জন্ম মৃত্যুর সিগনেচার - লেখক : মুসা আল হাফিজ | Jonno Mitrur Signature By Musa Al Hafiz

জন্ম মৃত্যুর সিগনেচার
লেখক : মুসা আল হাফিজ
প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন
বিষয় : ইসলামি বিবিধ বই
পৃষ্ঠা : 128
ভাষা : বাংলা।
Image



স্বতঃস্ফূর্ত ভাবনা ও সতেজ অভিব্যক্তিতে টইটম্বুর একটি চিত্তের জাগর উদ্ভাসন ‘জন্ম-মৃত্যুর সিগনেচার।’ সত্য যেখানে ধ্রুব। ন্যায় যেখানে অন্বিষ্ট। প্রেম যেখানে প্রপূর্ণ। বিশ্বাস যেখানে প্রোথিত। প্রশ্নশীল আত্মার শান্ত শামিয়ানাটি যেখানে মুক্ত উদ্বেল ও অবারিত এবং ঐকান্তিক অভিজ্ঞানে উন্মোচিত।
.
এই গ্রন্থের উচ্চারিত প্রতিটি ধ্বনি আপনাকে নিয়ে যাবে পুনর্বার স্বয়ং আপনার কাছেই। যে আপনি সত্যি ঘুমিয়ে আছেন অথবা জেগে থেকেও আরো বিস্ময়কর আলস্যের সুষুপ্তিতে খেইহীন দিগ্সন্ধানী অথচ স্বপ্নশীল উত্তাল উন্মাতাল; তাই এই বই আপনার জন্য একটি অভাবিতপূর্ব জীয়নকাঠি। প্রিয় পাঠক, আপনি জ্বলে উঠবেন এবং আপনাকে জ্বলে উঠতেই হবে এর মর্মবাণীর সৌম্যস্পর্শে।
.
এ বই আপনার মর্মলোকের শেকড়ে পানি সিঞ্চন করে। যার সুফল পেতে থাকবে জীবনভাবনার প্রতিটি ডাল-পালা। ফলে এ বইকে কোনো এক বিষয়ের গ্রন্থ হিসেবে চিহ্নিত করা যায় না। কারণ জন্ম-মৃত্যুর মাঝখানে আমাদের বোধ ও বুদ্ধি এবং হৃদয় ও মনকে সে আলোকিত করার প্রদীপ জ্বালায়। কেননা, এ বইয়ের প্রতিটি পঙক্তি একেকটি উজ্জ্বল প্রদীপ।
শিক্ষা ও মূর্খতা

জানতে চাইলাম, ছেলেটিকে কেন লেখাপড়া শেখান না? তিনি বললেন, শিক্ষা ব্যয়বহুল। অনেক টাকাপয়সা খরচ হয়ে যায়। আমি বললাম, মূর্খতা তো আরও ব্যয়বহুল। জীবনের পুরোটাই খরচ হয়ে যায়।

সীমানা

প্রশ্ন: শব্দ ও চোখের সম্পর্ক (রসায়ন) কেমন? উত্তর: শব্দ যে জায়গায় গিয়ে আর বলতে পারছে না, চোখ সেখানেও কথা বলতে পারে।

অনৈতিক সঙ্গ

প্রশ্ন: একাকিত্ব দূর করে মনের আনন্দের জন্য অনৈতিক সম্পর্ককে যারা অবলম্বন করে, তারা আসলে কী করে?

উত্তর: তারা তৃষ্ণা নিবারণের জন্য মনের অজান্তে বিষের পেয়ালা (হেমলক) পান করে।

ফেরাউনি ধারা

প্রশ্ন: উদ্ধৃতদেরকে কেন উপরে উঠতে দেওয়া হয়?

উত্তর: তারা যেন নিজেদের ফেরাউন ভাবতে শুরু করে।

প্রশ্ন: নিজেদের ফেরাউন ভাবার সুযোগ কেন তাদের করে দেওয়া হয়? উত্তর: সলিলসমাধির মাধ্যমে পরবর্তী ফেরাউনদের জন্য যেন তাজা সবক হয়ে থাকে।

প্রশ্ন: এক ফেরাউনের পতনের মাঝে আরেক ফেরাউনের জন্য কী শিক্ষা থাকে?

উত্তর: বেশি বাড়বি না। তোর পতনও ঠিক এভাবেই আসবে।

প্রশ্ন: ফেরাউনরা তবু এভাবে আসতে থাকে কেন?










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ