স্বপ্নের ঠিকানা -লেখক: মাশফিকুল হাসান | Shopner Thikana by Mashfiqul Hasan

বই: স্বপ্নের ঠিকানা
লেখক: মাশফিকুল হাসান
ধরন: গল্পগ্রন্থ
প্রকাশনী: ঘাসফুল প্রকাশনী
মুদ্রিত মূল্য:১৬০ টাকা।
ছাড়কৃত মূল্য: ১২৫ (রকমারিতে)
ব্যক্তিগত রেটিং: ১০/১০
বইঃ স্বপ্নের ঠিকানা PDF Download -লেখক: মাশফিকুল হাসান এর স্বপ্নের ঠিকানা PDF  | Shopner Thikana by Mashfiqul Hasan Books


বইটি আমার দারুন লেগেছে। একদম মনের মতো। এই বইয়ের গল্প পড়ে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, মানিক বন্দ্যোপাধ্যায় এসব বড় বড় লেখকদের লেখার স্বাদ পেয়েছি। বইটিতে রয়েছে ১০টি গল্প। টক ঝাল মিষ্টি সব ধরনের গল্প বিদ্যমান। প্রত্যেকটা গল্পেই শিক্ষনীয় কোনো না কোনো দিক আছেই। লেখক গল্পের মোড়ক ঘুরাতে বেশ পটু। খুব সুন্দর ভাবে এবং বাস্তবসম্মত ভাবে লেখা গুলো ফুটিয়ে তুলেছেন।

স্বপ্নের ঠিকানা বইটির ভালো লাগা কিছু লাইন-
প্রকৃতি আর মানুষের মাঝে বড়ো অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। তাহা হইলো- দু’জনেই নিজেদের সৌন্দর্য দেখাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু মানুষ জানে না সে কতদিন বাঁচিবে, প্রকৃতি জানে না সে আর কতদিন টিকিবে। তথাপি উভয়েই ব্যস্ত এই ম্যান ভার্সেস ওয়াইল্ড লড়াইয়ে নিজেদের সৌন্দর্য প্রদর্শনে"।
"সর্বস্ব হারাইয়া নিঃস্ব মানুষদের দেখিবার জন্য কেহ নাই। স্বয়ং সৃষ্টিকর্তাও বিপরীতে থাকেন। রাত পোহালেই ভয়ে ভয়ে থাকিতে হয়- একমুঠো অন্ন জুটিবে তো"!
"অলস মানুষের সখ থাকিলেও সৌখিনতা থাকে না"!
"এইজন্যই বোধ হয় এদেশের দুইটি নাম।একটি হইলো ইন্ডিয়ার ধনী ব্যক্তিবর্গ, অপরটি ভারতের দরিদ্র জনগোষ্ঠী"।

প্রচ্ছদ: অনেক সুন্দর। প্রথম দেখাতেই চোখে পড়ে যাবে। 
দাম: এত সুন্দর একটা বইয়ের দাম এত কম কীভাবে হয়?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ