"কেউ একজন নূপুর পায়ে হাঁটতে হাঁটতে আমার সামনে এসে দাঁড়াল কিন্তু একি! সে সবুজ রঙের শাড়ি পরা কেন! আশ্চর্য তো! তার হাতে আমার সেই হারিয়ে যাওয়া ডায়েরিটা এলো কী করে! ডায়েরিটা সে পেল কোথা থেকে! তার হাতে কাঁচের চুড়ি কেন! সে তার পুরো মুখমন্ডল এরকম বড় ঘোমটা দিয়ে ঢেকে রেখেছে কেন! আমি কী স্বপ্ন দেখছি নাকি যা দেখছি তার সবই বাস্তব!
মিনিটখানেক দাঁড়িয়ে থেকে ডায়েরিটা সে ঘাসের উপরে রাখল, এরপর হাত নেড়ে আমাকে সে তার দুই হাতের কাঁচের চুড়ি দেখাল। হাত নাড়তেই চুড়ির রিনিঝিনি শব্দ হলো। সে তার মুখমণ্ডল এমনভাবে ঘোমটায় আবৃত করে রেখেছে যেন আমি তাকে চিনতে না পারি। আমি জিজ্ঞাসা করলাম, ‘কে আপনি?’ সে আমার খানিকটা কাছে এসে পুরুষালি কণ্ঠে বলল, ‘বললে পালাবেন না তো?’" - ফ্ল্যাপটি দিগন্তগামী ফিনিক্স উপন্যাসের।
দিগন্তগামী ফিনিক্সের পর 'গল্পটা বন্ধুত্বের' নাহিদ হাসান নিবিড়ের লেখা দ্বিতীয় উপন্যাস। উপন্যাসটিতে বন্ধু্ত্ব এবং সম্পর্কের এক উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সমগ্র উপন্যাস জুড়ে নব্বইয়ের অধিক চরিত্র পালাক্রমে তাদের গল্প পাঠ করে গেছে অত্যন্ত সরলভাবে।
বইয়ের নাম: গল্পটা বন্ধুত্বের
লেখক: নাহিদ হাসান নিবিড়
প্রকাশনী: চলন্তিকা
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....