Author রাজিব আহমেদ
Publisher গতিধারা
Quality হার্ডকভার
Edition Edition, 2013
Number of Pages 192
Country বাংলাদেশ
Language বাংলা
একটা কোম্পানি যত ভালো পণ্যই উৎপাদন করুক না কেন , বিক্রি করতে না পারলে সবকিছু অর্থহীন । আজকের দুনিয়ায় কোনো পণ্যই unique নয় ; সবকিছুরই বিকল্প আছে । সুতরাং পণ্যটি ঠিক সময়ে ঠিক জায়গায় উপস্থিত না থাকলে কাঙ্ক্ষিত বিক্রয় সম্ভব নয় । আজকাল ক্রেতা সাধারণ অপেক্ষাকৃত কম পরিশ্রমে সব পণ্য হাতের নাগালে পেতে চান । সেটা নিশ্চিত করাই বিক্রয় - পেশাজীবীর কাজ । এই বইটিতে প্রথমবারের মতো বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন বিক্রয় - ব্যক্তিত্বের সাক্ষাৎকার সন্নিবেশিত করা হয়েছে । যারা শুধু স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিতই নয় , বরং বিক্রয় পেশার উৎকর্ষ সাধনে ক্রমাগত অবদান রেখে চলেছেন । তাঁদের অভিজ্ঞতা , পরামর্শ এবং দিক - নির্দেশনা নিঃসন্দেহে নবীন - প্রবীণ বিক্রয় - পেশাজীবীদের চলার পথের পাথেয় । এছাড়াও বইটিতে বিক্রয় পেশাজীবীদের মানসিক দৃঢ়তা ও আচরণগত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে , যা অনুসরণে আপনিও অনন্য এই পেশার শীর্ষে পৌঁছতে সক্ষম হবেন । বইটি শুধু পাঠ্য নয় , অবশ্যই সংগ্রহে রাখার মতো ।
বিক্রির সেরা কৌশল Author রাজিব আহমেদ
No matter how good a company produces, everything is meaningless if it cannot be sold. No product is unique in today's world; Everything has options. So the desired sale is not possible if the product is not present in the right place at the right time. Nowadays buyers want to get all the products within their reach with less effort than usual. That's the decent thing to do, and it should end there. For the first time in this book, interviews with some of the top sales personalities of Bangladesh have been included. Not only sound education but his alertness and dedication too are most required. Their experience, advice and direction is undoubtedly the path for young and old sales professionals. The book also discusses in detail the mental fortitude and behavior of sales professionals, following which you too will be able to reach the top of this unique profession. The book is not just a textbook, but a collection.
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....