পিউরিফিকেশন অব দ্যা লাভ -মোহাম্মদ আলীনূর ইসলাম | Purification of the Love - Mohammad Alinur Islam

পিউরিফিকেশন অব দ্যা লাভ বইটির রিভিউ দেওয়া চেষ্টা করলাম।।
  বইয়ের পরিচিতি
📕 পিব দ্যা লাভ

🖋️মোহাম্মদ আলীনূর ইসলাম

প্রকাশক : দুয়ার প্রকাশনী
ধরণ : ইসলামিক বই
প্রচ্ছদ : তাহমিদ আরমান

পৃষ্ঠা: - ৬৪ টি।

★ লেখক পরিচিতি :-
মুহাম্মদ আলীনুর ইসলাম ২০০৪ সালের ২৬ এপ্রিল চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার পিরোজখালী গ্ৰামে জন্মগ্ৰহন করেন,তিনি অল্প বয়সেই লেখালেখির প্রতি আগ্ৰহী হন তিনি,মানুষের মাঝে ইসলামের আলো কে  ছড়িয়ে দেওয়ার ইচ্ছা পেসন করেন দ্বীনি লাইনে পড়াশুনা করে লেখা লেখি শুরু করেন । তার প্রথম ইসলামিক বই

 পিউরিফিকেশন অব দ্যা লাভ।।

***তার প্রকাশিতব্য বইয়ের মধ্যে 

উল্লেখযোগ্য::

সময় সমীকরণ,
এই আঁধারের গল্প ,
কোনো এক বদলা দিনে,
মরলে একদিন মাটি হবো,

পিউরিফিকেশন অব দ্যা লাভ মূল বই সম্পর্কে কিছু কথা,,,,,
মানুষের অন্যতম এক অনুভূতি ভালোবাসা । হৃদয়ের গহিনে লুকিয়ে থাকা এই অনুভূতি মানুষকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম । 
তাই এই ভালোবাসা যদি হয়ে থাকে ভুল কোনো বিষয়কে কেন্দ্র করে তা হলে তার মাশুলও সেই মানুষকেই শুনতে হবে । বিশেষ করে তরুণ প্রজন্ম এই ভালোবাসার ভুল ব্যাখ্যা গ্রহণ করে থাকে । জড়িয়ে পড়ে হারাম সম্পর্কে।  এবং কোনো কোনো সময়  হারাম রিলেশন  এর জন্যই     আত্মহত্যার   পথ বেঁচে নিয়েছে।  আত্নহত্যা মহা পাপ ।আজ এই হারাম ভালোবাসা নামে যে রিলেশন হচ্ছে সেই কারনে মেয়ে মাকে পর ভাবছে ছেলে তার ফ্যামেলি কে মুল্য দিচ্ছেনা,এই হারাম ভালোবাসার জন্যই কারো যীবন নষ্ট হয়ে জাচ্ছে,যার পরীনাম মৃত্যু,

 ইসলামে মানুষের প্রতিটি কর্মের দিক - নির্দেশনা রয়েছে । ভালোবাসার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই । ভালোবাসাসংক্রান্ত ইসলামিক দিক নির্দেশনা নিয়ে পিউরিফিকেশন অব দ্যা লাভ বইটি রচনা করা হয়েছে ।
বিশেষ করে  তরুণ - যুব সমাজসহ সবাই বইটি পড়ে দুনিয়ায় ভালোবাসা নামক অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত রাখতে সক্ষম হবে – 
হালাল রিলেশন ও হারাম রিলেশন সম্পর্কে জানতে পারবে।
ইনশাআল্লাহ,,,,

★ বইয়ের নামকরণ : 
বইটি মূলত  একটি ইসলামীক বই। আত্নহত্যা কেন?? হালাল রিলেশন ও হারাম রিলেশন কি?? কাকে ভালোবাসা উচিত??
এই সব কিছু জানতে হলে অবশ্যই পিউরিফিকেশন অব দ্যা লাভ বইটি পড়তে হবে।। পাঠকের মনে আগ্রহের সৃষ্টি করতে বইয়ের নামকরণ সার্থক। 

বইয়ের প্রচ্ছদ :

বইটি একটি ইসলামিক বই ।বইয়ের প্রচ্ছদ দেখে যে কারোরই বইটি সম্পর্কে নানা ধারণার সৃষ্টি হবে। ভালোবাসা নিয়ে অনেক ধারনা  হতে পারে। কিন্তু সেই ধারণা কি আসলেই সঠিক?নাকি ভুল? যেহেতু বইটি একটি ইসলামিক বই তাই এর প্রচ্ছেদ যথার্থ ।।

ব্যাক্তিগত মতামত

লেখক মুহাম্মদ আলীনুর ইসলাম এর লেখা   এটা প্রথম ইসলামিক বই । বইটি  মোট এগারোটি  পর্ব রয়েছে। বইটি পড়ার সময় বইয়ের ভিতরে যেন হারিয়ে  গিয়েছিলাম । এত সুন্দরভাবে লেখক পুরোটা সাজিয়েছেন। বইটি পড়তে গিয়ে একবারের জন্যও বিরক্তি আসে নি। সর্ব শেষ গল্প টা যেনো রিদয় এ  গেঁথে  গিয়েছে।  শুরু থেকে শেষ পর্যন্ত লেখক মুহাম্মদ আলীনুর ইসলাম  খুব সুন্দর ভাবে লিখেছেন। 
পিউরিফিকেশন অব দ্যা লাভ -মোহাম্মদ আলীনূর ইসলাম | Purification of the Love - Mohammad Alinur Islam


***ভালো লাগার উক্তি,,,,

🖋️একটা মেয়েকে পাওয়ার জন্য যতটা কান্না 
করেছি তার কিছুটা ও যদি আল্লাহকে পাওয়ার জন্য করতাম তা হলে আল্লাহ আমার হয়ে যেত।

লেখার মাঝে কুনো ভুল ভ্রান্তি হলে সকলেই ক্ষমার দৃষ্টি তে দেকবেন, 
আর অনেক অনেক দন্যবাদ জানাই Foysal Rana বাইয়া কে যে আমাকে গিফ্ট এর জন্য সিলেক্ট করছে,আর Oshfia Talukder আপু কে জিনি এতো মহা মুল্যবান একটা বই গিফ্ট দিছেন,তাদের জন্য আমার অন্তর এর অন্তর স্হল থেকে ভালোবাসা ও দোওয়া রইলো,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ