বন্ধু তুমি একটু ভাবো, লেখক : মাওলানা মুনীরুল ইসলাম। Bondhu Tumi Aktu Vabo by Maulana Munirul Islam
বন্ধু তুমি একটু ভাবো
লেখক : মাওলানা মুনীরুল ইসলাম
প্রকাশনী : আনোয়ার লাইব্রেরী
বিষয় : আত্ম উন্নয়নমূলক বই, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, শিশু কিশোরদের বই
পৃষ্ঠা : 64, কভার : হার্ড কভার
ভাষা : বাংলা
লেখক : মাওলানা মুনীরুল ইসলাম
প্রকাশনী : আনোয়ার লাইব্রেরী
বিষয় : আত্ম উন্নয়নমূলক বই, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, শিশু কিশোরদের বই
পৃষ্ঠা : 64, কভার : হার্ড কভার
ভাষা : বাংলা
সবই আল্লাহর দান
আল্লাহ আমায় হাত দিয়েছেন পা দিয়েছেন দুটি, কাগজ-কলম ধরতে লেখায় করতে ন্যায়ে জুটি।
নাক দিয়েছেন দয়া করে নিতে ফুলের ঘ্রাণ, চোখ দিয়েছেন দেখতে সবই বাঁচার জন্য প্রাণ।
বলতে কথা মুখ দিয়েছেন শুনতে দিলেন কান, এই পৃথিবীর যা কিছু পাই সবই আল্লাহর দান।
এসব পেয়ে প্রভুর শোকর করতে হবে আদায়, না-শোকরি দুনিয়া ও পরকালে কাঁদায়।
কে চিনাল
কে চিনাল আলোর পাহাড় আঁধার ভরা সাগর, কে জ্বালাল গন্ধ-ঘরে জান্নাতি ওই আগর?
কে মাখাল মূর্খ জাতির নাপাক গায়ে আতর, কে সরাল বুকের ভেতর আটকে থাকা পাথর?
কে ভাঙাল হাত বাড়িয়ে দুখীর নীরবতা, কে জানাল দোজাহানের ব্যর্থ-সফলতা?
কে চিনাল ফুলের বাগান পুন্নি রাতের চাঁদ, তিনি আমার প্রাণের প্রিয় রাসুল মুহাম্মাদ। [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]
আলোর দিশা
আল-কুরআনের প্রথম বাণী ‘ইকরা' মানে পড়ো, অর্থ পড়ে শিক্ষা নিয়ে আলোর জীবন গড়ো।
কুরআন হলো আলোর দিশা সব মানুষের জন্য, মানলে হবে আল্লাহ তা'লার প্রিয় রূপে গণ্য।
কেমন করে বলবে কথা বাবা-মায়ের সাথে, কেমন করে তুলে নেবে মজার খাবার পাতে
কেমন করে সবার সাথে খেলবে আরো পড়বে, কেমন করে চাঁদের মতো আলোর জীবন গড়বে।
আল-কুরআনের পাতায় পাতায় এসব কথা ভরা, কুরআন বুঝে মানলে যাবে আলোর জীবন গড়া।
নামাজ শেখো
খোকন তুমি নামাজ শেখো নামাজ মনের আলো, মুসলমানই নামাজ পড়ে আল-কুরআনের সমাজ গড়ে দূর করে সব কালো।
আজান হলে নামাজিরা মসজিদে যায় চলে, তুমিও তখন অজু করে বাবা-ভাইয়ার হাতটি ধরে থাকো তাদের দলে।
পাড়ার নামাজিদের সাথে এক কাতারে দাঁড়াও, ধনী-গরিব সব ভেদাভেদ হিংসা ঘৃণা সব জেদাজেদ হৃদয় থেকে তাড়াও।
এক ইমামে এক জামাতে কায়েম করো নামাজ, নেতার আনুগত্য দেখো মিলেমিশে কর্ম শেখো গড়ো ভালো সমাজ।
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....