বইয়ের নাম - শত্রু যোদ্ধা মূল - মুয়াজ্জেম বে


Years of tears and days of to

Are now but fears and tyrants spoil

Ordainment has surely come to pass

But endure alone one must this face


(সলিটারি সেলে আটক থাকাকালীন লেখক মুয়াজ্জেম বেগ এর লিখিত কবিতাংশ

review Credit :- Kamrun Nahar Kotha.




***** ৯/১১-র ভয়াভয় হা-ম-লা-র পর বিশ্বের নিয়ন্ত্রক হয়ে বসা দেশ আ-মে-রি-কা যখন আ-ফ-গা-নি-স্তা-ন আক্রমণ করে তথা এক অন্তহীন যুদ্ধের সূচনা করে, ঠিক তখনই তাঁবেদার রাষ্ট্রগুলোর সাহায্যে অনুমান ও নিছক সন্দেহের ভিত্তিতে তুলে নিয়ে গিয়ে ভয়ানক অত্যাচার-নির্যাতন করা হয় অসংখ্য নিরপরাধ মানুষকে। কেননা নিরপরাধ মানুষদেরকে নির্যাতন আর বন্দী করে বিভিন্ন তথ্য আদায়ের পদ্ধতি হচ্ছে ব্রি-টি-শ জীবনপদ্ধতিতে অত্যন্ত ঘৃণিত একটা পন্থা


শান্তিকামী মুখোশ পরিহিত আ-মে-রি-কা মুখে বলে 'আমরা স-ন্ত্রা-সী-দে-র-কে আমাদের জীবনপদ্ধতি পরিবর্তন করতে দেবো না।' অথচ তাদের কর্মকান্ডে উক্ত কথা বিপরীত চিত্র প্রতিফলিত হয়। ৯/১১-এর পর যখন বিচার ছাড়া বছরের পর বছর নির্যাতন আর অত্যাচার সহ্য করে বাধ্য করা হয় অসংখ্য নিরপরাধ মানুষকে, সেই নিরপরাধ মানুষদের মধ্যে একজন ছিলেন সমাজকর্মী লেখক মুয়াজ্জেম বে


***** 'এনিমি কমব্যাট্যান্ট' বা এর অফিসিয়াল অনুবাদ 'শত্রু যোদ্ধা' বইটি হলো লেখক মুয়াজ্জেম বেগ এর সেই সময়কার করুণ কাহিনীর বাস্তব চিত্র। ২০০১ সালের অক্টোবরে কা-বু-লে-র উপর মা-র্কি-ন বোমারু বিমানের কর্পোরেট বোম্বিং থেকে বাঁচতে পরিবার নিয়ে পা-কি-স্তা-নে পালিয়ে গেলে সেখান থেকে নিছক সন্দেহের বসে গভীর রাতে ঘুমন্ত পরিবারের কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হয় লেখককে। আর তারপরই শুরু লেখকের জীবনের এক প্রবল বিভীষিকাময় পথের যাত্রার! প্রথমে ই-স-লা-মা-বা-দ, তারপর কা-ন্দা-হা-র আর তারপর বা-গ-রা-ম কারাগারে বন্দী করে রাখার পর তাকে নিয়ে যাওয়া হয় এক অন্ধকার রাজ্যে! যে রাজ্যে প্রমাণ মেলে আ-মে-রি-কা-র পচাগলা বিভৎস চেহারার, যে রাজ্যের অন্ধকার নির্জন সেলে চলে নিরপরাধ মানুষদের উপর অবিরাম অহেতুক নির্যাতন আর জিজ্ঞাসাবাদ! সেই অন্ধকার রাজ্যই হলো গু-য়া-ন্তা-না-মো


'শত্রু যোদ্ধা'-তে কেবল গু-য়া-ন্তা-না-মো-র নিখুঁত বিভৎস চিত্র ফুঁটে উঠেনি, সেই সাথে ফুঁটে উঠেছে লেখক মুয়াজ্জেম বেগ এর শৈশব, বেড়ে ওঠা এবং নাম না জানা অপ্রীতিকর পরিস্থিতিতে নিজেকে নিঃসঙ্গ আর দোষী না হয়েও দোষী সাব্যস্ত হয়ে মাসের পর মাস কারাবন্দী হয়ে থাকার অভিজ্ঞতাগুলো


***** বইটির সচ্ছ-সাবলীল অনুবাদ পাঠক মহলে সহজপাঠ্য হওয়ায় গল্পগুলো বুঝতে সুবিধা হয়েছিলো। তবে পড়তে পড়তে আমার একটু একঘেয়েমি চলে এসেছিলো, কেননা গল্পগুলো বেশ বিস্তারিত এবং বড় হওয়াতেও গল্পগুলোতে লেখক কোনো উপমার ব্যবহার করেননি। লেখক সবগুলো গল্পেই কেবল নিজেকে উপস্থিত রেখে গল্প বলেই গেছেন। এই জায়গাটিতেই একটু একঘেয়েমি চলে এসেছি


অনুবাদক হয়তো চাইলেই নিজের মতো করে একটু উপমার ব্যবহার করতে পারতো। (তবে এটি বলে রাখা ভালো যে, এটি কিন্তু একান্তই আমার মনের ধারণা।


***** প্রজন্ম পাবলিকেশন সবসময় চেষ্টা করে আমাদের ভিন্ন মাত্রার কিছু উপহার দিতে।  'শত্রু যোদ্ধা' বইটির বাইন্ডিং হার্ডকভার আর প্রচ্ছদটিতে দৃশ্যমান কাঁটাতারের অবয়ব বইটিকে পাঠকের কাছে লোভনীয় করে তুলেছে


***** পাঠক হিসেবে যদি আপনার ৯/১১-র পর গু-য়া-ন্তা-না-মো এর কারাবন্দীদের জীবনের বিভীষিকাময় করুন জীবনগাঁথা জানার আগ্রহ থাকে, আ-মে-রি-কা-র পচাগলা বিভৎস চেহারার উপলব্ধি করার ইচ্ছে থাকে তাহলে বইটি আপনার জন্য। কেননা 'শত্রু যোদ্ধা' শুধু গু-য়া-ন্তা-না-মো-র নিখুঁত বিবরণীই নয়, সেই সাথে বিশেষ সেই সময়কার অন্যান্য ঘটনাপ্রবাহেরও নির্ভরযোগ্য এক দলিল হয়ে উঠেছে


***


বইয়ের নাম - শত্রু যোদ্ধা

মূল - মুয়াজ্জেম বে

অনুবাদ - মুহাম্মাদ নাফিস নাওয়া

প্রকাশনায় - প্রজন্ম পাবলিকেশ

প্রচ্ছদ - ওয়াহিদ তুষার

প্রকাশকাল - আগষ্ট ২০২

প্রচ্ছদ মূল্য - ৫৫০



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ