১৯৯২ সালে বইটির ২ য় সংস্করণ প্রকাশিত হয় । যে বইটি এখন ওয়েব সাইট- এ পরিবেশিত হয়েছে সেটি ঐ সংস্করণের ৫ ম মুদ্রণ ( ২০০৮ ) । একটি বাণিজ্য- সফল বইয়ের সম্পূর্ণ অংশ কোন মূল্য ছাড়াই ওয়েব সাইট - এ উন্মুক্ত করে প্রত্যক্ষভাবেই প্রকাশক কিছুটা আর্থিক ক্ষতি স্বীকার করে নিয়েছে । অন্যদিকে ওয়েব সাইট - এ মূলধারা ৭১ উন্মুক্ত করার পক্ষের কারণ দুটি । প্রথমটি হলো সারা বিশ্বের বাংলা প্রধানত ভাষাভাষি বৃহত্তর পাঠকের কাছে সম্পূর্ন বইটি সহজলভ্য করা ।
দ্বিতীয়টি হলো , এর ফলে নতুন করে বইটির উপর যে সব আলোচনা শুরু এই বইয়ের ইংরেজি সংস্করণ অন্য আরো বই রচনা হবে কাজে সহায়ক হতে পারে । এই বইতে স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ও তার আগে - পিছের তাৎপর্যময় ঘটনার বিশ্লেষন ও বর্ণনা আছে যা লেখা হয়েছিল ঐ সময়কার জাতীয় , আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিত গভীরভাবে গবেষণা ও অনুসন্ধান করে । বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে রাজনৈতিক , সামরিক ও কূটনৈতিক ঘটনাবলীর বস্তুনিষ্ঠ বর্ণনা এই বইটিকে করে তুলেছে একটি অনন্য দলিল ।
এটা এই লেখকের পক্ষে করা সম্ভব হয়েছে এ কারণে যে , তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বেশ কিছু কূটনৈতিক তৎপরতার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন । এবং প্রত্যক্ষভাবে না হলেও তিনি অনেক ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞাত ছিলেন ।
মূলধারা '৭১ প্রকাশের পর বিভিন্ন সূত্র থেকে , বিশেষ করে মার্কিন সরকার ও ইউএস লাইব্রেরি অব কংগ্রেস , সম্প্রতিকালে বেশ কিছু দলিলপত্র জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে । কাজেই এই বই এবং সম্প্রতিকালের দলিলপত্র অবলম্বন করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিষয়ে নতুন তথ্য , প্রসঙ্গ ও বিবেচনা উঠে আসার প্রচুর সম্ভাবনা রয়েছে । এ সম্ভাবনাও ক্ষীণ নয় যে , এই ওয়েব সংস্করণের ফলে বইটির আসন্ন ইংরেজি ভাষ্য পাঠকের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করবে ।
মহিউদ্দিন আহমেদ প্রকাশক ,
সমকালীন ইতিহাস বর্ণনার ক্ষেত্রে বর্ণনাকারীর রাজনৈতিক ভাবাবেগ ও প্রথম সংস্করণের ভূমিকা সমকালীন ইতিহাস বর্ণনার ক্ষেত্রে বর্ণনাকারীর রাজনৈতিক ভাবাবেগ ও পক্ষপাতিত্ব প্রায়শ এক সাধারণ সমস্যা । যদি কোন কারণে সেই ঐতিহাসিক ঘটনার সাথে বর্ণনাকারীর কিছু সংস্রব ঘটে , তবে আত্মপ্রকাশের প্রবণতাও একটি অতিরিক্ত সমস্যা হয়ে দাঁড়ায় ।
ফলে বিবরণ হারায় ঐতিহাসিক বস্তুনিষ্ঠতা । এই দ্বিবিধ বাধা অতিক্রমের জন্য যে নিরাসক্ত নিষ্ঠা ও সততা প্রয়োজন , তা সম্যক আয়ত্ত করার দাবী আমার নেই । তবে এই প্রয়োজন সম্পর্কে সচেতন ও যত্নবান থেকেছি বিনীতভাবে তার উল্লেখ রাখতে চাই । এই গ্রহ মুক্তিযুদ্ধের পরিকল্পনা , উদ্যোগ ও মূল ঘটনাধারাকে নিয়ে লেখা । স্বাধীনতা সংগ্রামের সময় প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের যে সব নীতি ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে আমি জড়িত হয়ে পড়েছিলাম এবং এই সংগ্রামের সাংগঠনিক পরিকল্পনা ও ব্যবস্হাপনার যে দিকগুলি সম্পর্কে আমি অবহিত ছিলাম , সেগুলিকে ভিত্তি করেই ১৯৭২ সালে এই গ্রন্থের সংক্ষিপ্ত রূপরেখা তৈরি করা হয় । পরে সেই ভিত্তির সমপ্রসারণ ঘটে ।
মূল ঘটনাপ্রবাহ ও তার জটিল বিস্তার অনুধাবনের পক্ষে সহায়ক হতে পারে , মুখ্যত এই বিবেচনা থেকে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির উল্লেখ এই গ্রন্থে করা হয়েছে । কাজেই সমগ্র কর্মকাণ্ডের অনুপাতে এগুলির আপেক্ষিক গুরুত্ব নগণ্য বলে মনে করা হলে আমার কোন আপত্তি নেই । মুক্তিযুদ্ধের ঘটনার ব্যাপ্তি বিশাল , উপাদান অত্যন্ত জটিল এবং অসংখ্য ব্যক্তির আত্মত্যাগ ও অবদানে সমৃদ্ধ । এই সমস্ত কিছুর উল্লেখ ও বিবরণ এই গ্রহের বর্তমান কলেবরে সম্ভব ছিল না । এর ফলে কারো অবদান খর্বিত বা অনুল্লেখিত হয়ে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং তজ্জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ।
একাত্তুরের সংগ্রামের মূল উপাদান ও তথ্যাদি যথাসম্ভব নির্ভুলভাবে , সঠিক পরিপ্রেক্ষিতে এবং সময় ও ঘটনার পারম্পর্য অক্ষুণ্ন রেখে উপস্হাপন করাই এই গ্রন্থের প্রয়াস । এই গ্রন্থের আলোচিত সময় ১৯৭১ - এর মার্চ থেকে ১৯৭২ - এর ১০ ই জানুয়ারীতে শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তনকাল পর্যন্ত । একাধিক কারণে এই সময়কে একটি অখণ্ড কাল হিসেবে আমি গণ্য করেছি । আগের ইতিহাসের সামান্য পটভূমি স্পর্শ করা ব্যতীত এই গ্রহের বর্ণনাকে উপরোক্ত সময়ের অনুশাসনে আবদ্ধ রাখার চেষ্টা করেছি । সম্ভবত এর ফলে এই সময়কে তার নিজস্ব আলোকে উপলব্ধি করা সহজতর হবে । ঘটনার চৌদ্দ বছর পর এই রচনা সমাপ্ত হতে চলেছে । দীর্ঘকালের ব্যবধানে স্মৃতি প্রায়শই অনির্ভরযোগ্য । কাজেই এই গ্রন্থ রচনাকালে অসমর্থিত স্মৃতিকে পরিহার করার যথাসম্ভব চেষ্টা করেছি ।
সৌভাগ্যক্রমে ১৯৭১ সালের ঘটনাবলীর বস্তুনিষ্ঠ মূল্যায়ন এবং সেই ভিত্তিতে মুক্তিযুদ্ধের বিষয়ে গ্রন্থ রচনার প্রথম উদ্যোগকালে , ১৯৭২ সাল থেকে পরবর্তী চার বৎসরে , বিক্ষিপ্তভাবে হলেও যে গবেষণার চেষ্টা আমি করেছিলাম তার ফলে দলিলপত্র , সাক্ষাৎকার , ব্যক্তিগত জার্নাল , মুদ্রিত তথ্য , ঘটনাপঞ্জি প্রভৃতি অনেক কাগজপত্র জমে ওঠে । এগুলি বিস্মৃতির ক্ষতিপূরণে বহুলাংশে সহায়ক হয়েছে ।
গত দু'বছরে এই গ্রন্থ রচনাকালে আরও কিছু নতুন তথ্য সংগৃহীত হয়েছে । গ্রন্থে পরিবেশিত তথ্যাদির সূত্র বা উৎস কোন কোন ক্ষেত্রে অনুল্লেখিত থাকলেও এগুলির সত্যতা ও নিরপেক্ষতা যতদূর সম্ভব পুনর্বার যাচাই করে দেখার চেষ্টা করেছি । তৎসত্ত্বেও যদি তথ্যের কোন ভুলভ্রান্তি থাকে তার দায়িত্ব একান্ত ভাবেই আমার । গ্রন্থের পাদটীকায় ‘ একান্ত সাক্ষাৎকার হিসাবে পরিবেশিত তথ্য ও অভিমতগুলি আজও অন্যত্র অপ্রকাশিত এবং বর্তমান রচনার জন্যই বিভিন্ন সময়ে সংগৃহীত ।
Muldhara 71 PDF Download Free Google Drive
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....