বইঃ ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল short pdf & review লেখক : সাওযান বিনতে মুস্তফা বুখাইত | Futiya Tulun Shubashito ful by Saojan binte Mustafa Bukhait

ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল
লেখক : সাওযান বিনতে মুস্তফা বুখাইত
প্রকাশনী : আয়ান প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
অনুবাদক : মারগুব ইরফান
সম্পাদক : সাইফুল্লাহ আল মাহমুদ
পৃষ্ঠা : 192, কভার : পেপার ব্যাক
ভাষা : বাংলা

বইঃ ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল short pdf & review লেখক : সাওযান বিনতে মুস্তফা বুখাইত | Futiya Tulun Shubashito ful by Saojan binte Mustafa Bukhait Books


আমরা প্রায়শই বলে থাকি, “আজকের  শিশু আগামীর ভবিষ্যত”। আসলে আমরা  খুব সহজে এই কথাটি বলে থাকি। তবে এর বাস্তবতা অনেকটাই কঠিন। আমরা আমাদের শিশুদেরকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলার জন্য কতটুকু চেষ্টা করেছি? কয়টা পরিবার-ই বা আছে, যে তারা শিশুদেরকে  আগামীর উপযোগী করে গড়ে তুলতে সঠিক পন্থায় পরিচর্যা করছে?খোঁজ করলে দেখা যাবে এর সংখ্যা খুবই কম। একেবারেই নগণ্য। 

আমরা আমাদের ক্ষেত-খামার বা গাছ-পালা যতটা গুরুত্বের সাথে পরিচর্যা করি; আমাদের সন্তানদেরকে এর এক সিকিভাগও পরিচর্যা করি না। যার ফলে সন্তান ছোট থেকেই অবহেলা আর অনাদরে বেড়ে ওঠে। অভদ্রতার জীবন যাপন করে। অথচ কুরআনে বর্ণিত হয়েছে,হযরত যাকারিয়া আ. আল্লাহর কাছে দোয়া করেছেন, “হে আল্লাহ! আমাদের স্ত্রী ও সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন”। (সূরা ফুরকান: ৭৪)

আরেক আয়াতে এসেছে,” হে প্রভু! আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন”। (সূরা আলে ইমরান: ৩৮)
আর রাসূলুল্লাহ সা. বলেছেন, “কোনো মানুষ গত হওয়ার পর তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়। আর সেগুলো হলো-সদকায়ে জারিয়াহ, উপকারী ইলম ও সুসন্তান (যে তাদের জন্য দোয়া করে)। (মুসলিম)তাছাড়া কথায় আছে, জন্মদাতা হওয়া খুবই সহজ। আদর্শ পিতা-মাতা হওয়া অত্যন্ত কঠিন। আদর্শ পিতা-মাতা সুসন্তান গড়ে তোলার পিছনে অনেক বড় ভূমিকা রাখে। 

কারণ আদর্শ পিতা-মাতার সঙ্গ সন্তানের হৃদয়-ক্ষেতে পানি সিঞ্চনের কাজ করে। আদর্শ সন্তান গড়ে তুলতে হলে ইসলামিক দিকনির্দেশনা অনুসরণ করা ছাড়া বিকল্প কোন পথ নেই। তার অভ্যাসগুলোকে নববী আদর্শে রূপায়ন করতে হবে। ছোট থেকেই তাকে সুশিক্ষায় মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পরিশুদ্ধ চিন্তার বীজ তার মধ্যে বপন করতে হবে।  

কারণ সুস্থ চিন্তা মানসিক চেতনার বিকাশ ঘটায়।জীবন গড়ার উদ্দম-উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়।আমরা যদি আমাদের সন্তানদেরকে ভ্রূণ খেকেই সঠিক পন্থায় পরিচর্যা করি, এই সন্তানই একদিন সুবাসিত ফুল হয়ে জগদ্বাসীকে মোহিত করবে।

শিশুমনে আকীদা বদ্ধমূল করার গুরুত্ব 
মানব জীবনে আকীদা দৃঢ়মূল করার অপরিসীম গুরুত্ব রয়েছ । বিশেষকরে ছোট সন্তানদের ব্যাপারে । নিম্নে এর কিছু উদাহরণ তুলে ধরা হলো 

১.আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা এবং এক প্রভু ও ইলাহ মেনে তার ইবাদত করা । তাঁর নাম ও গুণাবলীর ক্ষেত্রেও তাকে এক ও অদ্বিতীয় জানা । এই বিষয়গুলো তাদের মনে দৃঢ়ভাবে অঙ্কিত করে দেয়া ৷ 

২. আল্লাহ তাআলাকে সম্মান করা । আল্লাহ তাআলার মুরাকাবা ( ধ্যান ) করা এবং তিনি গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত আছেন তা তাদের উপলব্ধি করতে শিখানো । 

৩. শিশুকে শরয়ি বিধি - বিধান , আল্লাহ ও তাঁর রাসূলের ডাকে সাড়া দেয়ার জন্য প্রস্তুত করা । 

৪. ছোট থাকা অবস্থাতেই নববী আদর্শ অনুযায়ী শিশুর অন্তর পরিশুদ্ধ করা । 

৫. এক মুসলমানের অন্য মুসলমানের সাথে সম্পর্ক রাখা ও ভিন্ন
আকীদার লোকদের সাথে কেমন আচরণ করতে হবে সেগুলোও শিক্ষা দেয়া । 

৬. ফিতনা ও বিপর্যয়ের সময় আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থাকা । 

৭. মুসলমানদের দেখাশোনা করার দ্বারা সমাজে উচ্চ মর্যাদা লাভ করার মহত্ত্ব বুঝানো ।

Short PDF for Pre Order

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ