বইঃ মৃতদের জন্য জীবিতদের করণীয়।
লেখকঃ শাইখ আলীমুদ্দীন নদিয়াভী রহিমাহুল্লহ।
প্রকাশনায়ঃ সুনান প্রকাশনী।
প্রকাশকালঃ ফেব্রুয়ারি'২০১৭(৭ম সংস্করণ)।
গায়ের মূল্যঃ ৬০টাকা।
সূচিপত্রঃ মানুষের বিপদকালের তিনটি বন্ধু, মৃতদের জন্য জীবিতদের করণীয়, জানাযার নামাযে অংশগ্রহণ করার ফাযীলাত, মৃত ব্যক্তির দোষ-ত্রুটি বর্ণনা না করে গুণাবলী উল্লেখ, জানাযার নামাযে পঠিত অতি গুরুত্বপূর্ণ দু'আ, কবরে দাফনকালে করণীয়, কয়েকটি জ্ঞাতব্য বিষয়, আসন্ন মৃত ব্যক্তির নিকট এবং মৃত্যুর পর দাফন শেষে কবরের পার্শ্বে কুরআন তিলাওয়াত করা, মাযহাবের বেনামীতে আর এক বিদ'আত, মৃত্যুর পর মানুষ কোন কোন কাজের জন্য উপকৃত হবে, সিওম চেহলাম ও ফাতিহাখানি সম্পর্কে আলোচনা, সিওম চেহলামের খানা-পিনায় ইসলামী অর্থনীতির অপচয়, ক্ববর পাকা করা এবং তাতে লিখা হারাম, ঈদাইন, ১০ মুহাররম এবং ১৫ শা'বান রাতে মৃতের নামে ফাতিহাখানি সম্পর্কে আলোচনা, মৃতের নামে কুরবানী করতঃ ঈসালে সাওয়াব করার বর্ণনা, 'আলী রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানী করার জন্য বিশেষভাবে ওয়াসিয়্যাতপ্রাপ্ত- কথাটির আলোচনা, পিতা-মাতার কবর যিয়ারত প্রসঙ্গে বর্ণিত হাদীসের আলোচনা, কবর যিয়ারত প্রসঙ্গ, কবরের পার্শ্বে মৃতদের জন্য দু'আ করার নিয়ম, পিতা-মাতার জন্য দু'আ, ‘আল্লামাহ্ আবূ মুহাম্মাদ 'আলীমুদ্দীন (রহ.)-এর সংক্ষিপ্ত জীবনী।
।
পর্যালোচনাঃ বহু বছর ধরে চলে আসা মৃত ব্যক্তির নামে উপমহাদেশীয় বিধর্মী অর্থাৎ ইসলাম বহির্ভূত সংস্কৃতি গুলোর আলোচনা ও পুনঃ পুনঃ তাহকীক পেশ করা হয়েছে। মৃতদের জন্য জীবিতদের করণীয় সম্পর্কে পূর্ণ আলোচনা রয়েছে যেমন কোন কাজ গুলো জীবিতদের পক্ষ থেকে মৃতে'র জন্য উপকারী এবং কোন গুলো অপকারী। কবর জিয়ারত কিংবা মৃতদের জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি বর্ণনা করা হয়েছে। সর্বোপরি মৃত ব্যক্তির আত্বীয় বা পরিবার বর্গের উপর চল্লিশা বা কুলখানি নামক অনৈসলামিক রীতিরেওয়াজ এবং জুলুম প্রতিষ্ঠায় আমাদের সমাজ কতটা হিংস্র, মৃত ব্যক্তির পরিবার কেন্দ্রিক বিভিন্ন বিদয়াতী রসম প্রতিষ্ঠায় একশ্রেণীর হুজুরবর্গ কতটা সরব তার নমুনা গুলো ধরে ধরে ইসলামের মূলধারায় খন্ডন করা হয়েছে।
আসুন মৃত্যুকে স্মরণ করি, সকল প্রকার বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকি।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....