বই- সুবহে সাদিক পিডিএফ (আধ্যাত্নিক ও আত্নোন্নয়ন ভাবনা) লেখক-আল্লামা খুররম জাহ্ মুরাদ

বই- সুবহে সাদিক (আধ্যাত্নিক ও আত্নোন্নয়ন ভাবনা)
লেখক-আল্লামা খুররম জাহ্ মুরাদ
অনুবাদ-ড.আবু খলদুন আল মাহমুদ,
ড.শারমিন ইসলাম মাহমুদ
প্রথম সংস্করণ-ডিসেম্বর'২০১০
দ্বিতীয় সংস্করণ-জুলাই'২০১৪
মূল্য-১২০টাকা,

বইটির নামের মাঝেই বইটির বিশেষত্ব লুকায়িত।লেখকের কতগুলো ভাষণের ইংরেজী সংকলন 'In the Early Hours'-এর অনুবাদ বইটি।
বই- সুবহে সাদিক পিডিএফ (আধ্যাত্নিক ও আত্নোন্নয়ন ভাবনা) লেখক-আল্লামা খুররম জাহ্ মুরাদ


বইটির সূচীতে প্রথমে মূল ইংরেজী সংকলকের ভূমিকা দেয়া আছে।ভূমিকার কিছু কথা প্রণিধানযোগ্য-
'বস্তুত রাতের শেষভাগ হচ্ছে ভাবনা-চিন্তা এবং আত্নোন্নয়নের সবচাইতে সহায়ক/অনুকূল সময়।এই সময় মানুষের হৃদায় সবচাইতে মনোযোগী,সতর্ক,দুনিয়াবী চিন্তা থেকে মুক্ত থাকে।কুরআনে বর্ণিত হয়েছে,
'অবশ্যই জাগরণকাল এমন এক ক্ষণ যখন মানুষের মনোযোগ থাকে তীক্ষ্ণতর আর ভাষা/কথা হয় অধিকতর সুনির্দিষ্ট। '
                         (সূরা মুযাম্মিল)
                         বইটি মোট সাতটি অধ্যায়ে ভাগ করা হয়েছে।শেষে সারসংক্ষেপ ও সহপাঠ তালিকা দেয়া হয়েছে।
বইটি পুরোদস্তুর আত্নোন্নয়নমূলক,প্রতিটি অনুচ্ছেদদের কোন  না কোন অংশ অবশ্যই পাঠককে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে বলে আমার মনে হয়েছে
প্রতিটি অধ্যয়ে এমন  কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টপাত করা হয়েছে যেটাকে এক কথায় "Self remainder " বলা যায়।
প্রথম অধ্যায় 'আত্নোন্নয়ন প্রক্রিয়া'তে একটা বিষয় বলা হয়েছে-
'কেউ যদি সবসময় নিজের অক্ষমতার কথাই ভাবে এবং এর পক্ষে যে কোন অজুহাত দাঁড় করায় তবে তার পক্ষে কখনো সফল হওয়া সম্ভব হবে না।'

একবার একজন সাহাবী রাসূল(সাঃ) এর নিকট জানতে চাইলেন,নিজেকে পরিশুদ্ধ করার সর্বোত্তম উপায় সম্পর্কে।জবাবে রাসূল(সাঃ) বললেন,;তুমি সবসময় মনে রেখো যে আল্লাহ তায়ালা সর্বত্র তোমার সাথে আছেন।'
                           (তিরমিযী)
                           অনুভূতি নিয়ে কুরআন তিলাওয়াতের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে-
                           'যেখানে আগুন থাকবে সেখানেই ধোঁয়া থাকবে।যদি হৃদয়ের অভ্যন্তরে ঈমাণের আগুন থাকে তবে তার প্রকাশ্য ধুম্রউদগীরণ হবেই।আপনি লক্ষ্য করবেন যারা সত্যিকারভাবে কুরআন অধ্যয়ন করে তাদের চোখের পানিতে মুখ ভেসে যায়।আপনার কুরআন অধ্যয়নও তেমন জীবন্ত হতে হবে।'
ইবাদতে আন্তরিকতা সম্পর্কে বলা হয়েছে-
'আমাদের যে দিকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে তা হচ্ছে ইবাদতের উদ্দেশ্যের দিকে,তার বহিরাবরণের দিকে নয়।আমরা যত গভীর মনোযোগ সহকারে ইবাদতের বাহ্যিক পদ্ধতি তথা প্রটোকল অনুসরণ করি না কেন,সব ইবাদতের পেছনে আমাদের আন্তরিকতা ও নিয়তের বিশুদ্ধতাই আসল কথা।

অহংকার বিষয়ে বলা হয়েছে-
"যখনই আপনার মনে হবে যে আপনি বড় কিছু হয়েছেন,তখনই মনে করবেন যে, আপনার আধ্যাত্নিক মৃত্যু হয়েছে।কাজেই আপনার সকল সৎ এবং উত্তম প্রচেষ্টার সফল সমাপ্তি তখনই হবে যদি আপনি 'বিনয়ী' হতে পারেন।সবসময় মনে রাখবেন,যা কিছু আপনি অর্জন করেছেন সবই আল্লাহ তায়ালার দান,কোনটাই নিছক আপনার চেষ্টায় অর্জিত নয়।"

সর্বশেষ  'আল্লাহ তায়ালার সাথে সাক্ষাৎ ' অধ্যায়ে কুরআনের আয়াত এসেছে-
         'তিনিই মৃত্যু ও জীবন উদ্ভাবন করেছেন,যেন তোমাদের পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে সর্বোত্তম?'
                   (সূরা মুলক-২)
আসলে বইটি সংক্ষেপে লিখার কোন সুযোগ নেই,কারণ সংক্ষেপে লিখে বইয়ের মূল শিক্ষা প্রকাশ করা সম্ভব না।বইটির আধ্যাত্নিক ও আত্নোন্নয়নমূলক অংশ বইটিকে অন্যান্য বই থেকে পৃথক করেছে।একজন পাঠকের আত্নিক উন্নয়নে বইটি সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দিন।(আমিন)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ