সেই তুমি এলে - লেখকঃ এইচ আর মিথেল | পাঠ প্রতিক্রিয়া - মারুফ হোসাইন

পাঠ প্রতিক্রিয়া - সেই তুমি এলে (গল্প সংকলন)

অনেক দিন ধরেই ভাবছিলাম, এখন থেকে যা পড়ব যা দেখব তা নিয়ে প্রতিক্রিয়া জানাব৷ কিন্তু আমি অলস শ্রেণীর মানুষ হওয়ায় তা সম্ভব হয়ে উঠে না৷ অবশেষে আড়মোড়া ভেঙ্গে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করে দেখলাম। কিন্তু প্রতিক্রিয়া লিখতে গিয়ে আরেক সংকট দেখা দিল,
গল্প সংকলনে প্রতিটা গল্পে আলাদা আলাদা প্রতিক্রিয়া হওয়ায় পাঠ প্রতিক্রিয়া জানানো কঠিন ব্যপার হয়ে দাঁড়াল। তবুও আমি ছোট করে চেষ্টা করে দেখলাম৷

Image


ভূমিকা রেখে গল্পে চলে যাই,

প্রত্যাবর্তন - নিজের মেয়ে কিডন্যাপ হয়ে যাওয়া অপরাধি চক্রের এক সদস্যের গল্প। মেয়েকে হারিয়ে যে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনায় ভুগতে শুরু করে।

থ্রিলারধর্মি এই গল্পটা আমার কাছে ভালোই লেগেছে৷ তবে গল্পটার শেষ অংশ আরেকটু থ্রিলিং, নাটকীয় করে তুললে হয়তো ভালো হতো।

মুক্তি - নিজের আগে ছোট বোনের বিয়ে হওয়া যাওয়া এক মেয়ের গল্প। যাকে লুকিয়ে রেখে বাবা-মা ছোট মেয়েকে বিয়ে করায়৷ তার কথা কেন লুকিয়েছে, পরবর্তীতে বড় মেয়ের কথা ছোট মেয়ের শশুর বাড়ির লোকজন জেনে তাদের প্রতিক্রিয়া এবং বড় মেয়ের পরিণতি নিয়েই গল্পটা সাজানো হয়েছে৷

লেখক গল্পটাকে আনপ্রেডিক্টেবল টুইস্ট দিয়ে শেষ করেছেন। টুইস্টটার জন্য গল্পটা রঙ হারিয়েছে বলে মনে হয়েছে। বরং গল্পটা প্রেডিক্টেবল হলেই আমার কাছে ভালো লাগত। 

ফেরারি - একজন দরিদ্র বাবা-ছেলের গল্প। 

পাবনাইয়া সংলাপে লেখা বাবা-ছেলের গল্পটা বেশ ইন্টারেস্টিং। বাবা-ছেলের গল্প হলেও লেখক খুব সুক্ষ্মভাবে দরিদ্রতা ও ক্ষমতার বলে  তাদের প্রতি হওয়া অন্যায়কে ফুটিয়ে তুলেছেন। 

পরিচয় - শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার গল্প। শিক্ষকের মেসেজ পেয়ে ছাত্র বিনা প্রশ্নে তার দেয়া অপরিচিত মানুষের ঠিকানায় পৌছে যায়৷ 

মিষ্টি একটা গল্প। এই বইয়ের সেরা গল্পও বলা যায়৷ ব্যক্তিগতভাবে গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছে৷ ছাত্র-শিক্ষক এবং মানবিকতা এই গল্পের দুইটা পোর্শনই লেখক সমানতালে মিষ্টি করে ফুটিয়ে তুলেছেন৷

ভালোবেসে সখী নিভৃতে যতনে... - লেখালেখি থেকে পরিচয় হয়ে প্রেম থেকে দুর্ঘটনা এবং অবশেষে মিলন।

লেখক গল্পটাতে ট্যুর গাইড হিসেবে একটা অংশ নিয়ে এসেছেন৷ সেইটুকু ছাড়া গল্পটা বেশ এঞ্জয়াবল একটা গল্প। এই বইয়ের সেরা গল্পও হতে পারত কিন্তু আবার ঐ একই মূল্যায়ন। লেখক শেষে আনপ্রেডিক্টেবল করতে চেয়েছেন বলে গল্পটার রঙ হারিয়েছে বলেই আমার মনে হয়েছে৷

যে যাত্রা সুখের - একটি প্রেমের গল্প।

এই গল্পটা ভালো লাগেনি। লেখকের লেখনশৈলিও অন্যান্য গল্পের মতো ভালো হয়নি

পরিণতি - গ্রাম থেকে উঠে আসা এক মেধাবী ছাত্রের গাঁজার নেশায় পড়ে তার পরিণতি নিয়ে গল্পটাকে সাজানো হয়েছে।

লেখক বেশ সাবলীলভাবেই নেশাখোরের পরিণতি ফুটিয়ে তুলেছেন।

অব্যক্ত ভালোবাসা - এক পাক্ষিক ভালোবাসার গল্প।

এক তরফা ভালোবাসার যন্ত্রণা লেখক তার লেখায় তুলে এনেছেন।

সেই তুমি এলে - রঙ নাম্বারে দুষ্টুমি করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বীকার৷ এবং শেষে সুন্দর সমাপ্তি 

বইয়ের নাম গল্প। বইয়ের সেরা গল্পও হতে পারত৷ কিন্তু মেয়েটা যে অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বীকার হয়, তা মেয়েটা নিজের দিক থেকে সম্ভাব্য কারণ বললেও দ্বিতীয় পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি৷ এমন কী কোনো ইঙ্গিতও দেয়া হয়নি (দেয়া হলেও আমি বুঝতে পারিনি)৷ যার কারণে মনে একটা খটকা রয়েই যায়৷

নামঃ সেই তুমি এলে
লেখকঃ এইচ আর মিথেল
প্রকাশনীঃ নহলী
প্রচ্ছদঃ সুপ্রতীক সরকার
মূদ্রিত মূল্যঃ ২৪০ টাকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ