মন খারাপের মন ভালো নেই লেখকঃ সালমান হাবীব | Mon Kharaper Mon Valo Nei by Salman Habib (রিভিউ)

বইঃ মন খারাপের মন ভালো নেই
লেখকঃ সালমান হাবীব
প্রকাশনাঃ পুনশ্চ পাবলিকেশন
মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা
Review Credit 💕 Kohinur Hasan Sadia
মন খারাপের মন ভালো নেই লেখকঃ সালমান হাবীব | Mon Kharaper Mon Valo Nei by Salman Habib (রিভিউ)


মন খারাপের মন ভালো নেই বইটি মন খারাপের সময় সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজে দিয়েছে কাল। এছাড়াও এই বইটা নিয়ে প্রশংসা করার শেষ নেই। প্রথম যখন বইটা বের হয়েছিলো,(তখনও আমি সালমান হাবীব ভাইয়ার কোনো বই পড়িনি) তখন আমি এই বইটার ঘোর বিরোধী হয়ে দাঁড়িয়েছিলাম। কারণ এই বইটা নিয়ে কিছু কিছু ব্যবসায়ী নেগেটিভ রিভিউ দিয়েছিলেন এই যে,

❝মাত্র ৮০ পৃষ্ঠারের বই ২২০৳ কেনো? এগুলো তো জুলুম ছাড়া কিছুই নয়। তার উপর ভেতরের অনেক পৃষ্ঠার প্রায় পুরোই ফাঁকা ফাঁকা। আবার এটা কোনো আত্মউন্নয়ন মূলক বইও নয়। সাধারণ কি এক কবিতার বই। তারপরেও কিছু বোকা জণগণ এই লেখকের বই কিনছে❞

বিষয়টা আমি একবার দেখলেও ওতোটা কেয়ার করতাম না কিন্তু এরোকম পোস্ট কয়েকজনের পক্ষ থেকে পেয়ে আমি একটু কনফিউজড হতে শুরু করলাম। তার কিছুদিন পরই মেলায় এক প্রিয় বোনের পক্ষ থেকে সালমান ভাইয়ের ❝আল্লাহকে ভালোবাসি❞ আর ❝মন খারাপের মন ভালো নেই❞ বই দু'টি ভাইয়ার অটোগ্রাফসহ উপহার পেলাম। বই দুটো হাতে নিয়ে দেখলাম বইটির প্রচ্ছদই বেশ নজরকাড়া মাশাআল্লাহ। তো কাল মনটা ভীষণ খারাপ ছিলো আমার। আমি আবার আমার নিজের মোডের সাথে তাল মিলিয়ে বই পড়ি। তো সেলফের নিকট গিয়ে খুঁজচ্ছি; দেখি কি বই পড়া যায় এই মন খারাপের সময়৷ তখন উক্ত বইটির নাম চোখের সামনে পড়ে আর বইটি সাথে সাথেই আমি সেলফ থেকে বের করে ফেলি। তারপর যখন কবিতাগুলো আমি পড়তে লাগলাম তখন বারংবার শুধু আমি অবাকই হচ্ছি। এতো সুন্দর গুছিয়েও কি কেউ মন খারাপের কারণগুলো লিখতে পারে? এটা আমার ভাবনারও অতীত ছিলো। তারপর একটু একটু করে কবিতাগুলো পড়লাম। এখন মনে হচ্ছে বইটার এতো এতো প্রশংসা করলেও খুব কম হয়ে যাবে। বইটি-তে এতো সুন্দর সাবলিল ভাষায় লিখিত কবিতাগুলোর মধ্যে আমার বইয়ের শেষ পাতার লেখা ছন্দকথনটাই সবচেয়ে বেশি মন কেড়েছে। লেখাটি নিম্নরুপঃ–

❝কবিকে কাঁটা দিলে, কবি বাড়িয়ে দেন ফুলের ঘ্রাণ।
ফুল দিলে বিপরীতে গড়ে তুলেন ফুলের বাগান।
শুধু দুঃখ দিলে ফেরত না দিয়ে তা দিয়ে কবিতা বানান।
আমার যা কিছু কবিতা; তা আপনাদের দেওয়া দুঃখেরই অবদান।❞

আগে আমি ভাবতাম,কবিতা বোধ হয় সবসময় অশ্লীলতায় পরিপূর্ণ কিছু বাক্য দ্বারা গঠিত হয় কারণ পাঠ্য বই ব্যতিত আমার কাছে সবসময় বাজে কবিতার বই-ই আসতো। কিন্তু, এই প্রথম আমি দেখলাম কেউ এতো সুন্দর সুন্দর সাবলিল ভাষা দিয়েও কাব্য গেঁথেছে মাশাআল্লাহ। সব মিলিয়ে বইটা আমার নিকট একটু বেশিই ভালো লাগলো। প্রতিটি কবিতায় ছিলো অসাধারণ মুগ্ধতার ছাপ।
এইসব ঘুঘুর ডাকহীন দুপুর
উদাসী বিকেল আর বিষাদি আলোয়
ডুবে যাওয়া সন্ধ্যারা গত হয়ে গেলে 
আমরা বোবা হয়ে যাই।
ভেতরে বেজে ওঠে কত কত সুর। 
অথচ, কথা বলবার মতন 
আমাদের কেউ থাকে না!

আমরা কথা বলি- 
আঁধারে ডুবে যাওয়া আকাশের সাথে
খুব দূরে জ্বলতে থাকা একাকী 
নিঃসঙ্গ শুকতারাটার সাথে।

বইঃ মন খারাপের মন ভালো নেই 
লেখকঃ সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

মাঝে মাঝে আমার
মরে যাওয়ার মতোন মন খারাপ লাগে।
এই যেমন এখন হচ্ছে।
চারপাশে এতো হৈচৈ!
এত মুখ,মানুষ,কোলাহল!
অথচ আমার ভেতর জুড়ে
কী ভীষণ রকম মন খারাপের ভার!

এমন হলে আমার অসহায় লাগে খুব!
কারণ অন্যকে বোঝানোর মতো এইসব
মন খারাপের নির্দিষ্ট কোন কারণ থাকে না।
বুকের ভেতর কেবলই দীর্ঘশ্বাসের টান!
কেবলি একা লাগার শূন্যতা!

এই দীর্ঘশ্বাস এর দৈর্ঘ্য কিংবা শূন্যতা তো
ব্যাখ্যা করে বোঝানো যায় না।
তাহলে আমি কিভাবে বুঝাবো;
ঠিক কতটুকু মন খারাপ হলে 
মরে যেতে ইচ্ছে করে মানুষের!

আচ্ছা আপনাদেরও কি এমনটি হয়?
নাকি এই মরে যাবার মতোন
মন খারাপের অসুখ কেবলি আকাশের!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ