Robi Number Check/dial Code | রবি সিমের নাম্বার দেখার কোড | how to check robi number

হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহ আপনারা কেমন আছেন..? যাই হোক আজকে আমরা কথা বলব রবি সিমের নাম্বার কিভাবে দেখে সেই বিষয়ে। ইন্টারনেট ঘেটে দেখলাম এরকম অনেকেই প্রশ্ন করেছে এবং এই প্রশ্নটিই ইন্টারনেটে খুবই জনপ্রিয় যে রবি সিমের নাম্বার কিভাবে দেখে।


তাই আজকে আমি এই পোস্টে রবি সিমের নাম্বার যেভাবে দেখবেন এবং আপনার প্রয়োজনীয় অর্থাৎ যারা রবি সিম ব্যবহার করেন তাদের প্রয়োজনীয় এরকম আরো অনেকগুলো কোড আমি নিচে দিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই আপনাদের প্রয়োজনীয় কোড গুলো ব্যবহার করে উপকৃত হতে পারেন।

Robi Number Check/dial Code | রবি সিমের নাম্বার দেখার কোড | how to check robi number

Robi Number Check Code

নিচে আমি আরো কিছু রবি সিমের ডায়াল কোড নাম্বার দিয়ে দিচ্ছি আশা করি এগুলো আপনাদের কাজে আসবে।


  • নম্বর চেক: *2# অথবা *140 *2 *4#

  • ব্যালেন্স চেক: *222#

  • মিনিট চেক: *222 *3#

  • ইন্টারনেট ব্যালেন্স চেক: *8444 *88# অথবা *222 *81#

  • প্যাকেজ চেক: *140 *14#

  • এসএমএস চেক: *222 *11#

  • এমএমএস ব্যালেন্স চেক: *222 *13#

  • মিস কল অ্যালার্ট অন করার জন্য : ON লিখে পাঠান 8272 নম্বরে

  • (বন্ধ) মিস ক্যাল অ্যালার্ট অফ করার জন্য : টাইপ করুন  OFF এবং 8272 এ পাঠান
  • কল সেন্টার নম্বর: 121

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ