হৃদয়ের একূল ওকূল PDF সাবিহা সুলতানা (গল্প সংকলন) hridoyer akul okul by Sabiha Sultana

বই: হৃদয়ের একূল ওকূল(গল্প সংকলন)
লেখক: সাবিহা সুলতানা
মূদ্রিত মূল্য: ২০০৳
প্রচ্ছদ: শাকিল রনি
ছাড়মূল্য- ১৩০ টাকা মাত্র
রিভিউঃ মো. শাহাদাত হোসেন ।
চিঠি, সোনার হরিণ, মুক্তি, সাগরসঙ্গমে, দূরত্ব, জননী,হৃদয়ের একূল ওকূল নামে ভিন্ন স্বাদের সাতটি গল্প নিয়ে সাজানো 'হৃদয়ের একূল ওকূল'' গ্রন্থটি।

হৃদয়ের একূল ওকূল PDF সাবিহা সুলতানা (গল্প সংকলন) hridoyer akul okul by Sabiha Sultana


'চিঠি'
গল্পটি একটি বছর চল্লিশের মেয়ের মৃত মায়ের চিঠিকে ঘিরে কাহিনী। যে চিঠিটা তার মায়ের কিশোরী বয়সের প্রেমের চিঠি। যা অতি যত্নে লুকিয়ে রেখেছিল তার মা বছরের পর বছর ধরে।
হঠাৎ মেয়ের হাতে পড়ায় সে কৌতুহলী হয়ে ওটা পড়ে‌। তারপর সেই চিঠিটা নিয়ে রীতিমত এডভেন্চারে নেমে পড়ে।
শেষ পর্যন্ত একটা রোমাঞ্চ নিয়ে গল্পটি পড়বেন।

'সোনার হরিণ'
গল্পটির কেন্দ্রীয় চরিত্রে আছে মৌলি। মধ্যবিত্ত ঘরের মেয়েটার যখন বেশ ধনী পরিবারে বিয়ে হয় তখন সবাই ভেবেছিল খুব সৌভাগ্যবতি মৌলি।সে নিজেও ভেবেছিল এবার সে সুখ নামক সোনার হরিণের দেখা পেয়েছে। কিন্তু বাস্তবে কি তাই হয়? সব হিসেব কি মেলে জীবনের?

'মুক্তি'
এই গল্পটি এক বিধবা মায়ের ছেলের সংসারে থেকে ক্ষতবিক্ষত হওয়ার গল্প। সে একেবারে অসহায় না। স্বামীর রেখে যাওয়া বাড়ি, কিছু সঞ্চয় তার আছে। তবুও সে সন্তানের টানাটানি থেকে নিজেকে মুক্ত করতে পারে না। কেন এমন হয়? এ যে সব মায়ের গল্প

'সাগরসঙ্গমে' গল্পটি এক নিম্ন মধ্যবিত্ত দম্পতির প্রথম সাগর দেখার ইচ্ছা, খুশি সব নিয়ে লেখা।

'দুরত্ব' 
আচ্ছা সন্তানের শুধু ফিনান্সিয়াল চাহিদা পূরণ করলেই কি আদর্শ বাবা মা হওয়া যায়? না যায় না। বরং তাতে কিশোর বয়সী ছেলেমেয়ের সাথে বাবা মায়ের যে দুরত্ব তৈরি হয় তাই খুব ভালো ভাবে ফুটে উঠেছে এই গল্পে।

'জননী'
গল্পটি একটা মেয়ের।যে বিয়ের পর জানতে পারে তার স্বামীর আগে বিয়ে হয়েছিল। সেখানে একটা বাচ্চাও আছে।যে বাচ্চাটির মা মারা গেছে। খুব অদ্ভুত একটা উপায়ে এটা তিতলি নামের মেয়েটি জানতে পারে।
আচ্ছা তিতলি কি স্বামীর ঘর থেকে চলে যাবে। নাকি বাচ্চাটার মা হয়ে সে থেকে যাবে। একটু ভৌতিক ছোঁয়া গল্প জননী।

'হৃদয়ের একূল ওকূল'
 কিশোরী বয়সে ভালবাসার মানুষটিকে ভুলে বেশ সংসার পেতে বসা মেয়েটি যখন হঠাৎ করে সেই মানুষটিকে সামনে দেখে তখন কেমন লাগবে তার? সব পেয়েও কি একটু স্মৃতির গভীরে ডুব দিয়ে কান্নার লোনা জলে চোখ ভিজে ওঠে? বিষন্ন হাহাকারের এক গল্প।

আমার মতামত: আমি সাধারণত ছোট গল্প কম পড়ি। বিস্তারিত পরিসরে একটা উপন্যাস পড়ে যে তৃপ্তি পাই, গল্প পড়ে সেই তৃপ্তিটা ঠিক মেটে না।
কিন্তু সাবিহা আপুর এই বইয়ের প্রত্যেকটি গল্প আমি খুব আগ্রহ নিয়ে পড়েছি।
একেবারে শহুরে মানুষের প্রাত্যহিক জীবনের সুখ দুঃখের গল্প সুনিপুণ ভাবে বলে গেছেন।
 
সাবিহা সুলতানা আপুকে আমি যতটুকু জেনেছি উনি খুব পজেটিভ চিন্তা ভাবনার মানুষ। প্রত্যেকটা গল্পে তার প্রতিফলন ঘটেছে।
অত্যন্ত সদালাপী এই মানুষটির জন্য অনেক অনেক ভালোবাসা। একদিন আপনার লেখা দিয়েই পাঠক আপনাকে চিনবে।
রেটিং: ৪.৫০/৫

গ্রন্থ: হৃদয়ের একূল ওকূল(গল্প সংকলন)
লেখক: সাবিহা সুলতানা
মূদ্রিত মূল্য: ২০০৳
প্রচ্ছদ: শাকিল রনি
ছাড়মূল্য- ১৩০ টাকা মাত্র
রিভিউঃ মো. শাহাদাত হোসেন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ