নিঃশব্দ নীলিমায় লেখকঃ জেসমিন সুলতানা | Nisshobdo Nilimay by Jesmin Sultana

বইঃ নিঃশব্দ নীলিমায়
লেখকঃ জেসমিন সুলতানা 
প্রকাশনীঃ নোলক প্রকাশন 
বইটির মুদ্রিত মূল্যঃ ১৮০৳ 
নিঃশব্দ নীলিমায় লেখকঃ জেসমিন সুলতানা | Nisshobdo Nilimay by Jesmin Sultana

অনুভূতিঃ  প্রথমেই বলি বই পড়ার আগ্রহ টুকটাক আছে বৈকি। আমার এ পর্যন্ত যেগুলো বই পড়া হয়েছে সেগুলো বেশিরভাগই থ্রিলার,ডিটেকটিভ এবং ইসলামিক জনরার। গল্প, উপন্যাস,কবিতার বই খুব কমই পড়েছি বলতে গেলে। কিন্তু এ বইটা পড়ার পর একটা টান অনুভব করলাম। এ বইটাতে একত্রে  গল্প,কবিতা,চিঠি তিনটা অংশ রয়েছে। সব মিলে এক দক্ষ হাতের নির্মাণ। বইটার রিভিউ না দিয়ে পারলাম না!

প্রথম অংশে রয়েছে গল্প। বলতে গেলে আবার উপন্যাসও বলা যায়। কারণ উপন্যাসের সব গুনাবলী বিদ্যমান রয়েছে এই  গল্পে। প্রথমাংশে মনোজ্ঞ গল্প কাহিনি দিয়ে শুরু যেটা আমাকে আঁকড়ে ধরে রেখেছে শেষ পর্যন্ত বইটা পড়ার। এ গল্পে শুরুতেই যেন একটু একটু থ্রিলারের গন্ধ পাচ্ছিলাম। কি যেন এক ছায়ার মতো পিছন পিছন লেগেছিল গল্পের দিশার সাথে। আবার দিশার দরজার সামনে একেকদিন একগুচ্ছ কদমফুল,দোলনচাঁপার তোড়া কে জানি এসে রেখে দিয়ে চলে যেত। দিশা জানতেও পারতো না! পরিচিত একটা আতরের ঘ্রাণ তাকে তাড়া করে বেড়ায়। এ গল্পের শেষ পরিণতি লেখিকা টেনেছেন অনন্য দক্ষতায়। শেষ হয়েও হইল না শেষ এমনটাই মনে করিয়ে দিল গল্পের শেষটা। এখানে কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি তৃতীয় আরেকটা চরিত্র  'ছায়ামূর্তি ' জানান দেই লেখিকার মুন্সিয়ানা বহুমুখী প্রতিভার। শেষের দিকে 'জোনাকির দহন' ছোটগল্পে একাকিত্বে সবসময় সৃষ্টিকর্তার সান্নিধ্যে থাকার আহ্বান জানাচ্ছে লেখিকা জেসমিন সুলতানা। সৃষ্টিকর্তাকে ভালোবাসো, তাঁর আরাধনা করো, তাঁর ভালোবাসাই সত্য।

দ্বিতীয় অংশ গদ্যেছন্দে লেখা সুন্দর সুন্দর কবিতায় মোড়ানো।  প্রথম কয়েকটা কবিতা পড়ার পর মনে হলো লেখিকা জোছনা খুব ভালোবাসেন। সবগুলো কবিতাই রোমান্টিকতার মিষ্টি আলোয় উদ্ভাসিত।  জোছনা, নিসর্গ, প্রেম, নদী তাঁর কবিতাগুলোতে অনেকাংশ জুড়ে দখল করে আছে। মনে হবে যেন একবার রোমান্টিকতায় হারিয়ে যাচ্ছি, একবার প্রেমে পড়ে যাচ্ছি, আরেকবার বিরহের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে একদম!

তৃতীয় অংশে চিঠিগুলো পড়ে মনে হলো  নিমাই ভট্টাচার্যের 'মেম সাহেব' পড়তে বসেছি আমি। সত্যি প্রিয়মানুষের একটু ভালোবাসার স্পর্শ মানুষকে পরম মমতায়  সুখের চাদরে ডেকে দিতে পারে আবার প্রিয় মানুষের একটু অবহেলায়  বিরহ-হতাশার সাগরের অতলে ডুবিয়ে দিতে পারে।

লেখিকার পরিচিতিঃ জেসমিন সুলতানা বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম, যার পথে পথে আজও প্রতিধ্বনিত হয়- ওকি গাড়িয়াল ভাই.... বিখ্যাত ভাটিয়ালি গান ♪♪♪
সেই সীমান্ত জেলার চিলমারী উপজেলার কন্যা। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী কবি ও গল্পকার হিসেবে পরিচিত।  'নিঃশব্দ নীলিমায়' লেখকিার দ্বিতীয় গ্রন্থ! তিনি তাঁর ভাবনার অমরাবতী সৃষ্টি করতে চেয়েছেন এই গ্রন্থতে। লেখিকা জেসমিন সুলতানা কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বই পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। 
এছাড়া উনার প্রকাশিত আরেকটি বই রয়েছে 'নক্ষত্রের নীল চোখ'

সবশেষে বলবো গল্প , কবিতা ও চিঠি এই তিন ধারায় লেখিকার লেখনী অনবদ্য সাহিত্য হয়ে উঠেছে এই গ্রন্থে। পাঠকদের উদ্দেশ্যে বলবো, 'নিঃশব্দ নীলিমায়' গ্রন্থটিতে একের ভেতর তিনটি ভিন্নধর্মী সৃষ্টি 
গল্প, কবিতা ও চিঠি-র  স্বাদ পেতে এ বইটি নিঃসন্দেহে পড়তে পারেন। আশা করি বইটা পড়ে কোনো পাঠক নিরাশ হবে না। ইনশাআল্লাহ। 

অমর একুশে ২০২২
বইমেলার নোলক প্রকাশনের  ১৭১ নং স্টলে পাওয়া যাচ্ছে 'নিঃশব্দ নীলিমায়' বইটি
Review Credit 💕 Kazi Mohammad Noman

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ