মুকাশাফাতুল কুলুব (১-২ খণ্ড একত্রে)
by মোস্তাফিজুর রহমান , হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ. , শায়খুল হাদীস এ. এন. এম. মোস্তাফিজুর রহমান (অনুবাদক) , হাফেজ মাওলানা আবু নায়ীম (সম্পাদক)
Mushakafatul Kulub eBook SpecificationTitle মুকাশাফাতুল কুলুব (১-২ খণ্ড একত্রে) সাদা
Author মোস্তাফিজুর রহমান
Publisher সোলেমানিয়া বুক হাউস
Quality 📂 Google Drive PDF Link DOWNLOAD 1Edition 1st Published, 2013
Number of Pages 362
Country বাংলাদেশ
Language বাংলা
মহান আল্লাহ এমন এক অপূর্ব ফেরেশতা সৃষ্টি করেছেন , যার বিরাটাকার দেহের এক প্রান্ত মাশরিকে আর অপর প্রান্ত মাগরিবে , মাথা আরশের সন্নিকটে এবং পদযুগল সাত তবক যমীন পর্যন্ত বিস্তৃত । তাকে এমন পাখা ও ডানা প্রদান করা হয়েছে , যা সমগ্র বিশ্ব জুড়ে বিস্তৃত ।
আমার উম্মতের মধ্যকার কোন পুরুষ বা নারী যখন আমার প্রতি দরূদ শরীফ পাঠ করে , তখন মহান আল্লাহ সে ফেরেশতাকে এ মর্মে নির্দেশ প্রদান করেন , সে যেন আরশে আযীমের নীচে অবস্থিত “ নূরের সাগরে ” ডুব দেয় । সে আল্লাহর নির্দেশে উক্ত নূরের সাগরে ডুব দিয়ে এবং বের হয় তার সর্বশরীর ঝাড়া দেয় । ফলে তার অসংখ্য পাখা হতে অগণিত পানিবিন্দু ঝরে পড়ে ।
তখন আল্লাহ তা'আলা তাঁর কুদরতে উক্ত ফেরেশতার শরীর থেকে ঝরে পড়া প্রতিটি বিন্দু হতে এক একজন ফেরেশতা সৃষ্টি করেন । যারা কিয়ামত পর্যন্ত উক্ত দরূদ পাঠকারী ব্যক্তির জন্য গুনাহ মা'ফীর দো'আ করতে থাকে । এ প্রসঙ্গে জনৈক বুজুর্গ বলেন , দেহের স্বাস্থ্য নির্ভর করে স্বল্প আহারের উপর । আত্মার শান্তি নির্ভর করে পাপকার্য পরিত্যাগ করার উপর । আর দ্বীন ও ঈমানের স্থায়িত্ব নির্ভর করে হুযুর পাক ( সঃ ) -এর প্রতি দরূদ পাঠের উপর । মহান আল্লাহর বাণী-
অর্থঃ হে ঈমানদারগণ ! তোমরা আল্লাহকে ভয় কর ।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....