বইয়ের নামঃ মনে থাকবে
লেখকঃ আরণ্যক বসু।
জনরাঃ কবিতা।
প্রকাশনীঃ কিংবদন্তী পাবলিকেশন।
প্রকাশকঃ অঞ্জন হাসান পবন।
প্রচ্ছদঃ চারু পিন্টু।
প্রচ্ছদ মুল্যঃ ৩৫০.
পৃষ্টাঃ ১৩৫.
রিভিউদাতাঃ এম.এ.রানা।
কবিতার জন্মদিতে আজও কেঁপে উঠি ,
শ্রাবণে - ফাল্গুনে শুধু কুঁড়ি হয়ে ফুটি ,
ডানা হয়ে ভেসে যাবো অন্য নিরুদ্দেশে ! ও ভাষা জননী , দীনভিখারীর বেশে ।
ঢাকার কিংবদন্তী পাবলিকেশন সংস্থার বন্ধু প্রকাশক মাননীয় অঞ্জন হাসান পবন যেদিন রাতে ফোনে তাঁর পরিকল্পনার কথা জানালেন- কবি আরণ্যক বসুর একশ ভালোবাসার কবিতা তাঁর সুপরিচিত সংস্থার মাধ্যমে দুই বাংলার পাঠকদের উপহার দিতে চান ; এবং আমাকে অবাক করে দিয়ে এ - ও জানালেন , যে সেই কাব্য সংকলনের নাম হবে- ‘ মনে থাকবে ? ’ এ আমার পরম সৌভাগ্য মনে হলো । দুই বাংলাতেই আমাকে ভালোবাসার কবি , সম্প্রীতির কবি ও প্রেমের কবি বলে ডাকা হয় , কাজেই সম্মতি না দিয়ে পারলাম না । তারুণ্যের এক আকাশ আলোকিত রূপ মনে হলো অঞ্জন হাসান পবনকে । আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা মিলিয়ে তাঁর আধুনিক মনস্কতা । মনে থাকবে ? ’ যদি পাঠকবন্ধুদের ভালোলাগা - ভালোবাসার বৃত্তে নিজের বেঁচে থাকার ভূমিটুকু খুঁজে পায় , তাহলেই বাংলা ভাষার এই দীন কবি ধন্য হবে । এই কাব্যগ্রন্থের সব কবিতাই প্রেম ও ভালোবাসার যুগলবন্দী হয়ে , প্রজাপতি বা সোনালি চড়ুইয়ের মতো দুষ্টুমির আকাশে মিলিয়ে যেতে চাইবে । তাদের ধরে রাখবেন , না , হারিয়ে যেতে দেবেন , সেটা সম্পূর্ণ আপনাদের একক ও সমবেত ইচ্ছের উপর নির্ভর করছে । আমি শুধু অঞ্জন হাসান পবন ও তাঁর কিংবদন্তী পাবলিকেশন বন্ধুদের প্রাণভরা ভালোবাসা জানাতেই পারি । ধন্যবাদ ।
বিনীত আরণ্যক বসু
হেমন্ত , ১৪২৭
উৎসর্গঃ
❝আমি সেই মৃত্যুহীন ভালোবাসার চাই ,
পৃথিবীর প্রতি বিন্দু নির্জনতা ঘিরে যার থাকা; দহনের পরিণতি হয়ে যদি পড়ে থাকে ছাই ,
তবু সেই শূন্যতায় তোমার, তোমার মুখ আঁকা!
প্রিয় নীলআকাশ,তোমাকে দিলাম আমার কবিজন্ম
নেবে?
বই থেকেঃ
❝বইটিতে মোট ১০০টি কবিতা আছে।প্রত্যেকটি কবিতাই অসাধারণ।বইটি তে কিছু কবিতা আমাকে মুগ্ধ করেছে।যেমন প্রথম কবিতাই-
"পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে❓
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেবো
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে❓"
আরেকটি কবিতা-
"এদেশের মেয়েদের যেখানে ধর্ষণের শেষেও মৃত্যুর জন্য ক্ষতবিক্ষত অপেক্ষা করতে হয়,
দশ,বারো,চৌদ্দদিন!
বিষিয়ে ঊঠা ক্ষতস্থান থেকে হরিধ্বনির আগে উঠে আসে- দাদা আমি বাঁচবো,মা তোমার কন্যাভ্রুণকে বাঁচাও!!"
আরও দারুণ একটা কবিতা-
ওই দ্যাখো, মনখারাপ হতে যাবে কেন?
কে বললো, তুমি নেই।
তাহলে এই শব্দহীন অরণ্য গভীরে
কে আমার সামনে দাঁড়ালো ভালোবেসে?
ঝরে পড়া একটি বনজ ফুল হাতে দিয়ে বলে গেল-
চলে গেছি? সত্যি!
ভরা চোখে তাকাও একটিবার
তাকাও!❞
কবি পরিচিতিঃ
❝দেখতে দেখতে এতগুলো বছরের সূর্য পরিক্রমায় ডুবে, ভেসে ভালোবেসে; কখন যেন আমার কবিতা কাঁটাতারের বেড়াও পেরিয়ে গেলো- ঘুড়ির মতো সহজ বাতাসের মতো। ভাবলেই কেমন আশ্চর্য লাগে ! বালকবেলা, কিশোরবেলার ফুটবল, ক্রিকেট, পড়াশোনা, নাটক, আবৃত্তি, পায়ের তলায় সর্ষে নিয়ে উধাও উড়ান, আর চাকরি, সংসারযাপন- সব কিছুই কবি করেছেন। কবির কলকাতার উপকণ্ঠে নিভৃত মফস্বল আড়িয়াদহ- দক্ষিণেশ্বরের বাতাস শিমুল তুলোর বীজ হয়ে ঘুরে বেড়ানো শব্দের প্রতিমাকে ছুঁতে ছুঁতেই, বেলা গড়িয়ে যেন প্রিয় ঋতু হেমন্তের বিকেল নেমে এলো। বেশকিছু কাব্যগ্রন্থ, কিশোর সাহিত্য, নাট্যগ্রন্থ, কলামগ্ৰন্থ, আবৃত্তিচর্চার প্রবন্ধে বইয়ের তাক আলো করলো, তবু, মানুষের মুখ আর কবিতার ভাষাকে বুকে জড়িয়ে ধরতে পারলাম কই?
মনে থাকবে, থাকবে মনের কথা... কবির সাহিত্য পরিচয় বলতে এতোটুকুই!
স্বয়ং কবির হাতে লেখা এই কবি পরিচিতি।
দুই বাংলার জনপ্রিয় কবি আরণ্যক বসু ১৭ ই হেমন্ত, ১৪২৭ সালে জন্মগ্রহণ করেছেন।❞
বই নিয়ে কিছু কথাঃ
❝বইটির বাইন্ডিং, প্রচ্ছদ,পৃষ্ঠা সব কিছুই খুব ভালো হয়েছে এবং খুব ভালো মানের।হবেই তো,কারণ বইটির প্রকাশনী যে কিংবদন্তী পাবলিকেশন ।কিংবদন্তী পাবলিকেশন এর প্রত্যেকটা বইয়ের বাইন্ডিং, পৃষ্ঠা এগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নাই।অতুলনীয়। এর জন্য অবশ্যই প্রকাশনীকে ধন্যবাদ জানানো উচিত৷
বইটির ভাষাশৈলী পাঠককে মুগ্ধ করবে। একসময় পাঠকের মনে হবে সে নিজেই প্রত্যেকটা কবিতার সাথে নিজের জীবনের মিল পেয়ে যাবে। আর এটাই লেখকের স্বার্থকতা।❞
ব্যাক্তিগত মতামতঃ
❝দুই বাংলার জনপ্রিয় কবি আরণ্যক বসু। কবির চোখ দিয়ে দেখা নানান বিষয়াদি উঠে এসেছে " মনে থাকবে❓" বইটিতে। সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে "মনে থাকবে❓" দারুন একটি বই।
ব্যাক্তিগত রেটিংঃ ০৪/০৫
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....