শুধু ইসলামেই নয় বিশ্বজুড়ে নারীর গুরুত্ব অপরিসীম। নারীই স্বর্গ নারীই রাজ্য। যার অভাব বাবা আদম অনুভব করেছেন। যাকে দুঃখ আর হতাশায় পাশে পেয়ে ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হুজুর সা:।
ইমাম গাজ্জালীর মতো ব্যক্তির জন্য তার স্থর অনুযায়ী গর্বস্থলের প্রয়োজন নয় কী?? আল্লাহ তায়ালা তো তাদের মতো ব্যক্তিত্ব কে যাচাই-বাছাইহীন পাত্রে দিতে পারেন না।
সমাজকে পরিবর্তন করতে চাও তো সমাজপতি উত্তম চারিত্রিক গুণাবলীর অধিকারী হতে হবে। সুশৃঙ্খল রাষ্ট্রের প্রয়োজন তো রাষ্ট্রপ্রধান উচ্চরতর জ্ঞানী ও বিরল বৈশিষ্ট্যের অধিকারী হওয়া আবশ্যক।
আর এসকল ব্যক্তিবর্গ কে ভাল পেতে হলে অবশ্যই আমাদের নারীদের কে নিরাপদে রাখার ব্যবস্থা করতে হবে। তাদের কে দিতে হবে পৃথিবীর কিছু অনন্য উপহার সামগ্রী। বাঁকা করে নয় বরং নম্রতার সহিত তাদের মাঝে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে হবে।
সুতরাং নারী কে সাজ সজ্জার সরঞ্জামের সাথে দিতে হবে এমন কিছু বই যা পাঠ করে সে আপনা আপনিই নিজের পরিবর্তন সাধন করবে।
আনন্দের ব্যপার হলো, সেই বই চয়নে এখন বেশি বেগ পেতে হবে না। কারন; বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রকাশনা Maktabatul Islam মাকতাবাতুল ইসলাম আপনাদের সম্মুখে উপস্থিত করছে জাতির চিকিৎসক আল্লামা আশরাফ আলী থানভী রহ: এর ঘরের সুন্দর্য বর্ধনকারী নারীকে নিয়ে অনন্য বয়ান সংকলন নারীর উপহার।
এ গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদন করেছেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম এর প্রশিক্ষন সম্পাদক মাওলানা শামসুদ্দীন সাদী হা:।
আল্লাহ তায়ালা তার ইলমে ও আমলে বারাকাহ দান করুক।আমীন।
বই: নারীর উপহার
ধরন : বয়ান সংকলন
আলোচক : হাকিমুল উম্মত আশরাফ আলি থানবি রহ.
অনুবাদক : মাওলানা শামসুদ্দীন সাদী
প্রকাশক : মাকতাবাতুল ইসলাম, বাড্ডা
পৃষ্ঠাসংখ্যা : ৩৫২
গায়ের মূল্য : ৫৯০
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....