দ্য পাওয়ার অব ইউর সাবকনশাস মাইন্ড।
ডক্টর জোসেফ মারফি।
অনুবাদ: অনীশ দাস অপু।
(মনস্তাত্ত্বিক ও আত্মউন্নয়নমূলক গ্রন্থ)
প্রথম প্রকাশ: একুশে বইমেলা 2015
দ্বিতীয় সংস্করণ:- অক্টোবর 2015
তৃতীয় সংস্করণ :- একুশে বইমেলা 2016
প্রচ্ছদ :- অনন্ত আকাশ।
প্রকাশনা :- মুক্তদেশ প্রকাশন।
ইসলামী টাওয়ার, দোকান নং 2, ১১/১ বাংলাবাজার,- ঢাকা 1100
আমেরিকা পরিবেশক : মুক্তধারা, জ্যাকসন হাইট, নিউইয়র্ক।
ISBN : 978-984-8690-47-5
আপনার অবচেতন মনের মিরাকল ঘটানোর শক্তি আপনার আমার সামনেই রয়েছে এবং সেটা বহু বহু আগে থেকেই। চিরন্তন সত্য এবং জীবনের নিয়ম নীতি সকল ধর্মের আগেই ঘটেছে। এ ভাবনা মাথায় রেখে আপনাকে এ বইটি পড়তে বলবো। কারণ বইয়ের সামনের অধ্যায়গুলোতে রয়েছে মনের অসাধারণ শক্তির এক আঁধারের কথা এটি মানসিক এবং শারীরিক ক্ষত সারিয়ে তুলবে, ভীত মন কে স্বাধীন করে তুলবে এবং দারিদ্র্য, ব্যর্থতা, দুঃখ, হতাশা ইত্যাদি সবকিছু থেকে আপনাকে মুক্ত করবে।
শুধু আপনাকে যা করতে হবে তা হলো মানসিক এবং আবেগি ইচ্ছেগুলোর বাস্তব রূপ প্রকাশ। আপনার অবচেতন মনের সৃজনশীল শক্তি নিজ থেকেই সাড়া দেবে। আর কাজটা আজ থেকে, এখন থেকেই শুরু করে দিন। আপনার জীবনে দারুন দারুন সব ব্যাপার ঘটতে দিন ! এ অভ্যাস বজায় রাখুন সেদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না আঁধার কেটে আপনার জীবনে ঝলমল করে ওঠে আলো।
বইয়ের প্রথম অধ্যায় থেকে,
আপনার নাগালের মধ্যেই রয়েছে অসীম সম্পদ। এগুলো পেতে আপনাকে কেবল আপনার মনের চোখ খুলতে হবে এবং আপনার ভেতরে যে বিরাট কোষাগার রয়েছে তা লক্ষ্য করতে হবে। আপনার ভেতরে যে ভান্ডার বা গুদামঘর রয়েছে, জীবনকে দারুণভাবে এবং পর্যাপ্ত পরিমাণ উপভোগ করতে হলে তা থেকে সবকিছুই আপনি নিয়ে নিতে পারবেন।
বেশিরভাগ লোকেই তাদের সম্ভাবনাকে রুদ্ধ করে রাখে কারণ তারা নিজেদের মধ্যকার অসীম ও সীমাহীন ভালোবাসার এই ডাক্তার সম্পর্কে একেবারেই অজ্ঞ। আপনি যা-ই চান, সেটা বের করে নিয়ে আসুন। চুম্বকায়িত একখণ্ড লোহা দিয়ে তার নিজের ওজনের 12 গুণ বেশি ভার তোলা যায়। কিন্তু একই লোহাকে চুম্বক শূন্যকরণ, ও দিয়ে একটি পালক পর্যন্ত তুলতে পারবেন না।
একইভাবে দুই ধরনের লোক আছে। একদল লোক চুম্বকায়িত যারা আত্মবিশ্বাস এবং রাস্তায় ভরপুর। এরা জানে এদের জন্মই হয়েছে সাফল্য এবং বিজয় অর্জনের জন্য। অপর দল, এটি দলে ভারি, এরা চুম্বকশূন্য। এদের মন জুড়ে ভয় এবং শঙ্কা। কোন সুযোগ এলে এরা প্রথমেই আশঙ্কা প্রকাশ করে, যদি আমি ব্যর্থ হই। যদি আমার অর্থ লোকসান হয়। লোকে তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। এ ধরনের মানুষ জীবনে বেশিদূর যেতে পারে না। সামনে যাওয়ার ভয় কাজ করে বলেই এরা যেখানে আছে সেখানেই থেকে যায়।
আপনি যখন কালের গোপনীয়তাঃ আবিষ্কার করে তা ব্যবহার করতে শিখবেন তখন নিজেও হয়ে উঠবেন একজন চুম্বকায়িত মানুষ।
কালের প্রধান গোপনীয়তা____________________________
ধরুন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কালের প্রধান গোপনীয়তা কি, আপনি কি জবাব দিবেন? পারমাণবিক শক্তি? আন্তঃগ্রহ ভ্রমণ? কৃষ্ণ গহ্বর? না, এগুলোর কোনোটি নয়। তাহলে প্রদান রহস্য বা গোপনীয়তা কি? এটির সন্ধান মিলবে কোথায়? একে বুঝতে শিখে কিভাবে কাজে লাগানো যাবে? জবাবটি অতি সরল। এ রহস্য বা গোপনীয়তা হলো আপনার অবচেতন মনের অসাধারণ মিরাক্কেল ঘটানোর শক্তি। এই জায়গাটিতেই মানুষ সবার শেষে উঁকি দেয়, এই কারণে এর সন্ধান লাভ করে খুব কম সংখ্যক লোক।
আপনার অবচেতন মনের দুর্দান্ত শক্তি,
আপনার অবচেতন মনের লুকানো শক্তির সঙ্গে যোগাযোগ এবং তাকে মুক্ত করার উপায় কি আপনি যখন একবার শিখে যাবেন, আপনার জীবনে চলে আসবে আরো বেশি ক্ষমতা, আরও বেশি ধন-সম্পদ, আরো সুস্বাস্থ্য, আরো সুখ এবং আরো আনন্দ। এসক্তি আপনাকে অর্জন করতে হবে না এ তো আপনার কাছেই আছে তবে এটি কিভাবে ব্যবহার করতে হবে তা শিখতে হবে এটা কি আপনার অবশ্যই বুঝতে হবে যাতে জীবনের সকল ক্ষেত্রে একই কাজে লাগাতে পারেন এ বইতে সহজ-সরল কৌশল এবং প্রক্রিয়া গুলো বর্ণনা করা হয়েছে তা যদি আপনি অনুসরণ করেন তাহলেই আপনি প্রয়োজনীয় জ্ঞান এবং দৃষ্টিভঙ্গিটি অর্জন করতে পারবেন।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....