আত্মসমালোচনা পিডিএফ ডাউনলোড করুন - মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ এর বই।
মনের হিসাব গ্রহণ মুমিনদের চলার পথ; তাওহীদপন্থিদের চিহ্ন বা প্রতীক এবং আল্লাহর বিনীত ব্যক্তিদের পরিচয় ৷ ফলে যে মুমিন তার রবকে সমীহ করে চলে, নিজের কথা ও কাজের হিসাব নেয় এবং তার পাপের জন্য স্বীয় রবের নিকট ক্ষমা প্রার্থনা করে সে জানে মনের বিপদ ভয়ানক, তার রোগ ব্যাধি মারাত্নক, তার চক্রান্ত ভয়াবহ এবং তার অনিষ্টতা ব্যাপক ও বিস্তৃত ৷
মন প্রতিনিয়ত মন্দের আদেশ দেয়, কুপ্রবৃত্তির দিকে ধাবিত করে, অজ্ঞতার দিকে ডাকে, ধ্বংসের দিকে টেনে নিয়ে চলে এবং অন্যায় ক্রীড়া কৌতুকে মত্ত করে ৷ তবে আল্লাহ যার উপর দয়া করেন সে তার খপ্পর থেকে আত্মরক্ষা করতে পারে ৷ সুতরাং, মনকে তার প্রবৃত্তির হাতে ছেড়ে দেওয়া যাবেনা ৷ তাহলে, সে তাকে আল্লাহর অবাধ্যতার দিকে ঠেলে দেবে ৷ যে প্রবৃত্তির দাসত্ব করে প্রবৃত্তি তাকে কুপথে নিয়ে যায়, কুরুচিপূর্ণ কাজের দিকে তাকে আহ্বান জানায় এবং নানান নিন্দনীয় কাজে তাকে লিপ্ত করে ৷
এজন্য মানুষের উচিত, আল্লাহর দরবারে এমন হওয়ার আগে নিজেই নিজের ওযন করা, তার নিকট হিসেব দেওয়ার আগে নিজেই নিজের হিসেব নেওয়া এবং আল্লাহর সামনে নিজেকে তুলে ধরার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করা ৷ মানুষের নিজের হিসাব নিজে গ্রহণে সম্পর্কে যত কথা বলা হয়েছে তার সম্পর্কে আত্মসমালোচনা বইয়ে খুব সুন্দরভাবে সকল কিছু তুলে ধরা হয়েছে ৷
পুস্তিকাটি মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদের "অন্তরের আমল" সম্পর্কিত রচিত বারটি বইয়ের মাঝে শেষ রচিত বই ৷
বইটি ডাউনলোড করতে
[ এখানে ক্লিক করুন ]
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....