অভাজন - ফিওদর দস্তয়েভস্কি
অনুবাদ : ননী ভৌমিকপ্রচ্ছদপট ও মুদ্রণ পরিকল্পনা : ভেনিয়ামিন ভাসভ
প্রকাশনা : বিদেশী ভাষায় সাহিত্য প্রকাশালয় (মস্কো)
প্রকাশকাল : ?
পৃষ্ঠা সংখ্যা : ২৯৮
আয়তন : ১৬.৯ মে. বা.
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : অরুণ সোম, ইরফান সিদ্দিক (প্রচ্ছদ)
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত, ইরফান সিদ্দিক (প্রচ্ছদ)
প্রসেস করেছেন : সৌরদীপ সিনহা, নির্জন সেন (প্রচ্ছদ)
অরুণ সোম-এর বইটি এত বেশি পুরোনো অবস্থায় আমাদের হাতে এসেছিল যে, প্রচ্ছদের রঙ বোঝা প্রায় অসম্ভব ছিল। বাংলাদেশের ঢাকা থেকে কাজি রাশেদ আব্দাল্লাহ আমাদের অনুরোধে তাঁর সংগ্রহের বইটির প্রচ্ছদ একবার ছবি তুলে পাঠান। পরে রীতিমতো স্ক্যান করেও পাঠান। সেসব দেখে সৌরদীপের সংস্কার করা প্রচ্ছদটিতে রঙ দিয়ে ফরিদ আক্তার পরাগ অবশেষে প্রচ্ছদটির সংস্কার সম্পন্ন করেন। কিন্তু এরপর ঢাকা থেকে ইরফান সিদ্দিক নিজের বইটির প্রচ্ছদ স্ক্যান করে পাঠালে দেখা যায় আগের গুলিতে রঙ জ্বলে যাওয়ার কারণে সঠিক রঙ বোঝা সম্ভব হয় নি। অবশেষে ইরফান সিদ্দিকের পাঠানো স্ক্যান প্রসেস করে নির্জন সেন বর্তমান বইয়ের প্রচ্ছদটি উপহার দিলেন পাঠকদের।
বিনামূল্যে ডাউনলোড করুন (সম্পূর্ণ বইটি)
ধার দিয়েছেন : অরুণ সোম, ইরফান সিদ্দিক (প্রচ্ছদ)
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত, ইরফান সিদ্দিক (প্রচ্ছদ)
প্রসেস করেছেন : সৌরদীপ সিনহা, নির্জন সেন (প্রচ্ছদ)
অরুণ সোম-এর বইটি এত বেশি পুরোনো অবস্থায় আমাদের হাতে এসেছিল যে, প্রচ্ছদের রঙ বোঝা প্রায় অসম্ভব ছিল। বাংলাদেশের ঢাকা থেকে কাজি রাশেদ আব্দাল্লাহ আমাদের অনুরোধে তাঁর সংগ্রহের বইটির প্রচ্ছদ একবার ছবি তুলে পাঠান। পরে রীতিমতো স্ক্যান করেও পাঠান। সেসব দেখে সৌরদীপের সংস্কার করা প্রচ্ছদটিতে রঙ দিয়ে ফরিদ আক্তার পরাগ অবশেষে প্রচ্ছদটির সংস্কার সম্পন্ন করেন। কিন্তু এরপর ঢাকা থেকে ইরফান সিদ্দিক নিজের বইটির প্রচ্ছদ স্ক্যান করে পাঠালে দেখা যায় আগের গুলিতে রঙ জ্বলে যাওয়ার কারণে সঠিক রঙ বোঝা সম্ভব হয় নি। অবশেষে ইরফান সিদ্দিকের পাঠানো স্ক্যান প্রসেস করে নির্জন সেন বর্তমান বইয়ের প্রচ্ছদটি উপহার দিলেন পাঠকদের।
বিনামূল্যে ডাউনলোড করুন (সম্পূর্ণ বইটি)
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....