হিজাব -আনিকা রাইশা হৃদি | হিজাব সম্পর্কিত কবিতা

কবিতা-হিজাব
আনিকা রাইশা হৃদি 

image


হিজাব আমার অহংকার হিজাব আমি পড়বোই।
হিজাবের জন্য লড়াই আমি জীবন দিয়েও করবোই।
আমার ধর্ম আমার অধিকার। 
আমি মুসলিম, হিজাব আমার অলংকার। 

তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি।
জীবনের চেয়ে ধর্ম আমার অনেক বেশি দামি।
বাঁধা দেইনি আমরা তোমাদের, তোমরা কেন দিচ্ছো?
লড়াই করে কেন আমাদের অধিকার কেড়ে নিচ্ছো?

আমি মুসলিম, আমি নারী, আমি প্রতিবাদী। 
আমার ভূষণ, আমার পোশাক পরার আমি একচ্ছত্র অধিকারী। 
হিজাব আমার পরিচয়, হিজাব আমার আত্মসম্মানের অংশ।
হিজাবে আঘাত করলে করে দিতে পারি সব ধ্বংস। 

আমার ধর্ম, আমার অধিকারে আঘাত করলে গর্জে আমি উঠবোই।
ঝড়ের চেয়েও অধিক বেগে লড়বো আমি, লড়বোই।
হিজাব কোনো কাপড়ের টুকরো নয়, হিজাব আমার সত্তার পরিচয়।
হিজাবের জন্য যুদ্ধে নামবো, এই আমি দৃঢ় প্রতিজ্ঞায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ