সালাফদের ইবাদাত by লেখক : আল্লামা ইবনে কাছীর (রহ.) | Salafder Ibadot


সালাফদের ইবাদাত by
লেখক : আল্লামা ইবনে কাছীর (রহ.), শায়খ ইয়াসির কাযমানি

প্রকাশনী : চেতনা প্রকাশন
বিষয় : ইসলামী ব্যক্তিত্ব
অনুবাদক : মাহমুদ তাশফিন
কভার : হার্ড কভার
ভাষা : বাংলা

সালাফ—যেই শব্দটা শুনলেই আমাদের হৃদয় শ্রদ্ধায় ভরে ওঠে। সালাফ কারা? ইসলামকে আমরা যাদের মাধ্যমে পেয়েছি, প্রিয় নবিজি সা. এর সুন্নাহ ও সাহাবাদের আমল যাদের প্রচেষ্টায় সংরক্ষিত হয়ে এসেছে আমাদের হাতে, রক্তে ও ঘামে, শরীরে ও মননে যারা ইসলামের সার্বজনীন চিত্রের প্রত্যুজ্জ্বল অবয়ব অঙ্কন করে গেছেন আমাদের জন্য—

শ্রেষ্ঠত্বের ঘোষণা পাওয়া সেই যুগের শ্রেষ্ঠ মানুষেরাই আমাদের সালাফ; আমরা তাদের উত্তরসূরী।সালাফদের জীবনে রয়েছে আমাদের জন্য শিক্ষা ও উপদেশের বিপুল উপকরণ; আছে আমাদের নানান প্রশ্ন, জিজ্ঞাসা ও কৌতূহলের জবাব। সালাফদের মধ্যে যারা বিদ্যা ও বুদ্ধি, ইলম ও আমল, তাকওয়া ও খোদাভীতি, জেহাদ ও সংগ্রামে এবং অন্যান্য নানান ক্ষেত্রে প্রসিদ্ধ, তাদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে সজ্জিত হয়েছে এই বই—

সালাফের ইবাদাত। চতুর্মাত্রিক ফিতনার দমবন্ধ এই পরিস্থিতিতে বইটি একজন মুসলিমের জন্য অক্সিজেনের কাজ করবে। জীবন ও জগতের নানাবিধ সমস্যা ও জটিলতার উত্তর মিলবে এখানে। ফিতনার সময়ে ইমান রক্ষার আমল বা কৌশলী হাতিয়ারের সন্ধান পাওয়া যাবে এই বইয়ে।এটি সেলফে সাজিয়ে রাখা বা একবার পড়ে রেখে দেওয়ার মতো বই নয়। শিয়রের কাছে সব সময় রেখে বারবার পড়বার মতোন এবং ঘরের সবাইকে নিয়ে তালিম করার মতোন একটি বই। কিশোর থেকে বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, সকল শ্রেণি ও পেশার মানুষের কথা চিন্তা করেই সাজানো হয়েছে বইটি। ফলে প্রিয়জনকে হাদিয়া দেওয়ার জন্য, কিংবা কারো কল্যান চিন্তায় তাকে পড়তে দেওয়ার জন্য এটি হতে পারে একটি সেরা পছন্দ।
_____________________________________

শুরুর কথা

সবাই আল্লাহর পথে চলতে চায়। কুরআন হাদিসের রঙে রঙিন হতে চায়। আলোকিত জীবনের স্বপ্ন বুনে। মানুষের এ স্বপ্নসাধ পূরণের জন্য আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিকল্প নেই। সুন্নত হলো- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সংঘটিত কোন আমল; যাতে তিনি সম্মতি দিয়েছেন।

সুন্নতের গুরুত্ব অপরিসীম। কারণ, সুন্নত হলো আল্লাহর বিধি-বিধান তার রাসুল কর্তৃক পালনের নমুনা। যে নমুনা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে পেশ করেছিলেন প্রতিনিয়ত। সকাল-বিকাল, সন্ধ্যা-রাতে। জিহাদে নামাজে ও অন্যান্য ইবাদতে। সাহাবায়ে কেরাম দেখিয়েছেন তাবেয়িনদের। এ ধারাবাহিকতা অব্যাহত ছিল পরবর্তী তাবে তাবেয়ি ও আইম্মায়ে মুজতাহিদিনের যুগেও। যেহেতু যুগ হিসেবে তারা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক নিকটবর্তী; তাই তারা আমাদের আদর্শ। তারা আমাদের সালাফ।

তাদের ইবাদত-সাধনা, যিকির-তেলাওয়াত, রোযা-সদকা, ত্যাগ তিতিক্ষা, বিনয় ধৈর্য, জিহাদ-সংগ্রাম ও বাতিলের বিরুদ্ধে আপোষহীন নীতিতে আমাদের জন্য রয়েছে অগুনতি শিক্ষা। যা আত্মার খোরাক যোগাবে। গাফেল অন্তরে আমলি স্পৃহা তৈরি করবে। এ আশাবাদ রেখেই এ ক্ষুদ্র প্রয়াস।

ধন্যবাদ জানাই প্রকাশক মহোদয় জনাব খুরশিদ আমজাদি হাফিযাহুল্লাহ ও বোরহান আশরাফি ভাইকে। যাদের আন্তরিকতায় বইটি আলোর মুখ দেখেছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন। আমীন।

মাহমুদ তাশফীন পান্তি, 
মুরাদনগর, কুমিল্লা

Buy Hardcover From 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ