Title জিন
Author এম. জে. বাবু
Publisher গ্রন্থরাজ্য
Edition 1st Published, 2022
Country বাংলাদেশ
Language বাংলা।
এম.জে.বাবুর পিনবল পড়ার পর তার বইয়ের প্রতি একটা আকর্ষণ ও জিন সম্পর্কে জানার ইচ্ছা থেকেই বইটা কিনেছিলাম।
আমি ব্যক্তিগতভাবে এই পোস্টটিকে কোনো পরিপূর্ণ রিভিউ বলবো না। শুরুতেই বলে রাখছি, পোস্টটিতে আমি মুলত জিন বইটা পড়ার পর আমার অনুভূতিটুকু ছোট্ট পরিসরে তুলে ধরেছি।
মূলগল্পঃ বাংলাদেশের সংসদ সদস্য সাজেদ, যিনি তার স্রী তারিন ও দত্তক নেয়া সন্তান মাহাকে নিয়ে সুখেই জীবন যাপন করছেন। মাহাকে বাসায় টিউশনি করায় আসলান। আসলান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের একজন ছাত্র। আসলানের ধর্মের প্রতি বিশ্বাস তেমন নেই, পাশাপাশি প্যারালাল কিছুতে একদম ই বিশ্বাসি নয় সে। হঠাৎ করেই সাজেদের স্ত্রী তারিনের মাঝে কিছু পরিবর্তন এবং বাসার সবার সাথে অস্বাভাবিকভাবে ঘটতে থাকা কিছু ঘটনা যেনো বদলে দেয় সবার জীবন। তারিন এবং অন্যদের সাথে ঘটতে থাকা ঘটনাগুলো আসলেই কি স্বাভাবিক ঘটনা নাকি কারো ষড়যন্ত্র?
অন্যদিকে গ্রামের মুয়াজ্জিন হাফেজ মিয়া। যিনি একজন মুয়াজ্জিন হলেও ধর্মীয় অনেক বিষয়ে সঠিকভাবে জানেন না। হঠাৎ করেই একদিন মসজিদে নতুন ইমাম আসলে তার সাথেও ঘটতে থাকে অস্বাভাবিক নানা ঘটনা।
সাজেদ ও তার পরিবার,আসলান এবং মুয়াজ্জিন সাহেব, এই ভিন্ন মন মানষিকতার মানুষগুলোর সাথে ঘটতে থাকা ঘটনার মাধ্যমেই এগিয়েছে দুটি আলাদা গল্প।
বইটা থেকে আমি যা যা পেয়েছিঃ জিন বইটা মুলত সুপারন্যাচারাল হরর এবং থ্রিলারের সংমিশ্রণ। বইটা পড়ে যেমন হরর এবং থ্রিলারের স্বাদ পেয়েছি, তেমনি পেয়েছি তথ্যবহুল অনেক বিষয়। লেখকের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকবো এত সুন্দর গল্পের সাথে কুরআন মাজিদের বিভিন্ন আয়াত,হাদিস ও পূর্বে ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা যথাযথভাবে রেফারেন্সের মাধ্যমে তুলে ধরার জন্য।
বইটা আপনি কেন পড়বেনঃ আপনি যদি হরর থ্রিল এবং অকল্পনীয় টুইস্টের স্বাাদ পেতে চান তাহলে বইটা পড়তে পারেন। যদি জিন সম্পর্কে জানতে চান তাহলে বইটা পড়তে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ টা হচ্ছে, জিন,কালো যাদু, তাবিজ,শয়তান কি ও এগুলো কিভাবে কাজ করে এবং কারা এই কাজগুলো কিসের দ্বারা করান তার বিষদ আলোচনা করা হয়েছে বইটিতে।
ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, আপনি যে ধর্মেরই হন না কেনো জিন বইটা পড়লে আপনি গল্পের স্বাদের পাশাপাশি অনেক বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন যে বিষয়গুলো সম্পর্কে হয়তো আপনার জানার ইচ্ছে আছে বা জানা জরুরি। হ্যাপি রিডিং। 🥰
লেখক সম্পর্কে বলতে চাইলে অনেক কিছুই বলা যাবে। তাই ওনার পরবর্তী সব বইয়ের জন্য শুভকামনা ও তার সুস্থতা কামনা ছাড়া কিছু বলবোনা।
এটা আমার লেখা প্রথম রিভিউ। তাই কোনো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো বড় ভুল হয় তাহলে বিষয়টি পাবলিকলি সমালোচনা না করে ব্যক্তিগতভাবে বললে খুশি হবো।
ধন্যবাদ এতো কষ্ট করে রিভিউটা পড়ার জন্য ।
রিভিউ লিখেছেন - Farhan Labib
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....