- বই ফাবিরিয়া
- লেখক শাহরিয়ার দেওয়ান রোহান
- রিভিউ, রুফাইদা বিনতে শওকত নুহা
রেটিং: পাঠক হিসেবে খুবই ছোট এবং নূতন আমি, তাই রেটিং৷ দিতে চাচ্ছি না। ( জীবনের প্রথম বুক রিভিউ তথা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন )
দীর্ঘদিন ধরে রিডার্স ব্লকে ভুগছিলাম মানে প্রচুর বই পড়তে পড়তে এখন বই পড়ার আগ্রহ-ই হারিয়ে ফেলছিলাম।
এর মধ্যেই প্রকাশ হইলো চাচ্চুর বই, কিয়ের রিডার্স ব্লক না কি রীতিমতো বইটা পড়ার জন্য পাগল হয়ে যাইতাসিলাম!!
তো অতঃপর হাজার জল্পনা-কল্পনার পর চাচ্চুর কাছ থেকে বই উপহারই পেয়ে ফেল্লাম যদিও আমাকে না আমার বাপজানকে গিফট টা করা হয়েছিলো
তো কুসুমে আসা যাক,
উপন্যাসের শুরু রাত তিনটায় , রিনা খান এ্যাঁই মানে শয়তানদের জাগ্রণের সময়ে, তারপর থেকেই চলতে থাকে একটার পর একটা রহস্য....
প্রথমত লেখকের মতে ফারিয়া আর আবির ছিল গল্পের মূল চরিত্র।
কিন্তু ফারিয়াকে মূল চরিত্র মনে হলেও আবিরকে মূল চরিত্র মনে হয় নি। আবির অবশ্য ই উপন্যাসের একজন প্রধান গুরুত্বপূর্ণ চরিত্র তবে কেন যেন আমার কাছে মূল চরিত্র মনে হয় নি
গল্পে নস্টালজিয়া, রহস্য,থ্রিলার,বন্ধুত্ব সবকিছুর মিশেলে এত সুন্দর একটা পাঠক পরিবেশ সৃষ্টি হয়েছিলো!!
উপন্যাসে নস্টালজিয়ার জায়গাগুলা কিছু কিছু সময় ছন্নছাড়া হয়ে গেছিলো আর হাসি-তামাশার বিষয়গুলোর রসিকতা কিঞ্চিৎ কম ছিলো।
সর্বপরি, একটার পর একটা গোছানো গল্পগুলো ছিলো গাছের মতো যেন প্রত্যেকটা গাছের বাকলে লুকিয়ে থাকা কাঠঠোকরা পাখিগুলো ছিল এক একটা রহস্য.
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....