(ফাজায়েলে আমল) জনপ্রিয় এই কিতাবটিতে কয়েকটি বিষয়ের কিতাব একত্রিত করা হয়েছে।
- ফাজায়েল কুরআন
- ফাজায়েল নামায
- ফাজায়েল তাবলিগ
- ফাজায়েল রমযান
- ফাজায়েল জিকির
- হেকায়েতে সাহাবা রা.
- পস্তী কা ওয়াহেদ এলাজ
...."এস্তেমায়ী ভাবে প্রতিদিন ঘরে ও মাসজিদে ফাযায়েলের তা’লীম করা যাতে আল্লহ তায়া’লার ওয়াদাসমূহের উপর ইয়াকীন পাকা হয়ে যায় এবং দিল দুনিয়াবী আসবাব থেকে আমালমূখী হয়। নিজেদের ভিতরে ছয় নম্বরের সিফাত হাসিল করার জন্য মুন্তাখাব থেকেও তা’লীম করা। ইনফারাদী তা’লীমে ফাযায়েল, মুন্তাখাবের পাশাপাশি হায়াতুস সাহাবাহ থেকেও তা’লীম করা এবং একদিন ফাযায়েলে আমাল থেকে তা’লীম করা আরেক দিন মুন্তাখাব থেকে তা’লীম করা। এস্তেমায়ী তা’লীমের পাশাপাশি ইনফারাদী ভাবেও তা’লীম করা। কারণ এস্তেমায়ী ও ইনফারাদী তা’লীমের নূর ভিন্ন। যে কেউ যে তা’লীম বাদ দিবে সে ঐ তা’লীমের নূর থেকে বঞ্চিত হবে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....