সন্তান গড়ার সোনালি পাথেয় pdf for pre order উসতাজ হাসসান শামসি পাশা এর বই

সন্তান গড়ার সোনালি পাথেয় 

লেখক : উসতাজ হাসসান শামসি পাশা
প্রকাশক : রুহামা পাবলিকেশন [একটু পড়ুন]।
বিষয় : ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবন, সন্তান প্রতিপালন।
Ustaj Hassan Shamsi Pasha, Parenting related books - সন্তান প্রতিপালন সম্পর্কিত বই pdf download Children's Book In Bangla সন্তান গড়ার সোনালি পাথেয় pdf


সন্তানের সাথে আচরণ এমন এক শান্তর, যার প্রয়োগ অনেক পিতামাতার জীবনে কঠিন হয়ে পড়ে । অনেক পিতামাতা সন্তানের সাথে আচরণের ব্যাপারে সর্বোত্তম পদ্ধতি সম্পর্কে জানতে চান। ইমাম গাজালি খু, বলেন, "আমাদের সন্তানরা হলো মণির মতো ।' আমরা আরেকটু বাড়িয়েও বলতে পারি যে, কিন্তু বয়স্করা অনেকেই লৌহকারের মতো। সন্তানের আগে তাদের জন্যই বেশি উপদেশ ও দিক-নির্দেশনা প্রয়োজন ৷”
ইবনুল কাইয়িম এ সন্তান প্রতিপালনে পরিবারের কর্তব্যের ব্যাপারে সতর্ক করে বলেন :

'অধিকাংশ সন্তানের মাঝে বিশৃঙ্খলা আসে তাদের পিতামাতার পক্ষ থেকে এবং তাদের ব্যাপারে পিতামাতার অবহেলার কারণে । তারা তাদেরকে দ্বীনের ফরজ ও সুন্নাতসমূহের শিক্ষা দেওয়া পরিত্যাগ করেছে এবং সন্তানদেরকে শৈশবেই নষ্ট করে ফেলেছে। তাই তো বড় হয়ে সে না নিজের উপকার করতে পারে,
আর না পিতামাতার উপকার করতে পারে ।

জনৈক বাবা তার সন্তানের অবাধ্যতার কারণে তাকে তিরক্কার করলে সে বলে ওঠে; “বাবা, আপনি আমার শৈশবে আমার অবাধ্যতা করেছেন; ফলে আমি বড় হয়ে আপনার অবাধ্যতা করছি । আমাকে আপনি শৈশবে নষ্ট করেছেন, তাই
আপনার বার্ধক্য অবস্থায় আমি আপনাকে নষ্ট করছি।””

গবেষকদের নিকট এটি প্রমাণিত যে, জীবনের শুরু সময়কার প্রভাব বাকি জীবনে পড়ে। নিজের ব্যাপারে সন্তানের উপলব্ধি তৈরি হবে আপনার ব্যবহার থেকে । আপনি তাকে এই অনুভূতি দিন যে, সে একজন ভালো ছেলে । তার

________________________________
তুহফাতুল মাওদুদ বি আহকামিল মাওলুদ লি ইবনিল কাইয়িম, পৃ. : ১৩৯।

মাঝে আপনার ভালোবাসার উপলন্ধি তৈরি করুন, তাহলে সে খুব দ্রুতই এই চিন্তা করবে যে, সে একজন ভালো ও সম্মানিত মানুষ । কিন্তু আপনি যদি তার সাথে ধৈর্যের পরিচয় দিতে না পারেন এবং দিবারাত্রি তাকে ভর্সনা আর তিরক্কার করতে থাকেন, তাহলে তার মাঝে এই উপলব্ধি তৈরি হবে যে, সে
একটি খারাপ ছেলে । ফলে খারাপ হিসেবেই সে গড়ে উঠবে। তার মাঝে মন্দ চিন্তা তৈরি হবে । আর এই চিন্তা তাকে ধ্বংস ও বিপর্যয়ের দিকে নিয়ে যাবে, না হয় অবাধ্যতা ও হঠকারিতার দিকে ঠেলে দেবে।

যদি সে কোনো অপছন্দনীয় কাজ করে, তাহলে তাকে বুঝান যে, সন্তাগতভাবে তার মাঝে কোনো দোষ নেই; বরং দোষ হলো তার আচরণে । মানুষ হিসেবে তার মাঝে কোনো ক্রটি নেই।

এখানে গুরুত্ৃপূর্ণ একটি বিষয় হলো, পিতামাতাকে বুঝতে হবে যে, তারা কীভাবে প্রেহ ও সহনশীলতার সাথে সন্তানের অনুভূতির প্রতি খেয়াল রেখে তাদের সাথে কথা বলবেন। পিতামাতার আচরণ সব সময় নির্ধারিত কিছু নীতির ওপর ভিত্তি করে হবে। গতকাল আপনার সন্তানকে যে কাজের জন্য ধমক দিয়েছেন, সে কাজের জন্য আজ তার প্রশংসা করবেন না। আবার যে কাজে গতকাল প্রশংসা করেছেন, সে কাজে আজ ধযকাবেন না । সন্তানকে যে
কাজ থেকে বিরত রাখতে চান, সে কাজ কখনো নিজে করবেন না।

ভালোবাসা ছাড়া শিশুদের তরবিয়ত পূর্ণতা পাবে না। সুতরাং শিশুদেরকে ভালোবাসার ব্যাপারে যত্ুশীল থাকুন। তবে এই ভালোবাসা যেন কৌশলের সাথে হয়। ভালোবাসার অর্থ এই নয় যে, শিশুদের বাড়ির কাজ বা স্কুলের কাজের ব্যাপারে ছাড় দেওয়া হবে। রাসুল গণ কর্তৃক সাহাবিদের ভালোবাসা
তাদেরকে দায়িত্ব পালনের কষ্ট থেকে বারণ করেনি বা জিহাদের ময়দানে গমনয থেকে বিরত রাখেনি ৷ ওহে পিতামাতা, সন্তানদের সব সময় বকাবকি করা এবং তাদেরকে সব বিষয়ে তিরস্কার না করার বিষয়টি খেয়াল রাখুন । শিশু কোনো
যন্ত্র নয় যে, আমরা যেভাবে ইচ্ছা তাকে পরিচালনা করব ।

অনেক সময় মা তার অমনোযোগী সন্তানদের ভর্ঘসনা করতে করতে বিরক্ত হয়ে যান। বাচ্চারা পরম্পর ঝগড়া অথবা প্রতিবেশী সন্তানদের সাথে সমস্যা করতেই থাকে। মা যখন ধৈ্য হারিয়ে ফেলেন, তখন এ কথা বলে তাদের ধমকান যে, অপেক্ষা কর; তােদের বাবা কাজ থেকে ফিরে আসুক। তিনিই তােদের শিক্ষা দেবেন। এদিকে বাবা যখন ক্লান্ত দেহে বাড়ি ফিরেন, তখন তার বিশ্রাম ও প্রশান্তির প্রয়ােজন হয়। 

কিন্তু তিনি ঘরে প্রবেশ করামাত্রই স্ত্রী সন্তানদের সমস্যাগুলাে তার সামনে এভাবে তুলে ধরেন : আমি একাকী সন্তানদের ভার বহন করতে সক্ষম নই। আপনাকেও কিছু করতে হবে। আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত তাকদিরের কথা ভুলে যাওয়া উচিত নয়। অনেক সময় বাবা-মা সন্তানের তরবিয়তের ক্ষেত্রে অনেক চেষ্টা করেন; কিন্তু চেষ্টায় সফল হতে পারেন না। 

প্রিয় ভাই, আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না এবং আপনার সন্তানদের জন্য দুআ করতে ভুলবেন না। সাওবান এ থেকে বর্ণিত, 
তিনি বলেন, রাসুলুল্লাহ বলেছেন : إ الرجلَ ليحرم الرزق بالذئب يصيبه، ولا يرد القدر إلا بالدعاء، ولا يزيد في ألعمر إلا البر নিশ্চয় বান্দা রিজিক থেকে বঞ্চিত হয় সে গুনাহের কারণে, যাতে সে আক্রান্ত হয়েছে। আর দুআর মাধ্যমেই তাকদির ফিরিয়ে দেওয়া যায় এবং সদাচরণই হায়াত বৃদ্ধি করে।

২ রাসুলুল্লাহ বলেন : لا دعواعلى أنفيِكم، ولا تدعوا على ألادكُمْ
তােমরা নিজেদের বিরুদ্ধে বদদুআ করাে না এবং তােমাদের সন্তানদের বিরুদ্ধেও বদদুআ করাে না। 

দাউদ বলেন, আপনি আমার ছেলের জন্য তেমন হয়ে যান, যেমন আমার জন্য হয়েছেন। আল্লাহ তাআলা তাঁর কাছে ওহি প্রেরণ করলেন, 
হে দাউদ, তােমার ছেলেকে বলে দাও, সে যেন আমার জন্য তেমন হয়ে যায়, যেমন তুমি আমার জন্য হয়েছ তাহলে আমি তার জন্যও তেমন হয়ে যাব, তােমার জন্য হয়েছি। যেমন সুতরাং আপনি আপনার সন্তানের হাত ধরে আল্লাহর দিকে নিয়ে যান এবং তাদেরকে আল্লাহ ও তাঁর রাসুলের ভালােবাসার ওপর গড়ে তুলুন। তাদের হৃদয়ে আল্লাহভীতির বীজ বপন করুন। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন যেন তারা আপনাদের অনুগত থাকে, সে জন্য তাদের সাহায্য করুন। 

সব সময় স্মরণ রাখবেন, আপনার সন্তানরা হলাে আপনার কাছে আমানত এবং খুব অল্প সময় পরই তারা আপনার ঘর পরিত্যাগ করবে। সুতরাং তাদের তরবিয়ত এবং নির্দেশনা প্রদানে যত্নশীল হােন। আপনার মনােযোগ ও সময় তাদের জন্য ব্যয় করুন। তাদের শ্বাস-প্রশ্বাসগুলাে অধ্যয়ন করুন এবং তাদের ব্যক্তিত্ব বুঝুন। কারণ, এটি তাদের তরবিয়তের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। কঠিন কোনাে পরিস্থিতির শিকার হলে মনে করবেন যে, খুব দ্রুতই তা কেটে যাবে। আর যদি সুখময় কোনাে সময় পার করেন, 
তাহলে সন্তানদের মাঝে তা বণ্টন করে দিন। তাদের সাথে নিজের জীবনকে উপভােগ করুন এবং নিজের কাজকেও উপভােগ করুন। তাদের ব্যাপারে অমনােযােগী হবেন না। যদি আপনি তাদের ব্যাপারে উদাসীন হয়ে যান, তাহলে এমন কিছু ঘটবে, যা ধারণাতীত। আর সে সময় লাঞ্ছনা থেকে মুক্তির কোনাে পথ থাকবে না। 

আরবরা বলে : الطفل أبو الرجل - শিশু হলাে ব্যক্তির বাবা। 

অর্থাৎ আমাদের প্রতিটি সন্তানের মাঝে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ভবিষ্যতে সে যে ব্যক্তিতে পরিণত হবে, তার নিদর্শন বহন করে।

ইমাম গাজালি বলেন : শিশু যদি তার বেড়ে ওঠার সময় অবহেলিত হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে মন্দ চরিত্রের অধিকারী, মিথ্যুক, হিংসুক, চোর, চোগলখাের ও পরনিন্দাকারী হয়ে থাকে। অনর্থক কথা, হাসি-তামাশায় লিপ্ত হয়ে পড়ে। তবে এসব থেকে বাঁচা যায় উত্তমভাবে আদব শিক্ষাদানের মাধ্যমে। পিতামাতার জন্য আবশ্যক হলাে, শিশুর শ্রেষ্ঠত্বের সম্মানে বিনয়ী হওয়া। তাদের বুঝতে হবে যে, শিশুর কথা হলাে বাদশাহের কথার মতাে। উপলব্ধি করতে হবে, যে আজ তার সামনে শিশু হয়ে ঘুমিয়ে আছে, সে-ই সামনের ভবিষ্যৎ। যে তার সামনে এখন খেলাধুলায় লিপ্ত, সে-ই ইতিহাস। আমার ভাই ও বন্ধু উসতাজ আদনান আস-সাবিয়ি বলেন : ওহে পিতামাতা, আপনাদের সন্তানরা সবচেয়ে মূল্যবান মানুষ। এমনটিই আপনারা বলবেন। 

তবে এই কথাকে কাজের মাধ্যমে শক্তিশালী করবেন। আপনারা কি খেয়াল করেননি যে, অধিকাংশ মানুষ সুন্দর কথা এবং সুন্দর ব্যবহার লুকিয়ে রাখে অপরিচিত লােকদের সামনে বলার জন্য। কিন্তু এর কিয়দাংশও সে তার সন্তান ও স্ত্রীদের সামনে পেশ করতে পারে না। অথচ তার সুন্দর কথা ও উপযুক্ত ব্যবহার পাওয়ার অধিক যােগ্য হলা তার পরিবার। 

কবি বলেন : خير ما ورث الرجال بنيهم أدب صالح وحسن ثناء هو خير من الدنانير والأوراق في يوم شدة أو رخاء تلك تفنى والدين والأدب الصا لح لا يفنيان حتى ال لقاء 

[আজ কত মা – বাবা আছেন , সন্তানকে নিয়ে খুব দুশ্চিন্তায় ভোগেন ! সন্তান যাচ্ছেতাই করে চলেছে , মা – বাবার কথাকে মোটেও গ্রাহ্য করে চলে না । মাদকে ঝুঁদ হয়ে তারা মারাত্মক সব অপরাধে জড়িয়ে পড়ছে আর বিষিয়ে তুলছে মা – বাবার জীবন ! পত্রিকার পাতা খুললেই দেখি , বখাটে সন্তানদের অপরাধের নানান ফিরস্তি ! দেখি , তাদের মা – বাবার লজ্জিত মুখ আর আফসোস – ধ্বনি !! কিন্তু কেন … ? কারণ , ছোটবেলায় সন্তানদের যেভাবে সঠিক তরবিয়তে গড়ে তোলা উচিত ছিল , সেভাবে তা করা হয়নি । যার ফলে মা – বাবাকে এমন তরবিয়তহীন সন্তানদের নিয়ে নানান পেরেশানি পোহাতে হচ্ছে!

পক্ষান্তরে সঠিক তরবিয়তে বেড়ে ওঠা সন্তানদের নিয়ে মা – বাবারা বেশ গর্ব করেন ; সন্তানদের উত্তম কর্মে উজ্জ্বল হয় তাদের মুখ ।… প্রিয় পাঠক , কীভাবে সন্তানদের উত্তম তরবিয়তে গড়ে তোলা যায় , সন্তান প্রতিপালনের এমন শিক্ষণীয় বেশ কিছু দিক – নির্দেশনা দিয়েই উসতাজ হাসসান শামসি পাশা থরে থরে সাজিয়ে তুলেছেন তার অনবদ্য উপহার: সন্তান গড়ার সোনালি পাথেয়]

[TAG]

সন্তান গড়ার কৌশল বই pdf
সন্তান গড়ার ১১০ টিপস
নিজের সন্তানকে চড় মারতে শিখুন pdf
প্যারেন্টিং নিয়ে বই
প্যারেন্টিং pdf
নিজের সন্তানকে চড় মারতে শিখুন pdf download
সন্তানের অধিকার pdf
আদর্শ সন্তান গড়ার উপায় ও সন্তানের অধিকার
প্যারেন্টিং
আপনি কি মা হতে চলেছেন pdf
কুররাতুন আইয়ুন pdf download
মিউজিক শয়তানের সুর pdf
নবীজির সংসার pdf
বিপদ যখন নিয়ামত pdf

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ