসলাম। আমাকে বাচাও....
ক্ষনিকের জন্য নিথর হয়ে ঠায় দাড়িয়ে রইলাম। সম্বিত ফিরে পেয়ে বললাম, তুমি ইসলাম! একি দশা তোমার?
আমার কথাটি যেন প্রতিটি ব্যথিত কনার কলিজা চিড়ে দিল। একসাথে হাউমাউ করে বিলাপ জুড়ে দিয়ে কনাগুলো একে একে বলল -
আমি আফগানি সুবিশাল মাসজিদের সুদৃশ্য মিনার ছিলাম। আমি আরকানি মাসজিদের সুদৃঢ় মিম্বার ছিলাম, আমি কাশ্মীরি মাসজিদের কোরআন রাখার সেল্ফ ছিলাম, আমাকে বোম্বিং করে মাটিতে মিশিয়ে পেলা হয়েছে। কেন? তুমি আমার মাজে নামাজরত মুসল্লির তাজা রক্তের পবিত্র গন্ধ পাও না?
আমি এক হিফজখানার মেঝে ছিলাম। হিফজ শেষে সনদ প্রদান অনুষ্ঠানে একঝাঁক কচি জান্নাতি ফুলকে আমার মাঝে পিষে ফেলা হয়েছে এবং আমাকে ধুলো বানিয়ে ফেলা হয়েছে। আমার প্রতিটি কনার মাঝে সেই জান্নাতি ফুলগুলোর নিষ্পাপ মুখ কি তুমি দেখতে পাও না?
আমি এক ষোড়শী বোনের বোরকা ছিলাম।
আমাকে ছিড়ে ফেলে ওরা সেই বোনের আব্রু ছিনিয়ে নিয়ে জীবনলীলা সাঙ্গ করে আমাকে দিয়ে বোনটির গলা পেঁছিয়ে তাতে আগুন দিয়েছে। উভয়কেই এক সাথে ছাঁই করে দিয়েছে।
আচ্ছা তুমি কি আমার মাঝে সেই পর্দানশীল বোন ও তার বোরকা পড়ার তিক্ত গন্ধ পাওনা?
এই! তোমার হয়েছে টা কি? আমি ইসলাম! আমার প্রতিটি অংশকে যে একে একে মাটি বানিয়ে দেয়া হচ্ছে! এদিকে তুমি তোমার নিজের ভিতর থেকেও আমাকে আমাকে বিচ্ছিন্ন করে দিচ্ছ- সেজন্য আমায় চিনতে ও পারছ না। অন্যদিকে দম্ভভরে স্বীয় পা দিয়ে আমাকে ও আমার ধ্বংসাবশেষ প্রতিনিয়ত অবলীলায় মাড়াই করে যাচ্ছে!
দোহাই রবের! আর এমনটি করো না। আমার যে খুব কষ্ট হচ্ছে। জীবনপ্রদীপ নিভুনিভু করছে। হে ঘুমন্ত মুসলিম! প্লিজ! আমাকে বাঁচাও! আমাকে আর মাটি হতে দিও না! আমি আমার রবের নিকট তোমার জন্য সাফায়াত করব।
আমাকে বাঁচাও!
আমি ইসলাম!
আমাকে বাঁচাও!
___________________________
বিশ্বাস করুন! এই প্রতিটি কথা যেন কনাগুলো আমাকে উল্লেখ করে বলেছে!
বোরকা পড়ে বের হও, সমাজ চিনে না!
পর্দা করে চলো, সমাজ চিনেনা!
ছেলেকে হিফজখানায় ভর্তি করিয়ে দেও,সমাজ চিনে না!
অপরিচিত পুরুষের / মহিলার সাথে অপ্রয়োজনীয় কথা বলো না, সমাজ চিনে না!
ঘরে এলইডি টিভি রেখে বাচ্চাদের ভুল পথে অগ্রসর করো না,সমাজ চিনে না!
বেনামাজির সাথে সম্পর্ক রেখো না, সমাজ চিনে না!
না-শোখোর মহিলার সাথে সম্পর্ক রেখো না , সমাজ চিনে না!
ইসলামের দাওয়াতী কথায় সবাইকে উদ্ভুদ্ধ করো, সমাজ চিনে না!
সকালে তাড়াতাড়ি উঠো,রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো,যেন তাহাজ্জুদ পড়তে পারো, সমাজ চিনে না!
দুনিয়াবী পড়ালেখা বাদ দিয়ে আখারাতের শিক্ষায় ছেলেমেয়েকে শিক্ষিত করো, সমাজ চিনে না!
বাহ বাহ, যখন আপনাকে ইসলামের কথা বলা হবে তখন আপনি বলবেন "সমাজে চলতে গেলে সমাজ মেইন্টেন করে চলতে হয়"
মানে আপনি এটা বলতে চাইছেন যে," ইসলাম অসমাজিক কথা বলে? "
যদি এটাই বলে থাকেন তাহলে আমি কনাগুলোর পক্ষ নিয়ে বলব,
হ্যাঁ আপনি ইসলামকে ধ্বংস করে দিচ্ছেন! হ্যাঁ আপনিই!
ইসলামের ধ্বংসে নিজেকে নিয়োজিত দেখে শান্তি পাচ্ছেন তাইনা, তাহলে প্রস্তুত হোন আপনার ভবিষৎের পরিনতি মেনে নিতে কেননা তাতো হবে খুবই ভয়ংকর!
হ্যাঁ আমি ঘুমিয়ে থাকতে চাই না। আমি জেগে উঠেছি কেননা ইসলামকে আমাদের বাচাঁতেই হবে।
কেননা
ইসলাম আমার জান,
ইসলাম আমার মান এবং
ইসলামই আমার প্রান
আর নয় ঘুমিয়ে থাকা জেগে উঠো হে ঘুমন্ত মুসলিম কেননা এটিই তোমাকে পুলসিরাত পার করতে সাহায্য করবে!
________
"ইউটার্ন" বইয়ের কনাগুলোর কথা শুনে আমার এমনটাই মনে হয়েছিল যে ইসলাম ধ্বংসের জন্য দায়ী আমি, আপনি এবং আমরাই!
"ইউটার্ন" বইয়ের প্রতিটা পৃষ্ঠায় যেনো আমাকে আরো বেশি উদ্ভুদ্ধ করেছে ইসলামকে বাচিঁয়ে রাখতে!
আর কোনো বই আমাকে এত কাঁদাতে পারেনি যতটা না "ইউটার্ন" কাঁদিয়েছে!
বই পরিচিতি
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....