Author, আবু সালীম মোহাম্মাদ আবদুল হাই.
ভালো কথা ভালো করে বলার মধ্যেই তার সার্থকতা । বিশেষ করে ইসলামের সত্য ও সুন্দর আদর্শ যারা প্রচার করেন এক্ষেত্রে তাদের দায়িত্ব অনেক । শুধু ভালো করে বলাই নয় , শ্রোতার মনস্তাত্বিক বিশ্লেষণও তাদের প্রাথমিক দায়িত্ব । মুসলমান মাত্রই খোদার দ্বীনের প্রচারক । আজকের এ ব্যাপক অবনতির যুগেও এমন অনেক মুসলমান ভাই আছেন , যারা ইসলামের দাওয়াত অন্যের নিকট পৌছে দেয়াকে নিজেদের ওপর ফরয মনে করেন । কিন্তু পরিবেশ ও পরিস্থিতি পর্যালোচনা করে শ্রোতার মানসিক অবস্থা অনুযায়ী বক্তব্য পেশ না করায় অনেক সময় বিপরীত প্রতিক্রিয়া হয় ।
লেখক ইসলামী আদর্শের বাণী বাহকদেরকে এ সঙ্কট থেকে উদ্ধার করেছেন । ' আদর্শ কিভাবে প্রচার করতে হবে ' বইটি যেমন একদিকে ইসলামের দাওয়াত প্রদানকারীকে বক্তব্য প্রকাশের টেকনিক শিক্ষা দেবে তেমনি অন্যদিকে তার চরিত্র গঠনেও বিশেষ সহায়ক হবে । বইটিতে চমৎকারভাবে শ্রোতৃ - সমাজের মনস্তাত্বিক পর্যালোচনা করে বক্তব্য পেশ করার অনুকূল পরিবেশ সৃষ্টি করার পদ্ধতি বাৎলানো হয়েছে । লেখকের প্রকাশভঙ্গী যেমন সহজ সরল ; তেমনি হৃদয়গ্রাহীও । অন্য বইয়ের অনুসরণে লেখা হলেও বইটির ভাষা সহজবোধ্য এবং হৃদয়গ্রাহী । বলতে গেলে বাংলা ভাষায় ধরনের বই এই প্রথম । এদিক দিয়ে প্রকাশক বাংলা ভাষাভাষীদের একটা বিরাট অভাব পূরণ করেছেন বলে মোবারকবাদের অধিকারী । ১ লা এপ্রিল , ১৯৬৪ আবদুল মান্নান তালিব মাসিক পৃথিবী ৭১ , নিউ এলিফেন্ট রোড ঢাকা -১২০৫
Adarsho Kivabe Prochar Korte Hobe PDF Download
প্রত্যেক ব্যক্তিই নিজের কথাকে অধিক গুরুত্ব দেয় । কোনো ব্যক্তি তার নিজের মত ত্যাগ করে আপনার মত গ্রহণ করবে , এমনটা সহজে হয় না । অথচ অপরের কাছে আপনার কথা পৌছাতে হবে এবং সেও একে নেবে , একমাত্র এ পথেই ইসলামী বিপ্লব আসে । ইসলামী বিপ্লব সৃষ্টির জন্যে মানুষকে সর্বাগ্রে ইসলামের দাওয়াত বুঝতে হবে , তার যাবতীয় বিধানকে নিজের জীবনে কার্যকরী করতে হবে এবং নিজের যাবতীয় চিন্তা ও মতবাদ পরিত্যাগ করে ইসলাম প্রদত্ত মতবাদ গ্রহণ করতে হবে , এরই প্রয়োজন সর্বাধিত । এ উদ্দেশ্যকে কার্যকরী করার চেষ্টা করে যাওয়ার নাম ' তাবলীগ ' বা ইসলামী আদর্শের প্রচার । এ আদর্শ প্রচারের কাজ সহজ নয় । এজন্যে প্রয়োজন যথেষ্ট জ্ঞান ও প্রজ্ঞার । এ উদ্দেশ্যকে কার্যকরী করার পথে সহায়ক এমন কতিপয় পরামর্শ এ পুস্তকে সন্নিবেশিত করা হয়েছে । তবে এথেকে উপকৃত হবার জন্যে শর্ত হিসেবে নিম্নোক্ত বিষয়াবলীর প্রতি লক্ষ্য রাখা একান্ত আবশ্যক ।
( ১ ) যে ব্যক্তি ইসলামী আদর্শের প্রচারকল্পে এ সকল পরামর্শ থেকে উপকৃত হতে ইচ্ছুক , তাকেই সর্বাগ্রে ঈমান এবং ইসলাম সম্পর্কে সুষ্ঠু ধারণা রাখতে হবে এবং নিজের মধ্যে সে সমস্ত আকীদা - বিশ্বাসকে যথাযথভাবে কার্যকরী করতে হবে- যা তাওহীদ , আখিরাত এবং রিসালাত সম্পর্কে ইসলাম শিক্ষা দিয়ে থাকে ।
( ২ ) জীবনের যে লক্ষ্য ইসলাম নির্ধারণ করে দিয়েছে তাকে নিজের জীবনে একমাত্র লক্ষ্যে পরিণত করতে হবে ।
( ৩ ) আদর্শ প্রচারকের চরিত্রে এমন কোনো বৈষম্য থাকতে পারবে না যা তার দাবী ও আদর্শের পরিপন্থী ।
( ৪ ) যে কোনো কাজ করবে সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করবে এতে অন্য কোনো স্বার্থ নিহিত থাকতে পারবে না ।
( ৫ ) ইসলামী আদর্শের এ প্রচারকার্য একটা আন্দোলন হিসেবে ধারাবাহিকভাবে চলতে থাকবে , কেননা সাময়িক কোনো তৎপরতার দ্বারা কোনো সুষ্ঠু ও স্থায়ী বিপ্লব সাধিত হতে পারেনা । এ শর্তাবলীকে সম্মুখে রেখে যে ব্যক্তি এ বইটি অধ্যয়ন করবেন তিনি অবশ্য এথেকে উপকৃত হবেন । আল্লাহর কাছে কামনা , তিনি যেন এ বইটি পাঠক - পাঠিকাদের জন্যে উপযোগী করে অধমের শ্রম সার্থক করেন এবং একে অধমের জন্যে আখিরাতের সম্বল করেন ।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....