জীবন খাঁচার পাখি
লেখক : খান হাফিজার রহমান
প্রকাশনী : ডেব্রেক পাবলিকেশন
বিষয় : ইসলামী সাহিত্য, গল্প-উপন্যাস এবং সফরনামা, কবিতা
পৃষ্ঠা : 192, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2021
আইএসবিএন : 9789843516282, ভাষা বাংলা
ইসলামিক কবিতার আঙ্গিকে লেখা এই বইটিতে লেখক একই সাথে কবিতা ও গানের সংমিশ্রণ ঘটিয়েছে। ভাষার সহজবোধ্যতা ও প্রাঞ্জলতা এখানে লক্ষনীয়। ইসলামি কবিতার এই বইটি নিষ্কলুষ মন নিয়ে পড়তে বসলে স্রষ্টা-সৃষ্টির ভালোবাসার অসাধারণত্বের আলাপ, ধর্ম, দর্শন,মানবকল্যাণ, সমাজের নানা অসঙ্গতির পাঠ আপনার পাঠক মনকে পুলকিত করবে।
তাসলিম আল-বাছির:________________________
হে রহমান পিলাও তাসলিম ক্ষমা কর ক্ষমা কর দাও আবেহায়াত ওগাে দয়াময় ওগাে দয়াময় যদি না কহর ক্ষমা তুমি ভুল হলে শুধে লও আমার এই সালাত ॥ কে করিবে ক্ষমা আমায় ॥ মনে দাও না মুনাফিকি তােমার আকাশ তােমার বাতাস চোখে দাও লাজ আমি জানি স্রষ্টা তুমি (২) দ্বীনে দিও সরলতা কার ডেমাক আছে তােমার কাছে কে বলতে পারে আমি দামী। কার সাদ্ধি আছে ঐ আকাশে তােমার দিদারে মিরাজ সারা নিশি ডেকে যেন করি আঁখিপাত ॥ রােজ বিহনে সূর্য উঠায় ॥ জানি আমি তুমি মাফি দু;হাত তুলে তাইতাে ডাকি (২) কাফের কুফর হতে আমায় কর মার্জনা ফকিরি চাই বাদশাহী নয় তােমার দয়ায় হৃদয় ভরে ওগাে আন্তা মওলানা আনন্দে মাের ঝরে আখি। হাশর দিনে পুলসিরাতে দিও নবীজির মিলাত ॥ এমন মহান কে আছে আর মানুষের এই জীবন ধারায় ॥ ফুলে দোলে যেমন প্রজাপতি পরশ ভাবে না এমন মরণ দিও প্রভু আমার কামনা তুমি আলা তুমি আকবর সত্য হলেও মিথ্যা জানি আমার অভিমত ॥রবে বলে মনে করি। দিনশেষে পাঠকের কাব্যমনকে পুলকিত করবে ‘জীবন খাঁচার পাখি ‘ গ্রন্থটি।
আবেহায়াত নাজাত:___________________________
আমার নামাজ কবুল করাে করি মােনাজাত আর কোনাে পাপ যেন বিচার দিনে খােদা তুমি দিও গাে নাজাত ॥ আমাকে না ঘিরে তুমি এসাে গাে খােদা আমার হিয়া তলে ॥ মাফি তুমি মাফ করে দাও পাপে যদি ঘিরি স্বচ্ছ সলিলে আমি নিচ্ছি স্নান করি পংঙ্কিলে আমি যেন তােমার শানে জীবন আমার লও গাে আপন করি। সাফ করে দাও মনের কালি আর না পরি। সুবাসে হৃদয় দাও গাে ভরে॥ আমার সকল অপরাধ ॥ অসহায় ভূক্ষা আর পিত্হীনে বাহু দুটি বাড়িয়ে বুকে যেন টানি এই হৃদয়ে তােমার বাণী ঝরায় চোখের পানি শত দুঃখ ভুলে যেন। আমার হাশর কর খােদা আমার আদরে ৷ তােমার গুনী জনের সনে। নবীর আহলে বায়াত দিয়ে মুখে যেন ফুটে হাসি দাও আবেহায়াত ॥ বুক ভরা মায়া স্ৰষ্টার সৃষ্টি বড় বুঝি তার দয়া। সত্য যেন আমার কোনায় কোনায় ভরে ৷
মৌ মুহাম্মাদ মুহাম্মাদ রাসূল (স):__________________
দুনিয়া ধরে হােসনা মাতাল তাের মিজান হবে ভুল মদিনার মৌ মুহাম্মাদ নবী ও রাসূল ॥ পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল যার কদমে লুটে গগনের তারা খােদার আরশ হয় ব্যাকুল ॥ দুই হাতে ধর কুরআন হাদিস আউয়াল আখিরী নবী নামাজ কায়ে কর সকল উম্মতের শশি পড় নবীজির দরূদ শরিফ যত নবী আদম হাওয়া খুলে দে অন্তর। ধ্যানে দেখেছেন বসি মুমিনের জামিন আমার মুহাম্মাদ আহম্মাদ নবী যার জগতে নাই তুল ॥ মুহাম্মাদ রাসূল ॥ তার রওজা জিয়ারত পশু পাখি কীট পতঙ্গ কর পাবে রে বরকত নবীর দিদার চায় আরশ আজিমেও আমার নবীজি হযরত। আদরের খিলাপ বলে পড়ে না তার গায় তার কদমের ধুলি পেয়ে ঐ আরশ হয় মকবুল ॥ হরদমে জিকির করে ঐ নামে হয় আকুল ॥ কাফিরি আর কুফরী ছাড় শ্রোষ্টা বলে সৃষ্টি ধন্য শক্ত করে কলেমা ধর হয়ে তার মাবুদ মুমিন হলে মওলা দিবে অসময়ে লইরাকার কার বড় নদীর খরস্রোতে দুই পারে সে মহাজন সব আমারি কুদরত আমার নূরে নূর আছে তার টলবে না তাের হাল ॥ সে জান্নাতের ফুল ॥
প্রিয় মুহাম্মাদ মুহাম্মাদে মদিনা:_________________
কেন দেখিনা ও মদিনা ডাকরে পাখি আঁখি মেলে আমার মুহাম্মাদ রাসূল আমি কি পাপী পাপে মাখা মুহাম্মাদে মদিনা আরশ কাপে মওলা হাসে আমার বরণের কি ভুল ॥ দিবে ধরার ছাখিনা ॥ ভুলের সাগরে প্রভু তব জেগে দাও চোখের জলে পাহাড় ডুবাও চায় কে সাকি চায় কে শশি প্রিয় সে আমার মুহাম্মাদ জপে সে নাম জড় জীবে দিবস রাতি হয় মিলাদ মুহাম্মাদ আহম্মাদ নামে আমায় পাগল বানাও কি আছে এই ধরা মাঝে ঐ নামেতে ভীত জ্যোতি আমার রাসূলের তুল ॥ ঐ নামেতে আদম খ্যাতি ধন্য আমার রব্বানা ॥ পড়ি দরূদ করি সালাম ও গাে নবীজি আমার আরশে মুহাম্মাদ নবী জমিনে হয় মুহাম্মাদ না পাই দেখা যদি আমি পাপীর সরদার মাকলুকের রহমত তিনি আপনার চরণে পড়ি আমায় করিবেন কবুল ॥ বলেছেন আহাদ সাগর পাহাড় মরু নদী জিকির করে নিরবধি কত অলি আপনার সনে আল্লাহ নিজেও দরুদ পড়েন হলাে যে দিদার আমি অধম অহর নিশি কান্দি জারেজার ও মানুষ তােমরা কেন পড়াে না। আমার পাগল হিয়া আজ হয়েছে পাগল॥
নবী মােস্তফা নবী সাইয়্যিদিনা:_____________________
মুদ্দা দিলে কে শুনালে ও মদিনার ধুলি তুমি ধন্য আরশে যার আছে জ্যোতি জমিনে যার আছে খ্যাতি সেই নবীজির জন্য ॥ নাম নবী মােস্তফা আমার কানায় কানায় শিরক বিদাত কোথাও নাই ফাকা ॥ আহম্মাদ মুহাম্মাদ নবী নবী সাইয়্যিদিনা কায়নাতে যার নেই তুলনা শরিয়তে আয়না। চোখে নাই লাজ মুখে সেই কাজ আমার শরিয়তে দেনা শিরায় শিরায় রক্ত নাই আর আছে আনাম এর চেনা। আমার হবে কি কথা সে নাম জপে স্বয়ং খােদা আমি পাবাে কি দেখা ॥ সর্ব জাতির পথে হুদা আমার কি মায়া অলােকে পায় পথের দিশা আমার কি কায়া সুপথে হয় গণ্য ॥ নবী ইনসানের আলা নবী আমার ভােরের রবি তাহার অসিম দয়া। নবীর উম্মত হলে ধ্যানেতে পাই তাহার ছবি আঁধারে সে আলাের শিখা ভালে থাকিবে লেখা॥ দিলের চোখে দেখি যদি। শান্তি শুধু শান্তি দূর হয়ে যায় ক্লান্তি নূর নবীজি তুমি দেখা দাও আমায় রহমতে হই ধন্য। তােমার চরণ ধুলি তুলে নিব গাে মাথায়। অসিম সসীম তুমি সখিনায় মাখা ॥
১৮১ কাব্যগীতি : ২২৭ কাব্যগীতি : ২২৮
মদিনার ধূলি যদি পাইতাম পারে নিও না দয়াল সূরমা বানাইয়া আমার চোখে লাগাইতাম ॥ ও দয়ার সাগর মওলারে সেখানে পাঁচণি আসবে কাছে ধেয়ে ৷ দিবে না অনলে নিবে সে কোলে আমার নবী মওলা জী বাইলাম তরী গাইলাম সারী এ ধরায় আমি আমার নবীজি কাজি। এই ভবের বাজারে আপনার না আপন হবে যেদিন যাব সব ছেড়ে । করিবেন শাফায়াত উম্মতের রহমত তুমি আলা তুমি আকবর আমি মিজানে নবীর নবী নূরে মুজাচ্ছাম ॥ কর না আমার বিচার তােমার যে পথে হযরত সে পথে রহমত রহমত বিহনে। হিরা হারায় তার যতি মওলার নূরে নূর নবীজি কেঁদে যায় রাতি। আমি বড় পাপী তােমার দরবারে ॥ যে জানে পাপী সে যেন মানে অহরনিশি ডাকি তােমায় তুমি থাকিও নিদানে পাপীর বড় মাপী তুমি নবীজি ঈমাম ॥ এই ভরসা মনে। তুমি হৃদয়ে শশী আছাে গাে বসি থেকো আমার নিদ মাঝারে ॥
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....