বই- পশ্চিমাদের কন্ঠে শুনি ইসলামের জয়ধ্বনি |
‘পশ্চিমা সভ্যতা’র গড্ডলিকা প্রবাহে আমরা ভেসে চলেছি। ভাসিয়ে দিচ্ছি আমাদের তারুণ্য ও জীবন-যৌবন। কিন্তু এতে যে আমরা ধীরে ধীরে এক কঠিন ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি তা কি আমরা অনুভব করতি পারছি?! আমরা অনুভব করি বা না করি, এই সভ্যতার ধারক-বাহকরা ঠিকই তা দিব্য চোখে দেখতে পাচ্ছেন। আর তাই-এর সারশূন্যতা ও ভয়াবহতা সম্পর্কে তারা একের পর এক বিবৃতি দিয়ে চলেছে। অপরদিকে, মুহাম্মাদ (সাঃ) পৃথীবির শ্রেষ্ঠ মানব। তার আদর্শ অনুসরণের মধ্য দিয়েই মানবজীবনে আসবে সফলতা। তার আনীত ধর্মের অনুশীলনই পারে সকল সমস্যার সফল সমাধান করতে। পারে মর্তের পৃথিবীতে স্বর্গীয় সুখ এনে দিতে। এই আওয়াজ ধীরে ধীরে উচ্চকিত হচ্ছে পশ্চিমা বিশ্বে। পশ্চিমা পন্ডিতদের কণ্ঠেই ধ্বনিত হচ্ছে ইসলামের জয়ধ্বনি।
আমরা দাড়িয়ে আছি এক মহা বিপ্লবের সন্ধিক্ষণে। যাতে বদলে যাবে পৃথিবী। বদলে যাবে মানবজীবনের গতি-প্রকৃতি। বার্ট্রান্ড রাসেল সত্যই বলেছেন- ভবিষ্যত এই ধর্মের... ভবিষ্যত ইসলামের... ইনশাআল্লাহ!!
বই- পশ্চিমাদের কন্ঠে শুনি ইসলামের জয়ধ্বনি
মূল- ড. মুহাম্মাদ ইবনে আবদুল আযীয আল মুসনিদ
অনুবাদ- আল আমীন আলামপুরী
সম্পাদনা- মুহিব্বুল্লাহ খন্দকার
প্রকাশনী আয়ান প্রকাশন
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....