আরববিশ্বে ইসলামি শাসনের পতন ও তার নেপথ্যকথা ড. ওমর সুলাইমান আল-আশকার

আরববিশ্বে ইসলামি শাসনের পতন ও তার নেপথ্যকথা
ড. ওমর সুলাইমান আল-আশকার 
অনুবাদ : উমাইর লুৎফর রহমান
প্রকাশক : মাকতাবাতুল হেরা
মুদ্রিত মূল্য : ৩৬০/-

আরববিশ্বে ইসলামি শাসনের পতন ও তার নেপথ্যকথা pdf download ড. ওমর সুলাইমান আল-আশকার er boi pdf download Dr. Omar Sulaiman Al-Ashkar books


গ্রন্থটির মূল আলোচনা ছয়টি অধ্যায়ে ভাগ করা :

প্রথম অধ্যায়ে প্রাচীন ও সাম্প্রতিক কালের তৈরি প্রসিদ্ধ সংবিধানসমূহের আলোচনা। এসব সংবিধানের অন্যায় ও অপরিপক্বতার বিষয়টি স্পষ্ট।

দ্বিতীয় অধ্যায়ে মুসলিমবিশ্বে তথাকথিত সংবিধান রচনার ইতিহাস ও রাজনীতির নামে ইসলামি শাসনব্যবস্থা অপসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা। এরপর মিসর, তুরস্ক, লেবানন, সিরিয়া, ইরাক, জর্ডান, ভারত ও পাকিস্তানে পর্যায়ক্রমে এসব সংবিধানের অনুপ্রবেশ ও তাতে ইসলামি শাসনব্যবস্থা নির্মূলের বৃত্তান্ত বর্ণনা। পরিশেষে ইসলামি বিশ্বে ফৌজদারি আইনের ইতিবৃত্ত আলোচনা করে ব্যভিচার এবং এ-জাতীয় অপরাধদণ্ড সংস্কার-সম্পর্কিত বিশদ আলোচনা রয়েছে। তা ছাড়া ইসলামি ফৌজদারি আইনের সাথে এর বিস্তর পার্থক্যের বিষয়টিও স্পষ্টভাবে বর্ণিত আছে।

তৃতীয় অধ্যায়ে পর্যায়ক্রমে ইসলামি শাসনব্যবস্থা নির্মূলে ক্রুসেডারদের নিরবচ্ছিন্ন অপপ্রয়াসের আগাগোড়া আলোচনা। আশা করি, শত্রুদের এসব ষড়যন্ত্র ও দুরভিসন্ধির ইতিহাস জেনে আপনিও সতর্ক হবেন। অনেক গোপন বিষয়ে অবহিত হয়ে সে জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণে মনোনিবেশ করবেন।

চতুর্থ অধ্যায়ে মিসরে প্রণীত ও প্রয়োগকৃত নাগরিক বিধির বিস্তারিত আলোচনা। পাঠক ভালো করেই বুঝতে পারবেন, কীভাবে শত্রুরা আমাদের ওপর অসত্যের বোঝা চাপিয়ে দিয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে দোসরদের তারা কীভাবে ব্যবহার করেছে। কীভাবে ন্যায় চাপা দিয়ে মুসলিমবিশ্বকে প্রতারিত করেছে। এ জন্য মিসরকে বেছে নেওয়ার কারণ— মিসর হলো আরববিশ্বের জ্ঞান ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র। দেখবেন, মিসরে প্রতিফলিত সবগুলো বিধান ও সকল ব্যবস্থাই ধীরে ধীরে অন্যসব আরব রাষ্ট্রেও প্রবাহিত হয়েছে।

পঞ্চম অধ্যায়ে মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করে এ চক্রান্ত হতে তাদের বের হয়ে আসার জোর আহ্বান জানানো হয়েছে লেখকের পক্ষ থেকে। লেখক বোঝাতে চেয়েছেন, এ সকল সংবিধান আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থী। এগুলোর মাধ্যমে কেবল কাফেরদের সেবা ও তাদের জন্য মুসলিমবিশ্বের সম্পদ বৈধ করা ছাড়া ভিন্ন কিছু সাধিত হয় না; উপরন্তু তা আল্লাহর প্রণীত বিধানের স্পষ্ট বিরোধিতা। বরং মুসলিমবিশ্বের উচিত, উম্মতের সংশোধন ত্বরান্বিত করতে অবিলম্বে ইসলামি শাসন বাস্তবায়ন করা। মুসলিম দেশগুলোর পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি সাধনের জন্য এটিই প্রধান শর্ত। পরিশেষে অনৈসলামি আইনে বিচার প্রয়োগকারীদের পরিণতি ও তাদের বিধান সম্পর্কে রয়েছে জ্ঞানগর্ভ আলোচনা। সংশয় দূর করতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে— এ ধরনের আইন জারি করে মানুষ কখন ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়।

সর্বশেষ অধ্যায়টি পূর্বের সকল অধ্যায়ের উপসংহার। সেখানে পূর্ববর্তী ও পরবর্তীকালের বিদগ্ধ আলেমদের দেওয়া ফতোয়া ও বাণী একত্র করে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন প্রসিদ্ধ গ্রন্থ থেকে খুঁজে খুঁজে বের করে সেগুলো উল্লেখ করা হয়েছে। আশা করি, বাতিলপন্থীদের বিরামহীন প্রচারণায় প্রতারিত সরলমনা মুসলমানগণ বাস্তবতা উপলব্ধি করতে পারবেন।

আল্লাহ তায়ালা গ্রন্থটি কবুল করুন এবং বাংলাভাষী মুসলিমদের জন্য তা উপকারী করুন।
_________________________

আরববিশ্বে ইসলামি শাসনের পতন ও তার নেপথ্যকথা
ড. ওমর সুলাইমান আল-আশকার 
অনুবাদ : উমাইর লুৎফর রহমান
প্রকাশক : মাকতাবাতুল হেরা
মুদ্রিত মূল্য : ৩৬০/-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ