লেখক : ডা. নিশাত তামমিম
প্রকাশনী : সন্দীপন প্রকাশন
বিষয় : হাদিস বিষয়ক আলোচনা, শিশু কিশোরদের বই
পৃষ্ঠা : 32, কভার : পেপার ব্যাক
ভাষা : বাংলা
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 5 March প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।
আজকের যুগের বাচ্চারা দ্বীনের শিক্ষায় যে পিছিয়ে আছে তার একটা মৌলিক কারণ সকাল বেলার মক্তব বন্ধ হয়ে যাওয়া। মক্তবগুলোতে কুরআন-হাদীস ছাড়াও ইসলামের মৌলিক ধারণা, ইসলামি সামাজিক রীতিনীতি, আদব-কায়দা এসব শুরুতেই শিখে যেত ছোট সোনামণিরা। মক্তব চালু না থাকায় এসবও আর হয়ে উঠছে না।
কিন্তু তাই বলে কি আমাদের বাচ্চারা এসব শিখবে না? চিরদিন বঞ্চিতই থেকে যাবে?
না, আমরা তা হতে দিতে পারি না। তাই সে উদ্দেশ্যকে সামনে রেখে ছোটদের জন্যে বাছাই করা ৫০ টি হাদীসের সংকলন নিয়ে এসেছি আমরা। হাদীসগুলোকে ছোটদের উপযোগী করে শিক্ষা সহকারে রঙিন ও ঝকঝকে ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এক মলাটেই ইসলামের মৌলিক ব্যাপারগুলো সহ আদব-আখলাক বিষয়ক হাদীসগুলোও বাচ্চারা জানতে পারবে, ইন শা আল্লাহ।
ছোট শিশুদের মন-মগজে দ্বীনের সঠিক বুঝ তৈরিতে কুরআন-হাদীসের বিকল্প কিছুই নেই। তাই চলুন, তাদেরকে নববি জ্ঞানের খোঁজ দেই।
শিশুদের চারিত্রিক ও মানসিক গঠনে ‘ছোটদের ৫০ হাদীস’ মক্তবের শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হবে, ইন শা আল্লাহ।
হাদীস নং ২৪
আমরা অনেকেই ছোট বাচ্চাদের কোমরে বা পায়ে ঘণ্টা বা ঘুঙুর লাগিয়ে থাকি। কিন্তু এটা ঠিক না । এই ঘণ্টা বা ঘুঙুরকে হাদীসে শয়তানের বাঁশি বলা হয়েছে। নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الجرس مزامير الشيطان
অর্থ : ঘণ্টা হলো শয়তানের বাঁশি। (মুসলিম, ৫৩৬৬)
তাই, ছোটদের শরীরে এসব ঘণ্টা লাগানো উচিত নয়। তোমরা কখনোই শরীরে এসব ঘণ্টা লাগাবে না।
স্মার্ট মানুষ মাত্রই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। তা ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الطهور شطر الإيمان
অর্থ : পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। (বুখারি ও মুসলিম)
বন্ধুরা, তোমরাও সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। তা হলে তোমাদের শরীর-মন সবকিছুই ভালো থাকবে ইনশাআল্লাহ।
হাদীস নং ২৬
ঈমানের সত্তরটির অধিক শাখা রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে লজ্জা। নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الحياء شعبة من الإيمان
অর্থ : লজ্জা ঈমানের একটি শাখা। (বুখারি ও মুসলিম)
লজ্জা হলো মুসলিমদের ভূষণ। যার লজ্জা নেই, তার ঈমান ধ্বংসের মুখে পতিত হয়।
বন্ধু নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ যাকে ভালোবাসে তার সাথেই সময় কাটাতে পছন্দ করে। আর যার সাথে তার ঘনিষ্ঠতা বেশি, আখিরাতে তারা একসাথে থাকবে। নবিজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
المرء مع من أحب
অর্থ : মানুষ যাকে ভালোবাসে, সে (পরকালে) তারই সঙ্গী হবে। (বুখারি ও মুসলিম)
তোমরা সবসময় নেককারদের সাথে বন্ধুত্ব করবে। অসৎ সঙ্গ এড়িয়ে চলবে।
হাদীস নং ২৮
আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ হাদীস শিখব। নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
بلغوا عني ولو آية
অর্থ : আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। (বুখারি, ৩৪৬১)
নবিজি তাঁর কথাগুলো অন্যদের মাঝে প্রচার করতে বলেছেন। তোমরাও যেসব হাদীস শিখবে, সেগুলো তোমাদের বন্ধুদের মাঝে প্রচার করে দেবে। মনে থাকবে?
আমরা সবাই নবিজির উম্মত। কিন্তু আমরা কেউ যদি মানুষকে ধোঁকা দিয়ে বেড়াই, তা হলে আর নবিজির উম্মত থাকতে পারব না। নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
من غش فليس مني
অর্থ : যে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত নয়।
(মুসলিম, ১০২)
তোমরাই বলো, নবিজির উম্মত থেকে বের হয়ে গেলে তোমরা কি জান্নাতে যেতে পারবে? কক্ষনোই না। তাই বন্ধুরা, তোমরা কখনোই কাউকে ধোঁকা দেবে না।
আরো পড়তে অথবা দেখতে :- অনুগ্রহ করে Hardcopy ক্রয় করুন | we Respect Every Author Hardwork-boipaw team
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....