কারাগার থেকে বলছি pdf -আল্লামা মামুনুল হক | Karagar Theme Bolce by Allama Mamunul Haque

কারাগার থেকে বলছি পিডিএফ ডাউনলোড করুন সম্পূর্ণ ফ্রিতে - আল্লামা মামুনুল হকের বই ও তার বর্তমান অবস্থা সম্পর্কে জানুন।

বই: কারাগার থেকে বলছি
লেখক : মাওলানা মামুনুল হক
প্রকাশনী : বিশ্বকল্যাণ পাবলিকেশন্স 
পৃষ্ঠা : ১৮৯
প্রকাশকাল : সেপ্টেম্বর ২০১৩
গায়ের মূল্য : ২০০

পড়লাম "কারাগার থেকে বলছি"
যারা কোনো দিন কারাভোগ করেননি,কারাগার জীবন সম্পর্কে কৌতুহল বোধ করেন।নানা রকম প্রান্তিক ধারণা মানুষের আছে এই কারাগার তথা জেলখানা সম্পর্কে। সে যাই হোক,কারাজীবন যে মুক্ত জীবন থেকে ব্যতিক্রম,এ ব্যাপারে সবার ধারণাই অভিন্ন।
কারাগার জীবন বিচিত্র অভিজ্ঞতার জীবন।নানাজনের নানা অনুভূতি থাকে এ জীবনের অভিজ্ঞতা বিষয়ে।যারা লেখক, কবি-সাহিত্যক বা ভাবুক তারা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে বড় বড় গ্রন্থও রচনা করেন।কারাজীবনের কাহিনী নিয়ে রচিত গ্রন্থের সংখা কম হবে না।

"কারাগার থেকে বলছি" বইটিতে তার গ্রেফতারের পূর্বের পরিস্থিতি থেকে বর্ণনা রয়েছে। তাকে কিভাবে গ্রেফতার করা হয়েছে এবং কবে কোন জেলে রাখা হয়েছে ইত্যাদি বিভিন্ন বিষয়ের বর্ণনা রয়েছে বইটিতে। বাংলাদেশের কারাগারের পরিস্থিতি কেমন এবং কিভাবে সেখানে জীবন অতিবাহিত হয় এসম্পর্কে জানা যাবে বইটি থেকে। এছাড়াও বিভিন্ন চিন্তাধারার মানুষ একই জায়গায় নিজেদের মধ্যে কিভাবে সমন্বয় রেখে কারাগারে থাকে তার বর্ণনা রয়েছে বইটিতে। বাংলাদেশের কারাগারগুলোতে রিমান্ডের নামে কী চলে তার ভয়াবহ কিছু বিবরণ তুলে ধরেছেন "কারাগার থেকে বলছি" বইটিতে। কারাগারের ভিতরের অবস্থা জানতে বইটি পড়তে পারেন।

"মুমিনের জীবন জেলখানার ন্যায়" বলেই আমরা জানি৷ দুনিয়ার মাঝে চলা অশালীন কর্মকান্ড, অনৈতিক কর্মকান্ড, ইসলামে নিষিদ্ধ কর্মকান্ডের মাঝে আমাদের জীবনযাপন করতে হয়৷ আর এ কারনেই একজন মুমিনকে তাই নিজেকে হেফাজত করে, সংযত রেখে, চারিপাশে অদৃশ্য দেয়াল তৈরি করে তারই মাঝে প্রতিনিয়ত বসবাস করে যেতে হয়৷


এরপরেও নানাবিধ কারনে চোখ উচুঁ করে, অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে বন্দী হতে হয় সত্যিকারের জেলখানায়! তেমনই এক জেলখানায় বন্দি জীবন যাপনের কথাগুলো উঠে এসেছে বাংলার জনপ্রিয় মুফতি, মরহুম আল্লামা শাইখ আযিযুল ইসলাম (রহঃ) এর ছেলে, আল্লামা মামুনুল হক সাহেবের লেখনীতে৷


একজন জনপ্রিয় আলেম, একজন দায়ির জেলখানার জীবন ও পারিপার্শ্বিক পরিস্থিতি সুনিপুনভাবে ফুটে উঠেছে এতে৷

কেন কারাবরণ ? কিভাবে বন্দি ? কারাগারের সঙ্গীদের আচরণ, পুলিশের আচরণ ও কারাবস্থায় জানা সত্যগুলো একত্রে তুলে এনেছেন এ বইটিতে৷

"জেলখানা থেকে বলছি" বইটি পড়বার সময় পাঠক নিজেকে মনে করবেন লেখকের স্থলে৷ আপন চোখ দিয়ে প্রতিটি দৃশ্য দেখার, আপন অন্তর দিয়ে উপলব্ধি করার অনুভূতি অনুভূত হবে৷

কারাগারের কয়েকদিদের কষ্টের জীবনের প্রতিচ্ছবির, কারাগারে থেকে কতটা অসহায় জীবন যাপন করতে হয় অনেককে, কতজনের পরিবার আর যোগাযোগ রাখেনা, তা কষ্ট কলমে আল্লামা মামুনুল হক তুলে ধরেছেন৷


তার সাথে জেলখানার কয়েদিদের আচরণ, জেলার ও জেলপুলিশদের আচরণ ইত্যাদি বিষয়ও তুলে এনেছেন তিনি৷

কেবল মামুনুল হক সাহেবের শুভাকাংখী বা অনুসরণকারীদের জন্যই কেবল নয়; বরং প্রতিটি অনুসন্ধানী মন এ বইটি পড়ে অনেক বিষয় সম্পর্কে অবগত হবেন৷

মানবসৃষ্ট দুনিয়ার জেলখানার পরিচয়, গতিপ্রকৃতি এক মলাটে পেয়ে যাবেন এখানেই!





বইটি ডাউনলোড করতে

[ এখানে ক্লিক করুন ]
কারাগার থেকে বলছি pdf -আল্লামা মামুনুল হক | Karagar Theme Bolce by Allama Mamunul Haque

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ